Mandira Bedi trolled: বিকিনিতে পুরুষ বন্ধুর সঙ্গে জলকেলি! স্বামীর শোক ভুলে, ফের বিয়ে করছেন মন্দিরা বেদি? তুমুল সমালোচনা
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Mandira Bedi trolled: ফুকেটে পুরুষ বন্ধুর সঙ্গে জলকেলিতে মত্ত মন্দিরা বেদি! গত বছরেই হারিয়েছেন স্বামীকে! তবে কী ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি? বলিউডে জোর চর্চা! নেট দুনিয়ায় সমালোচনা!
advertisement
advertisement
advertisement
advertisement
এই ছবি শেয়ার করে আদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা। এবং নিজেদের বন্ধুত্বের গভীরতা কতটা তাও লিখেছেন। তবে এই ছবি দেখেই নেটিজেনরা নানা প্রশ্ন করা শুরু করেছেন। তাঁরা বলছেন স্বামীর মৃত্যুর এক বছরের মধ্যেই কী ফের বিয়ের পিঁড়িতে বসবেন তিনি? এছাড়াও নানা মন্তব্যে ভরা এই পোস্ট। অবশেষে মন্দিরা তাঁর কমেন্ট বক্স বন্ধ করে দেন। তবে জল্পনা কিন্তু পিছু ছাড়ছে না। photo source collected