Mir Afsar Ali : ‘My Rockstar!’ মেয়ে মুস্কানের রেজাল্ট দেখে গর্বিত পোস্ট মীরের...

Last Updated:
Mir Afsar Ali : একটু দেরি না করে ফেসবুকে (facebook) মেয়ে নিয়ে পোস্ট করলেন। সবাইকে জানিয়ে দিলেন, তিনি কতটা খুশি মেয়ের এই রেজাল্টে। আর আদর করে মেয়েকে বললেন 'রকস্টার'!
1/4
সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় মীর আফসর আলি। কাজ তো বটেই বিভিন্ন সামাজিক বিষয়েও নিজের মন্তব্য পোস্ট করে থাকেন তিনি নেটমাধ্যমে। পাশাপাশি ফাঁকফোকরে আপলোড হয় মজাদার সব ভিডিও। তবে নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই লাইমলাইট থেকে সযত্নে দূরে সরিয়ে রেখেছেন এই জনপ্রিয় টলি-ব্যক্তিত্ব। তবে এবার আর সেই আড়াল রাখলেন না গর্বিত পিতা। কারণ মেয়ের সাফল্যে খুশি আর ধরে রাখতে পারছেন না মীর আফসার আলি (Mir Afsar Ali)।
সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় মীর আফসর আলি। কাজ তো বটেই বিভিন্ন সামাজিক বিষয়েও নিজের মন্তব্য পোস্ট করে থাকেন তিনি নেটমাধ্যমে। পাশাপাশি ফাঁকফোকরে আপলোড হয় মজাদার সব ভিডিও। তবে নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই লাইমলাইট থেকে সযত্নে দূরে সরিয়ে রেখেছেন এই জনপ্রিয় টলি-ব্যক্তিত্ব। তবে এবার আর সেই আড়াল রাখলেন না গর্বিত পিতা। কারণ মেয়ের সাফল্যে খুশি আর ধরে রাখতে পারছেন না মীর আফসার আলি (Mir Afsar Ali)।
advertisement
2/4
শনিবার প্রকাশিত হয়েছে চলতি বছরে ICSE, ISC’র ফলাফল । দুপুর ৩টে নাগাদ ফলাফল ঘোষণা করল কাউন্সিল। হয়তো কাজের ফাঁকে ফাঁকে মেয়ের রেজাল্ট নিয়ে একটু চিন্তাতেও ছিলেন মীর। তবে চিন্তা কাটল রেজাল্ট আউট হতেই। মীরের মেয়ে মুস্কান পেয়েছে ৯৭.৭৫ শতাংশ নম্বর। মুস্কানের এই নম্বর দেখে তো একেবারে আপ্লুত মীর।
শনিবার প্রকাশিত হয়েছে চলতি বছরে ICSE, ISC’র ফলাফল । দুপুর ৩টে নাগাদ ফলাফল ঘোষণা করল কাউন্সিল। হয়তো কাজের ফাঁকে ফাঁকে মেয়ের রেজাল্ট নিয়ে একটু চিন্তাতেও ছিলেন মীর। তবে চিন্তা কাটল রেজাল্ট আউট হতেই। মীরের মেয়ে মুস্কান পেয়েছে ৯৭.৭৫ শতাংশ নম্বর। মুস্কানের এই নম্বর দেখে তো একেবারে আপ্লুত মীর।
advertisement
3/4
একটু দেরি না করে ফেসবুকে (facebook) মেয়ে নিয়ে পোস্ট করলেন। সবাইকে জানিয়ে দিলেন, তিনি কতটা খুশি মেয়ের এই রেজাল্টে। আর আদর করে মেয়েকে বললেন 'রকস্টার'! ফেসবুকে মীরের পোস্ট,' শেষমেশ ১২ ক্লাস পাশ। আইএসসি পরীক্ষায় ৯৭.৭৫ শতাংশ নম্বর পেয়েছে মুস্কান। ভীষণ, ভীষণ গর্ব হচ্ছে আমার আজ। আমার 'রকস্টার'-কে অনেক শুভেচ্ছা'।
একটু দেরি না করে ফেসবুকে (facebook) মেয়ে নিয়ে পোস্ট করলেন। সবাইকে জানিয়ে দিলেন, তিনি কতটা খুশি মেয়ের এই রেজাল্টে। আর আদর করে মেয়েকে বললেন 'রকস্টার'! ফেসবুকে মীরের পোস্ট,' শেষমেশ ১২ ক্লাস পাশ। আইএসসি পরীক্ষায় ৯৭.৭৫ শতাংশ নম্বর পেয়েছে মুস্কান। ভীষণ, ভীষণ গর্ব হচ্ছে আমার আজ। আমার 'রকস্টার'-কে অনেক শুভেচ্ছা'।
advertisement
4/4
মীরের পোস্টে মুহূর্তের মধ্যে হাজার হাজার লাইক। সেই সঙ্গে শুভেচ্ছা এবং আগামী দিনের জন্য শুভকামনায় ভরিয়ে দিয়েছেন মীরের অনুরাগীরা। নিজের কাজ সংক্রান্ত বা সমাজের বিভিন্ন দিক নিয়ে নিজের মতামত প্রকাশ করলেও, পরিবার এবং নিজের সাফল্য নিয়ে কাঁধ সচরাচর চাপড়ান না। কিন্তু নিজের একমাত্র মেয়ের জীবনের এতবড় সাফল্যের খবর সকলের মধ্যে ভাগ করা থেকে বিরত থাকতে পারলেন না গর্বিত বাবা মীর আফসার আলি।
মীরের পোস্টে মুহূর্তের মধ্যে হাজার হাজার লাইক। সেই সঙ্গে শুভেচ্ছা এবং আগামী দিনের জন্য শুভকামনায় ভরিয়ে দিয়েছেন মীরের অনুরাগীরা। নিজের কাজ সংক্রান্ত বা সমাজের বিভিন্ন দিক নিয়ে নিজের মতামত প্রকাশ করলেও, পরিবার এবং নিজের সাফল্য নিয়ে কাঁধ সচরাচর চাপড়ান না। কিন্তু নিজের একমাত্র মেয়ের জীবনের এতবড় সাফল্যের খবর সকলের মধ্যে ভাগ করা থেকে বিরত থাকতে পারলেন না গর্বিত বাবা মীর আফসার আলি।
advertisement
advertisement
advertisement