Mallika Sherawat: 'ভিগে হোঁট তেরে' নায়িকাকে দেখে ঝড় উঠেছিল পুরুষ-হৃদয়ে, সেই মল্লিকা শেরাওয়াত এখন কোথায়? বিশ্বাস হবে না!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Mallika Sherawat: এক সময় পুরুষ-হৃদয়ে ঝড় তোলা সেই নায়িকা মল্লিকা শেরাওয়াত এখন কোথায়? তিনি কি আর কখনও বলিউডে কাজ করবেন না?
advertisement
advertisement
advertisement
advertisement
এক সংবাদপত্রের ইন্টারভিউতে মল্লিকাকে কিছুদিন আগে প্রশ্ন করা হয়, তাঁর হাতে কি কোনও কাজ নেই? চাঁচাছোলা ভাষায় মল্লিকার উত্তর, “অনেক হিরোরাই রাতে দেখা করার জন্য বলতেন। আমি প্রশ্ন করতাম কেন আমি রাতে দেখা করতে যাব? আমায় এমনটাও শুনতে হয়েছে যেহেতু সিনেমায় আমি অনেক বোল্ড দৃশ্যে অভিনয় করেছি। সেখানে রাতে দেখা করতে আমার কী অসুবিধা! আমার হাত থেকে কাজ চলে গিয়েছে কারণ বড় বড় নায়কদের সঙ্গে আপোস করতে রাজি হইনি। আমি এমনটা নই। পর্দায় সাহসী দৃশ্যে অভিনয় করেছি বলে নায়কদের এই ভাবনা চিন্তা আমি কখনও মেনে নিতে পারিনি।”
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement