Malaika Arora : বয়স ৫০ ছুঁই ছুঁই! ভ্যালেন্টাইন উইকে লাল খোলামেলা গাউনে মালাইকা ঝড় তুললেন

Last Updated:
Malaika Arora : বয়স ৫০ ছুঁই ছুঁই। কিন্তু কে বলবে। প্রেমের সপ্তাহে যেন চিরযৌবনা হয়ে উঠলেন মালাইকা।
1/11
চলছে ভ্যালেন্টাইন উইক। আর এই প্রেমের সপ্তাহেই লাল রঙের সিকুইন দেওয়া গাউনে রীতিমতো পারদ চড়ালেন মালাইকা অরোরা।
চলছে ভ্যালেন্টাইন উইক। আর এই প্রেমের সপ্তাহেই লাল রঙের সিকুইন দেওয়া গাউনে রীতিমতো পারদ চড়ালেন মালাইকা অরোরা।
advertisement
2/11
বয়স ৫০ ছুঁই ছুঁই। কিন্তু কে বলবে। প্রেমের সপ্তাহে যেন চিরযৌবনা হয়ে উঠলেন মালাইকা। এই সময়ে বয়স সংখ্যা মাত্র।
বয়স ৫০ ছুঁই ছুঁই। কিন্তু কে বলবে। প্রেমের সপ্তাহে যেন চিরযৌবনা হয়ে উঠলেন মালাইকা। এই সময়ে বয়স সংখ্যা মাত্র।
advertisement
3/11
মালাইকার লাভ লাইফ সম্পর্কে সবাই জানেন। এই মুহূর্তে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে আছেন তিনি। কিন্তু তাঁদের রসায়ন নজর কাড়া।
মালাইকার লাভ লাইফ সম্পর্কে সবাই জানেন। এই মুহূর্তে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে আছেন তিনি। কিন্তু তাঁদের রসায়ন নজর কাড়া।
advertisement
4/11
এই লাল গাউনে মালাইকার টানটান চেহারা স্পষ্ট। এই বয়সেও টোনড পদযুগল নদর কাড়ে।
এই লাল গাউনে মালাইকার টানটান চেহারা স্পষ্ট। এই বয়সেও টোনড পদযুগল নদর কাড়ে।
advertisement
5/11
প্লাঞ্জড নেক পোশাকে মালাইকার ক্লিভলাইন স্পষ্ট। অভিনেত্রীর হটনেসে মজেছেন নেটিজেনরা।
প্লাঞ্জড নেক পোশাকে মালাইকার ক্লিভলাইন স্পষ্ট। অভিনেত্রীর হটনেসে মজেছেন নেটিজেনরা।
advertisement
6/11
মালাইকার এই সাজ একেবারে যথাযথ প্রেমের সপ্তাহের জন্য। এই লাস্যে ভরা সাজ ঝড় তুলেছে।
মালাইকার এই সাজ একেবারে যথাযথ প্রেমের সপ্তাহের জন্য। এই লাস্যে ভরা সাজ ঝড় তুলেছে।
advertisement
7/11
ভ্যালেন্টাইনস ডে-তে নিঃসন্দেহে বিশেষ ডেটিং প্ল্যান আছে অর্জুন কাপুরের সঙ্গে। প্রায়ই তারকা জুটি ছুটি কাটাতে মলদ্বীপে চলে যান। সেখান থেকে নিজেদের উষ্ণ রসায়ন তুলে ধরেন তিনি।
ভ্যালেন্টাইনস ডে-তে নিঃসন্দেহে বিশেষ ডেটিং প্ল্যান আছে অর্জুন কাপুরের সঙ্গে। প্রায়ই তারকা জুটি ছুটি কাটাতে মলদ্বীপে চলে যান। সেখান থেকে নিজেদের উষ্ণ রসায়ন তুলে ধরেন তিনি।
advertisement
8/11
ফ্রিঞ্জ দেওয়া লাল গাউনে স্পষ্ট মালাইকার আওয়ারগ্লাস ফিগার। নিয়মিত শরীরচর্চা করেন অভিনেত্রী।
ফ্রিঞ্জ দেওয়া লাল গাউনে স্পষ্ট মালাইকার আওয়ারগ্লাস ফিগার। নিয়মিত শরীরচর্চা করেন অভিনেত্রী।
advertisement
9/11
ফিনফিনে গাউনের আড়াল থেকে মালাইকার শরীরী হাতছানি। নেটিজেনদের মনে ঝড় তুলেছেন নারী।
ফিনফিনে গাউনের আড়াল থেকে মালাইকার শরীরী হাতছানি। নেটিজেনদের মনে ঝড় তুলেছেন নারী।
advertisement
10/11
ব্যাকলেস গাউনে স্পষ্ট মালাইকার শরীরী হাতছানি
ব্যাকলেস গাউনে স্পষ্ট মালাইকার শরীরী হাতছানি
advertisement
11/11
ভ্যালেন্টাইন উইকে এথনিক লুকেও এমন সাজতে পারেন। এই সাজেও সম্পূর্ণা মালাইকা।
ভ্যালেন্টাইন উইকে এথনিক লুকেও এমন সাজতে পারেন। এই সাজেও সম্পূর্ণা মালাইকা।
advertisement
advertisement
advertisement