Mamta Kulkarni: মহামণ্ডলেশ্বর হওয়ার জন্য ১০ কোটি টাকা দিয়েছিলেন মমতা কুলকার্নি? এই তকমা হারিয়ে বাগেশ্বর বাবার বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দাগলেন অভিনেত্রী

Last Updated:
মহামণ্ডলেশ্বর পদ থেকে সরিয়ে দেওয়ার পরে অভিনেত্রী রজত শর্মার শো ‘আপ কি আদালত’-এ অংশগ্রহণ করেছিলেন। ওই শোয়ে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের স্পষ্ট জবাব দিয়েছেন। এমনকী বিরোধীদের উপর সরাসরি তোপ দেগেছেন।
1/5
নব্বই দশকের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মমতা কুলকার্নি। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় চর্চার শিরোনামে। মহাকুম্ভ ২০২৫-এর সময় কিন্নড় আখড়া থেকে তাঁকে মহামণ্ডলেশ্বর তকমা দেওয়া হয়েছে। তবে এর বিরোধিতা করেছেন ওই আখড়ার বাবারা। প্রসঙ্গত মমতা কুলকার্নিকে মহামণ্ডলেশ্বর উপাধি দেওয়ায় রামদেব এবং বাগেশ্বর বাবার তরফে এসেছে বিরোধিতা। দুজনেই কড়া ভাষায় আক্রমণ করেছেন অভিনেত্রীকে। ক্রমবর্ধমান বিতর্কের জেরে মাত্র ৭ দিনের মধ্যেই মমতা কুলকার্নির এই তকমা ছিনিয়ে নেওয়া হয়েছে।
নব্বই দশকের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মমতা কুলকার্নি। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় চর্চার শিরোনামে। মহাকুম্ভ ২০২৫-এর সময় কিন্নড় আখড়া থেকে তাঁকে মহামণ্ডলেশ্বর তকমা দেওয়া হয়েছে। তবে এর বিরোধিতা করেছেন ওই আখড়ার বাবারা। প্রসঙ্গত মমতা কুলকার্নিকে মহামণ্ডলেশ্বর উপাধি দেওয়ায় রামদেব এবং বাগেশ্বর বাবার তরফে এসেছে বিরোধিতা। দুজনেই কড়া ভাষায় আক্রমণ করেছেন অভিনেত্রীকে। ক্রমবর্ধমান বিতর্কের জেরে মাত্র ৭ দিনের মধ্যেই মমতা কুলকার্নির এই তকমা ছিনিয়ে নেওয়া হয়েছে।
advertisement
2/5
মহামণ্ডলেশ্বর পদ থেকে সরিয়ে দেওয়ার পরে অভিনেত্রী রজত শর্মার শো ‘আপ কি আদালত’-এ অংশগ্রহণ করেছিলেন। ওই শোয়ে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের স্পষ্ট জবাব দিয়েছেন। এমনকী বিরোধীদের উপর সরাসরি তোপ দেগেছেন। অভিনেত্রী তথা সাধ্বী মমতার কাছে রজত জানতে চান যে, “রামদেব বাবা তো বলেছেন, এক দিনে কেউ সাধু-সন্ন্যাসী হতে পারেন না। আজকাল দেখছি, যে কাউকে ধরে এনে মহামণ্ডলেশ্বর বানিয়ে দেওয়া হচ্ছে।” এর জবাবে মমতা বলেন যে, তিনি রামদেবকে শুধু এটুকুই বলতে চান যে, তাঁর মহাকাল আর মহাকালীকে ভয় পাওয়া উচিত।
মহামণ্ডলেশ্বর পদ থেকে সরিয়ে দেওয়ার পরে অভিনেত্রী রজত শর্মার শো ‘আপ কি আদালত’-এ অংশগ্রহণ করেছিলেন। ওই শোয়ে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের স্পষ্ট জবাব দিয়েছেন। এমনকী বিরোধীদের উপর সরাসরি তোপ দেগেছেন। অভিনেত্রী তথা সাধ্বী মমতার কাছে রজত জানতে চান যে, “রামদেব বাবা তো বলেছেন, এক দিনে কেউ সাধু-সন্ন্যাসী হতে পারেন না। আজকাল দেখছি, যে কাউকে ধরে এনে মহামণ্ডলেশ্বর বানিয়ে দেওয়া হচ্ছে।” এর জবাবে মমতা বলেন যে, তিনি রামদেবকে শুধু এটুকুই বলতে চান যে, তাঁর মহাকাল আর মহাকালীকে ভয় পাওয়া উচিত।
advertisement
3/5
বাগেশ্বর ধামের নিশানায়: এর পাশাপাশি মমতা কুলকার্নির মহামণ্ডলেশ্বর হওয়ার বিষয়ে আপত্তি তুলেছেন বাগেশ্বর ধামও। তিনি নিজে মাত্র ২৫ বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন। তিনি বলেন যে, “বাহ্যিক কোনও প্রভাবে এসে কীভাবে কাউকে মহামণ্ডলেশ্বর করা যায়? যাঁদের অন্তরে সাধু অথবা সাধ্বী হওয়ার ক্ষমতা রয়েছে, তাঁদেরই তা হওয়ার যোগ্যতা রয়েছে।” আর এই বিষয়ে যোগ্য জবাব দিয়েছেন মমতাও।
বাগেশ্বর ধামের নিশানায়: এর পাশাপাশি মমতা কুলকার্নির মহামণ্ডলেশ্বর হওয়ার বিষয়ে আপত্তি তুলেছেন বাগেশ্বর ধামও। তিনি নিজে মাত্র ২৫ বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন। তিনি বলেন যে, “বাহ্যিক কোনও প্রভাবে এসে কীভাবে কাউকে মহামণ্ডলেশ্বর করা যায়? যাঁদের অন্তরে সাধু অথবা সাধ্বী হওয়ার ক্ষমতা রয়েছে, তাঁদেরই তা হওয়ার যোগ্যতা রয়েছে।” আর এই বিষয়ে যোগ্য জবাব দিয়েছেন মমতাও।
advertisement
4/5
নিজের বয়স মনে করিয়ে দিলেন মমতা: অভিনেত্রী বলেন যে, “ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর ধাম (২৫ বছর)-র মতো সময় ধরেই আমি তপস্যা করে গিয়েছি। আমি শুধু ধীরেন্দ্র শাস্ত্রীকে বলতে চাই যে, ‘নিজের গুরুকে প্রশ্ন করুন, আমি কে? আর চুপচাপ বসে শুনুন’।” এরপর প্রসঙ্গ তোলা হয় যে, মহামণ্ডলেশ্বর হওয়ার জন্য় অভিনেত্রী ১০ কোটি টাকা দিয়েছেন। যার জবাবে মমতা বলেছেন যে, ১ কোটি টাকাই নেই তাঁর হাতে। আর ১০ কোটি তো অনেক দূরের ব্যাপার। তিনি শুধু গুরুকে ২ লক্ষ টাকা দিয়েছেন, কারণ তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।
নিজের বয়স মনে করিয়ে দিলেন মমতা: অভিনেত্রী বলেন যে, “ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর ধাম (২৫ বছর)-র মতো সময় ধরেই আমি তপস্যা করে গিয়েছি। আমি শুধু ধীরেন্দ্র শাস্ত্রীকে বলতে চাই যে, ‘নিজের গুরুকে প্রশ্ন করুন, আমি কে? আর চুপচাপ বসে শুনুন’।” এরপর প্রসঙ্গ তোলা হয় যে, মহামণ্ডলেশ্বর হওয়ার জন্য় অভিনেত্রী ১০ কোটি টাকা দিয়েছেন। যার জবাবে মমতা বলেছেন যে, ১ কোটি টাকাই নেই তাঁর হাতে। আর ১০ কোটি তো অনেক দূরের ব্যাপার। তিনি শুধু গুরুকে ২ লক্ষ টাকা দিয়েছেন, কারণ তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
5/5
মহামণ্ডলেশ্বর হতে চাননি মমতা: সাধ্বী হওয়ার সফর নিয়ে কথা বলার সময় মমতা কুলকার্নি বলেন যে, বিগত ২৩ বছর ধরে তিনি একটাও অ্যাডাল্ট ছবি দেখেননি। এর পাশাপাশি অভিনেত্রী বলেন যে, তিনি কখনওই মহামণ্ডলেশ্বর হতে চাননি। কিন্তু কিন্নর আখড়ার লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীর জোরাজুরিতে তিনি মহামণ্ডলেশ্বর হতে রাজি হয়েছিলেন।
মহামণ্ডলেশ্বর হতে চাননি মমতা: সাধ্বী হওয়ার সফর নিয়ে কথা বলার সময় মমতা কুলকার্নি বলেন যে, বিগত ২৩ বছর ধরে তিনি একটাও অ্যাডাল্ট ছবি দেখেননি। এর পাশাপাশি অভিনেত্রী বলেন যে, তিনি কখনওই মহামণ্ডলেশ্বর হতে চাননি। কিন্তু কিন্নর আখড়ার লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীর জোরাজুরিতে তিনি মহামণ্ডলেশ্বর হতে রাজি হয়েছিলেন।
advertisement
advertisement
advertisement