'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকে খল নায়িকা রিনির চরিত্রে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। সঙ্গে চলছিল হিন্দি সিরিয়ালের কাজ। তবে সব কাজ থামিয়ে হঠাৎ বিরতি নেন মিশমি। জনপ্রিয়তার শিখড়ে থেকে হঠাৎ কাজ ছেড়ে দেওয়ায়, নায়িকার বিয়ের কথা রটেছিল টলি পাড়ায়। photo source Instagram