Mandira Bedi trolled: বিকিনিতে পুরুষ বন্ধুর সঙ্গে জলকেলি! স্বামীর শোক ভুলে, ফের বিয়ে করছেন মন্দিরা বেদি? তুমুল সমালোচনা

Last Updated:
Mandira Bedi trolled: ফুকেটে পুরুষ বন্ধুর সঙ্গে জলকেলিতে মত্ত মন্দিরা বেদি! গত বছরেই হারিয়েছেন স্বামীকে! তবে কী ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি? বলিউডে জোর চর্চা! নেট দুনিয়ায় সমালোচনা!
1/5
মন্দিরা বেদি। বলিউডের জনপ্রিয় নায়িকা তিনি। বড় পর্দা থেকে ছোট পর্দা সবেতেই চুটিয়ে কাজ করেছেন তিনি। সেই সঙ্গে তিনি ক্রিকেট মাঠেরও মুখ। মন্দিরার সঞ্চালনা নজর কেড়েছিল সকলের। photo source collected
মন্দিরা বেদি। বলিউডের জনপ্রিয় নায়িকা তিনি। বড় পর্দা থেকে ছোট পর্দা সবেতেই চুটিয়ে কাজ করেছেন তিনি। সেই সঙ্গে তিনি ক্রিকেট মাঠেরও মুখ। মন্দিরার সঞ্চালনা নজর কেড়েছিল সকলের। photo source collected
advertisement
2/5
২০২১ সালেই মন্দিরা হারিয়েছেন তাঁর স্বামী রাজ কৌশলকে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তারপর কয়েকদিন শোকাচ্ছন্ন থাকার পর, ফের স্বাভাবিক হয়েছেন তিনি। photo source collected
২০২১ সালেই মন্দিরা হারিয়েছেন তাঁর স্বামী রাজ কৌশলকে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তারপর কয়েকদিন শোকাচ্ছন্ন থাকার পর, ফের স্বাভাবিক হয়েছেন তিনি। photo source collected
advertisement
3/5
রাজের মৃত্যুর মাস খানেকের মধ্যেই ফের শরীর চর্চা, বন্ধুর বিয়ে পার্টি সব কিছুতেই দেখা গিয়েছে মন্দিরা বেদিকে। তবে এবার তাঁকে নিয়ে বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে! আর তার কারণ মন্দিরার সোশ্যাল মিডিয়া পোস্ট। photo source collected
রাজের মৃত্যুর মাস খানেকের মধ্যেই ফের শরীর চর্চা, বন্ধুর বিয়ে পার্টি সব কিছুতেই দেখা গিয়েছে মন্দিরা বেদিকে। তবে এবার তাঁকে নিয়ে বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে! আর তার কারণ মন্দিরার সোশ্যাল মিডিয়া পোস্ট। photo source collected
advertisement
4/5
সম্প্রতি মন্দিরা তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর বন্ধু আদির সঙ্গে সুইমিংপুলে। বিকিনি পরে আছেন তিনি। তাঁর বন্ধু জলের মধ্যেই জড়িয়ে ধরে আছেন তাঁকে। মন্দিরার একটা হাত আদির নাকে। photo source collected
সম্প্রতি মন্দিরা তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর বন্ধু আদির সঙ্গে সুইমিংপুলে। বিকিনি পরে আছেন তিনি। তাঁর বন্ধু জলের মধ্যেই জড়িয়ে ধরে আছেন তাঁকে। মন্দিরার একটা হাত আদির নাকে। photo source collected
advertisement
5/5
এই ছবি শেয়ার করে আদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা। এবং নিজেদের বন্ধুত্বের গভীরতা কতটা তাও লিখেছেন। তবে এই ছবি দেখেই নেটিজেনরা নানা প্রশ্ন করা শুরু করেছেন। তাঁরা বলছেন স্বামীর মৃত্যুর এক বছরের মধ্যেই কী ফের বিয়ের পিঁড়িতে বসবেন তিনি? এছাড়াও নানা মন্তব্যে ভরা এই পোস্ট। অবশেষে মন্দিরা তাঁর কমেন্ট বক্স বন্ধ করে দেন। তবে জল্পনা কিন্তু পিছু ছাড়ছে না। photo source collected
এই ছবি শেয়ার করে আদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা। এবং নিজেদের বন্ধুত্বের গভীরতা কতটা তাও লিখেছেন। তবে এই ছবি দেখেই নেটিজেনরা নানা প্রশ্ন করা শুরু করেছেন। তাঁরা বলছেন স্বামীর মৃত্যুর এক বছরের মধ্যেই কী ফের বিয়ের পিঁড়িতে বসবেন তিনি? এছাড়াও নানা মন্তব্যে ভরা এই পোস্ট। অবশেষে মন্দিরা তাঁর কমেন্ট বক্স বন্ধ করে দেন। তবে জল্পনা কিন্তু পিছু ছাড়ছে না। photo source collected
advertisement
advertisement
advertisement