টলিউড এ বার মায়ানগরী ৷ মায়ার বাঁধনে সকলকে বাঁধবেন রাফিয়াথ রাশিদ মিথিলা ৷ সৃজিত-ঘরণিকে এ বার দেখা যাবে ‘মায়া’ ছবিতে ৷ পরিচালক রাজর্ষি দে ৷ উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ এই ছবির উপজীব্য ৷ মূল ভূমিকায় থাকছেন মিথিলা ৷ গুঞ্জন, এই চরিত্রে অভিনয় করার কথা ছিল অর্পিতা চট্টোপাধ্যায়ের ৷ তিনি এখন ব্যস্ত ‘গওহরজান’ নিয়ে ৷ টলিউডে কান পাতলে শোনা যায়, অজ্ঞাত কারণে অর্পিতা সরে যাওয়ায় রাজর্ষির ‘মায়া’ ছবিতে অভিনয়ের প্রস্তাব আসে মিথিলার কাছে ৷ এটাই হবে তাঁর প্রথম টলিউড ছবি ৷ সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’-র শ্যুটিং শেষ করেছেন রাজর্ষি ৷ সেই ছবির অনেক কুশীলবকে দেখা যাবে ‘মায়া’-তেও ৷ ‘মায়া’-য় দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়-সহ টলিউডের একঝাঁক মুখকে ৷ ‘মায়া’-র বড় অংশের শ্যুটিং কলকাতাতেই হবে বলে শোনা গিয়েছে ৷ সম্প্রতি সল্টলেক সেক্টর ফাইভের রেস্তরাঁ ‘ফাইভ ম্যাড মেন’-এ প্রকাশিত হল ‘মায়া’-র লোগো ৷ ‘মায়া’-র লোগো প্রকাশ উপলক্ষে পার্টিতে যেন চাঁদের হাট ৷ মায়ানগরীর সেই পার্টিতে প্রায় সকলের পোশাকেই লাল অথবা কালোর পরশ ৷ ‘মায়া’-য় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুদীপ্তাকে ৷ পার্টির মাঝেই চলল ছবি তোলার পর্ব ৷ পোজ দিতে বিরক্তি নেই খ্যাতনামীদের ৷ টলিউডের দুই গৌরবই এক ছবিতে ৷ পার্টির মাঝে এক ফেমে দুই অভিনেতা ৷ একজন কালোয়, তো অন্যজন লাল-কালো চেকে ৷ ছবি শেয়ার করেছেন গৌরব চক্রবর্তী ৷ ছবিতে অভিনয় করছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনিও শেয়ার করেছেন পার্টির ছবি ৷