Mallika Sherawat: 'হিরোদের সঙ্গে রাত কাটালেই কাজের অভাব হত না', কার দিকে ইঙ্গিত উত্তেজক দৃশ্যের রানি মল্লিকা শেরাওয়াতের?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Mallika Sherawat: সম্প্রতি মল্লিকা বলেন, ‘আমি কম্প্রোমাইজ করিনি বলেই কাজ পাই না। বলিউডের এক নম্বর নায়কদের সঙ্গে রাত কাটালেই ছবি পাওয়া যায়। এটাই নিয়ম বলিউডের!’ তাঁর এই কথার পরেই শুরু হয়েছে বিতর্ক।
advertisement
advertisement
একসময় বলিউডে হট নায়িকাদের সংজ্ঞা বদলে দিয়েছিলেন মল্লিকা শেরাওয়াত। বরাবর ঠোঁটকাটা ও বিতর্কের সঙ্গী বলিউড ছাপিয়ে চলে গিয়েছিলেন হলিউডেও। বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে মল্লিকা। তবে আজও সমান জনপ্রিয় ও হট নায়িকা মল্লিকা শেরাওয়াত।‘বলিউডের সিরিয়াল কিসার’ ইমরান হাশমি। একের পর এক চুম্বন দৃশ্যে বাজিমাত করে এমনই আখ্যা আদায় করেছিলেন অভিনেতা ইমরান হাশমি। ইমরান-মল্লিকার মার্ডার সিনেমার সেই দৃশ্য আজও ভুলতে পারেননি দর্শক
advertisement
advertisement
advertisement