Malaika Arora: সব শেষ...! বিধ্বস্ত অবস্থাতেই বাবার বাড়ি ছাড়লেন মালাইকা... সামলাচ্ছেন অর্জুন! পাশে করিনা, করিশ্মারা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সন্ধ্যার পরে, মালাইকাকে অর্জুন কাপুরের সঙ্গে বাবার বাড়ি ছাড়তে দেখা যায়। এই কঠিন সময়ে মালাইকার পাশে ছিলেন অর্জুন। একজন পাপারাজ্জির শেয়ার করা ভিডিওতে অর্জুন কাপুরকে শোকাহত মালাইকাকে সান্ত্বনা দিতে দেখা গিয়েছে। মালাইকার সঙ্গে ছিলেন তাঁর সন্তান আরহান খান, বোন অমৃতা অরোরা।
advertisement
advertisement
advertisement
advertisement
মালাইকার মা জয়েস পুলিশের কাছে তাঁর বিবৃতিতে বলেছেন যে, অনিল নিয়মিত বারান্দায় বসে প্রতিদিন সকালে খবরের কাগজ পড়তেন। বিবাহবিচ্ছেদ হলেও গত কয়েক বছর ধরে তাঁরা আবার একসঙ্গে থাকতে শুরু করেছিলেন। তিনি পুলিশকে জানিয়েছেন যে, বুধবার সকালে যখন তিনি বসার ঘরে তার প্রাক্তন স্বামীর চপ্পল দেখতে পান, তখন তিনি তাঁকে বারান্দায় খুঁজতে যান।