Mishmee Das: বিকিনিতে সুপার-হট মিশমি দাস! গোয়া থেকেই শোনালেন সুখবর!

Last Updated:
Mishmee Das: হঠাৎ করেই সিরিয়াল ছেড়ে দেন মিশমি। তবে কি এবার বিয়ের পালা? সুখবর শোনালেন নিজেই
1/5
মিশমি দাস। টলিউডের এই মেয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে কাজ করে ফেলেছেন। সম্প্রতি তিনি বিরতি নিয়েছেন কাজ থেকে। photo source collected
মিশমি দাস। টলিউডের এই মেয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে কাজ করে ফেলেছেন। সম্প্রতি তিনি বিরতি নিয়েছেন কাজ থেকে। photo source collected
advertisement
2/5
'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকে খল নায়িকা রিনির চরিত্রে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। সঙ্গে চলছিল হিন্দি সিরিয়ালের কাজ। তবে সব কাজ থামিয়ে হঠাৎ বিরতি নেন মিশমি। জনপ্রিয়তার শিখড়ে থেকে হঠাৎ কাজ ছেড়ে দেওয়ায়, নায়িকার বিয়ের কথা রটেছিল টলি পাড়ায়। photo source Instagram
'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকে খল নায়িকা রিনির চরিত্রে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। সঙ্গে চলছিল হিন্দি সিরিয়ালের কাজ। তবে সব কাজ থামিয়ে হঠাৎ বিরতি নেন মিশমি। জনপ্রিয়তার শিখড়ে থেকে হঠাৎ কাজ ছেড়ে দেওয়ায়, নায়িকার বিয়ের কথা রটেছিল টলি পাড়ায়। photo source Instagram
advertisement
3/5
যদিও আপাতত বিয়েতে নয়। মিশমি চান একটু নিজের সময়। সেই জন্যই কর্মবিরতি নিয়েছেন তিনি। এই মুহূর্তে গোয়ায় বিকিনিতে ঝড় তুলছেন নায়িকা। photo source Instagram
যদিও আপাতত বিয়েতে নয়। মিশমি চান একটু নিজের সময়। সেই জন্যই কর্মবিরতি নিয়েছেন তিনি। এই মুহূর্তে গোয়ায় বিকিনিতে ঝড় তুলছেন নায়িকা। photo source Instagram
advertisement
4/5
গোয়া থেকেই নতুন সুখবর শোনালেন মিশমি দাস। খুব শীঘ্রই ফের পর্দায় ফিরছেন তিনি। বিয়ে এখনই নয়। সকলকে জানিয়ে ধুমধাম করেই বিয়ে করবেন নায়িকা। ফের তাঁকে দেখা যাবে  অভিনয়ে। রিনির চরিত্রে আবার তাঁকে দেখা যাবে কিনা, তা নিয়েও বাড়ছে জল্পনা। photo source Instagram
গোয়া থেকেই নতুন সুখবর শোনালেন মিশমি দাস। খুব শীঘ্রই ফের পর্দায় ফিরছেন তিনি। বিয়ে এখনই নয়। সকলকে জানিয়ে ধুমধাম করেই বিয়ে করবেন নায়িকা। ফের তাঁকে দেখা যাবে অভিনয়ে। রিনির চরিত্রে আবার তাঁকে দেখা যাবে কিনা, তা নিয়েও বাড়ছে জল্পনা। photo source Instagram
advertisement
5/5
তবে মিশমির কাজে ফেরার খবরে ভক্ত মহলে ফের খুশির হাওয়া। সোশ্যাল মাধ্যমে অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। মিশমিকে বেশির ভাগ সময় সমুদ্রে বেড়াতে যেতে দেখা যায়। ছুটি নিয়ে সেই গোয়াতেই নিজেকে অন্য রূপে মেলে ধরলেন মিশমি। photo source Instagram
তবে মিশমির কাজে ফেরার খবরে ভক্ত মহলে ফের খুশির হাওয়া। সোশ্যাল মাধ্যমে অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। মিশমিকে বেশির ভাগ সময় সমুদ্রে বেড়াতে যেতে দেখা যায়। ছুটি নিয়ে সেই গোয়াতেই নিজেকে অন্য রূপে মেলে ধরলেন মিশমি। photo source Instagram
advertisement
advertisement
advertisement