এই প্রথম কোনও ভারতীয় ছবির টিজার মুক্তি পেল এত ঘটা করে। 'মার্টিন'-এর টিজার মুক্তির প্রিমিয়ারে সাক্ষী থাকল সমগ্র দেশের সাংবাদিকরা। বেঙ্গালুরুর একটি প্রেক্ষাগৃহে কন্নড় ছবির তারকাদের সমাবেশ। উল্টোদিকে দাঁড়িয়ে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমের সাংবাদিকরা। আর সেখানেই বাংলা নিয়ে নিউজ18 বাংলার প্রশ্নের জবাব দিলেন ছবির কলাকুশলীরা।
এই প্রথম প্যান ইন্ডিয়ান ছবিতে অভিনয় করলেন ধ্রুব। কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে ছবিটি। অর্জুন সারজার লেখা গল্পে ধ্রুবকে অত্যধিক ওজন বাড়াতে হয়েছিল। পাশবিক চেহারার প্রয়োজন ছিল। কিন্তু ছবির শ্যুটিংয়ের পরেই ১৫-১৬ কিলো ওজন কমিয়েছেন ধ্রুব। ছবিমুক্তির তারিখ এখনও স্থির না হলেও বড় পর্দায় এই ছবি দেখার জন্য মুখিয়ে সারা দেশের মানুষ।