Martin Kannada Movie: বাংলায় দক্ষিণী ছবি কম মুক্তি পায় কেন? নিউজ18 বাংলার মুখোমুখি ‘মার্টিন’ টিম

Last Updated:
Martin Kannada Movie: বেঙ্গালুরুর একটি প্রেক্ষাগৃহে কন্নড় ছবির তারকাদের সমাবেশ। উল্টোদিকে দাঁড়িয়ে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমের সাংবাদিকরা। আর সেখানেই বাংলা নিয়ে নিউজ18 বাংলার প্রশ্নের জবাব দিলেন ছবির কলাকুশলীরা।
1/5
এই প্রথম কোনও ভারতীয় ছবির টিজার মুক্তি পেল এত ঘটা করে। 'মার্টিন'-এর টিজার মুক্তির প্রিমিয়ারে সাক্ষী থাকল সমগ্র দেশের সাংবাদিকরা। বেঙ্গালুরুর একটি প্রেক্ষাগৃহে কন্নড় ছবির তারকাদের সমাবেশ। উল্টোদিকে দাঁড়িয়ে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমের সাংবাদিকরা। আর সেখানেই বাংলা নিয়ে নিউজ18 বাংলার প্রশ্নের জবাব দিলেন ছবির কলাকুশলীরা।
এই প্রথম কোনও ভারতীয় ছবির টিজার মুক্তি পেল এত ঘটা করে। 'মার্টিন'-এর টিজার মুক্তির প্রিমিয়ারে সাক্ষী থাকল সমগ্র দেশের সাংবাদিকরা। বেঙ্গালুরুর একটি প্রেক্ষাগৃহে কন্নড় ছবির তারকাদের সমাবেশ। উল্টোদিকে দাঁড়িয়ে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমের সাংবাদিকরা। আর সেখানেই বাংলা নিয়ে নিউজ18 বাংলার প্রশ্নের জবাব দিলেন ছবির কলাকুশলীরা।
advertisement
2/5
এর আগে 'কেজিএফ ২', 'বাহুবলী', 'আরআরআর', 'কান্তারা' নিয়ে বাংলায় কম মাতামাতি হয়নি। তা সত্ত্বেও সব রকমের দক্ষিণী ছবি মুক্তি পায় না কলকাতার প্রেক্ষাগৃহে। কিন্তু কেন? বাংলার দর্শকের ভালবাসা পেয়েও এই রাজ্যে সাউথের ছবি দেখতে ভরসা কেবল ওটিটি।
এর আগে 'কেজিএফ ২', 'বাহুবলী', 'আরআরআর', 'কান্তারা' নিয়ে বাংলায় কম মাতামাতি হয়নি। তা সত্ত্বেও সব রকমের দক্ষিণী ছবি মুক্তি পায় না কলকাতার প্রেক্ষাগৃহে। কিন্তু কেন? বাংলার দর্শকের ভালবাসা পেয়েও এই রাজ্যে সাউথের ছবি দেখতে ভরসা কেবল ওটিটি।
advertisement
3/5
নিউজ18 বাংলার প্রশ্নের উত্তর দিলেন 'মার্টিন' ছবির লেখক। তাঁর উত্তর, "এবার আমাদের এই ছবি মুক্তি পাবে। 'মার্টিন' প্যান ইন্ডিয়ান ছবি। বাংলায় যে দক্ষিণী ছবি এত ভালবাসা পায়, সেটা জেনে ভাল লাগল। আগামী দিনে দক্ষিণী ছবি বেশি সংখ্যায় মুক্তি পাবে বলেই আশা করছি।"
নিউজ18 বাংলার প্রশ্নের উত্তর দিলেন 'মার্টিন' ছবির লেখক। তাঁর উত্তর, "এবার আমাদের এই ছবি মুক্তি পাবে। 'মার্টিন' প্যান ইন্ডিয়ান ছবি। বাংলায় যে দক্ষিণী ছবি এত ভালবাসা পায়, সেটা জেনে ভাল লাগল। আগামী দিনে দক্ষিণী ছবি বেশি সংখ্যায় মুক্তি পাবে বলেই আশা করছি।"
advertisement
4/5
এপি অর্জুন পরিচালিত এই ছবিতে ধ্রুব সারজা ছাড়াও অভিনয় করেছেন বৈভবী শাণ্ডিল্য, অন্বেষী জৈন প্রমুখ। অ্যাকশনে পরিপূর্ণ টিজার। 'কেজিএফ ২'-এর মতোই জাম্পকাটে ভরা টিজারে রোমাঞ্চিত হয়েছেন গোটা দেশের দর্শক। ইউটিউবে হু হু করে বাড়ছে ভিউয়ারের সংখ্যা।
এপি অর্জুন পরিচালিত এই ছবিতে ধ্রুব সারজা ছাড়াও অভিনয় করেছেন বৈভবী শাণ্ডিল্য, অন্বেষী জৈন প্রমুখ। অ্যাকশনে পরিপূর্ণ টিজার। 'কেজিএফ ২'-এর মতোই জাম্পকাটে ভরা টিজারে রোমাঞ্চিত হয়েছেন গোটা দেশের দর্শক। ইউটিউবে হু হু করে বাড়ছে ভিউয়ারের সংখ্যা।
advertisement
5/5
এই প্রথম প্যান ইন্ডিয়ান ছবিতে অভিনয় করলেন ধ্রুব। কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে ছবিটি। অর্জুন সারজার লেখা গল্পে ধ্রুবকে অত্যধিক ওজন বাড়াতে হয়েছিল। পাশবিক চেহারার প্রয়োজন ছিল। কিন্তু ছবির শ্যুটিংয়ের পরেই ১৫-১৬ কিলো ওজন কমিয়েছেন ধ্রুব। ছবিমুক্তির তারিখ এখনও স্থির না হলেও বড় পর্দায় এই ছবি দেখার জন্য মুখিয়ে সারা দেশের মানুষ।
এই প্রথম প্যান ইন্ডিয়ান ছবিতে অভিনয় করলেন ধ্রুব। কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে ছবিটি। অর্জুন সারজার লেখা গল্পে ধ্রুবকে অত্যধিক ওজন বাড়াতে হয়েছিল। পাশবিক চেহারার প্রয়োজন ছিল। কিন্তু ছবির শ্যুটিংয়ের পরেই ১৫-১৬ কিলো ওজন কমিয়েছেন ধ্রুব। ছবিমুক্তির তারিখ এখনও স্থির না হলেও বড় পর্দায় এই ছবি দেখার জন্য মুখিয়ে সারা দেশের মানুষ।
advertisement
advertisement
advertisement