advertisement

১১ বছর ধরে একটাও ছবি করেননি মণি রত্নমের এই নায়িকা, এতটাই বদলে গিয়েছেন যে চেনাও যায় না

Last Updated:
Tamil Actress | তুলসী তাঁর পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং দুটি ছবির পর আর অভিনয় করেননি।
1/6
'দেহ পট সনে নট সকলি হারায়'! নাট্যাচার্য গিরিশ ঘোষের বিখ্যাত এই সংলাপ বহু ব্যবহারে জীর্ণ হয়ে গিয়েছে নিঃসন্দেহেই, কিন্তু এর চেয়ে বড় বাস্তব, একই সঙ্গে নির্মম সত্য অভিনয়ের জগতে বড় একটা দেখা যায় না, বিশেষ করে সেই ব্যক্তি যদি একদা অভিনয় করে থাকেন নায়ক বা নায়িকার চরিত্রে। আজকাল যদিও ছবিটা সামান্য হলেও বদলেছে, এখন অনেক নায়ক নায়িকা শারীরিক সৌন্দর্য হারিয়েও গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে নিজের জায়গা করে নেন, তবে সবার সঙ্গে যে তা হয় না, সেটাও তো জানা কথাই!
'দেহ পট সনে নট সকলি হারায়'! নাট্যাচার্য গিরিশ ঘোষের বিখ্যাত এই সংলাপ বহু ব্যবহারে জীর্ণ হয়ে গিয়েছে নিঃসন্দেহেই, কিন্তু এর চেয়ে বড় বাস্তব, একই সঙ্গে নির্মম সত্য অভিনয়ের জগতে বড় একটা দেখা যায় না, বিশেষ করে সেই ব্যক্তি যদি একদা অভিনয় করে থাকেন নায়ক বা নায়িকার চরিত্রে। আজকাল যদিও ছবিটা সামান্য হলেও বদলেছে, এখন অনেক নায়ক নায়িকা শারীরিক সৌন্দর্য হারিয়েও গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে নিজের জায়গা করে নেন, তবে সবার সঙ্গে যে তা হয় না, সেটাও তো জানা কথাই!
advertisement
2/6
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাধা আশির দশকের একজন বিখ্যাত নায়িকা ছিলেন। রাধা কেবল তামিল নয়, দক্ষিণ ভারতীয় সিনেমাতের অনেক ভাষার ছবিতে অভিনয় করেছিলেন। মলয়ালি বংশোদ্ভূত রাধা কেরলের এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন। বলে রাখা উচিত হবে যে গল্পটা কিন্তু রাধাকে নিয়ে নয়। রাধার দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। রাধার দুই মেয়েই তামিল সিনেমার পরিচিত মুখ।
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাধা আশির দশকের একজন বিখ্যাত নায়িকা ছিলেন। রাধা কেবল তামিল নয়, দক্ষিণ ভারতীয় সিনেমাতের অনেক ভাষার ছবিতে অভিনয় করেছিলেন। মলয়ালি বংশোদ্ভূত রাধা কেরলের এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন। বলে রাখা উচিত হবে যে গল্পটা কিন্তু রাধাকে নিয়ে নয়। রাধার দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। রাধার দুই মেয়েই তামিল সিনেমার পরিচিত মুখ।
advertisement
3/6
বড় মেয়ে কার্তিকা তামিল সিনেমায় বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন। এর পর তিনি বিয়ে করেন এবং সিনেমার দুনিয়া থেকে বিরতি নেন। অন্য দিকে, রাধার দ্বিতীয় মেয়ে তুলসী ২০১৩ সালে মণি রত্নম পরিচালিত 'কদল' ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৪ বছর।
বড় মেয়ে কার্তিকা তামিল সিনেমায় বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন। এর পর তিনি বিয়ে করেন এবং সিনেমার দুনিয়া থেকে বিরতি নেন। অন্য দিকে, রাধার দ্বিতীয় মেয়ে তুলসী ২০১৩ সালে মণি রত্নম পরিচালিত 'কদল' ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৪ বছর।
advertisement
4/6
'কদল'-এর পর তুলসী ২০১৪ সালে রবি কে চন্দ্রন পরিচালিত 'ইয়ান' ছবিতে জীবার বিপরীতে জুটি বাঁধেন। দুটি ছবিই মাঝারি মানের সাফল্য পেয়েছিল। এই দুটি ছবির পর তুলসী নায়ারকে আর সিনেমায় দেখা যায়নি। তুলসী তাঁর পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং দুটি ছবির পর আর অভিনয় করেননি।
'কদল'-এর পর তুলসী ২০১৪ সালে রবি কে চন্দ্রন পরিচালিত 'ইয়ান' ছবিতে জীবার বিপরীতে জুটি বাঁধেন।দুটি ছবিই মাঝারি মানের সাফল্য পেয়েছিল। এই দুটি ছবির পর তুলসী নায়ারকে আর সিনেমায় দেখা যায়নি। তুলসী তাঁর পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং দুটি ছবির পর আর অভিনয় করেননি।
advertisement
5/6
যদিও আশা করা হচ্ছিল যে পড়াশোনা শেষ করে তিনি আবার সিনেমায় ফিরবেন, কিন্তু তুলসীকে তখন থেকেই আর কোনও সিনেমায় দেখা যায়নি। এদিকে, গত কয়েক বছরে তাঁর ওজন বেড়েছে এবং চেহারা এতটাই পরিবর্তিত হয়েছে যে তাঁকে আর চেনাই যাচ্ছে না।কয়েক বছর আগে কার্তিকার বিয়ের সময় তুলসীর ওজন বেড়ে গিয়েছিল। তুলসীর বদলে যাওয়ার ছবিগুলো তখনই ভাইরাল হয়েছিল।
যদিও আশা করা হচ্ছিল যে পড়াশোনা শেষ করে তিনি আবার সিনেমায় ফিরবেন, কিন্তু তুলসীকে তখন থেকেই আর কোনও সিনেমায় দেখা যায়নি। এদিকে, গত কয়েক বছরে তাঁর ওজন বেড়েছে এবং চেহারা এতটাই পরিবর্তিত হয়েছে যে তাঁকে আর চেনাই যাচ্ছে না।কয়েক বছর আগে কার্তিকার বিয়ের সময় তুলসীর ওজন বেড়ে গিয়েছিল। তুলসীর বদলে যাওয়ার ছবিগুলো তখনই ভাইরাল হয়েছিল।
advertisement
6/6
এখন তুলসীর একটি নতুন ছবি ভাইরাল হচ্ছে। তাঁর ওজন আগের চেয়েও আরও বেড়ে গিয়েছে এবং তিনি নিজে না বললে কেউ তাঁকে চিনে উঠতে পারবেন না! ১৪ বছর বয়সে সিনেমায় অভিষেক হওয়া তুলসীর বয়স এখন ২৮ বছর। তুলসী কিন্তু এখনও বিয়ে করেননি।
এখন তুলসীর একটি নতুন ছবি ভাইরাল হচ্ছে। তাঁর ওজন আগের চেয়েও আরও বেড়ে গিয়েছে এবং তিনি নিজে না বললে কেউ তাঁকে চিনে উঠতে পারবেন না! ১৪ বছর বয়সে সিনেমায় অভিষেক হওয়া তুলসীর বয়স এখন ২৮ বছর। তুলসী কিন্তু এখনও বিয়ে করেননি।
advertisement
advertisement
advertisement