তথ্য ফাঁস ! ৪৫-এ কীভাবে রুপোলি পর্দায় আগুন লাগান ‘মুন্নি’ মালাইকা

Last Updated:
1/6
একটুও ভাঁজ পড়ে না সুঠাম কোমড়ে ৷ ‘ছাইয়া ছাইয়া’ হোক বা ‘মুন্নি বদনাম’ দর্শকের গোটা নজর মালাইকার কোমড়ে ৷ কীভাবে মেদহীন, ছিপছিপে কোমড় ? কীভাবে সুঠাম, বেতের মতো শরীর ? কীভাবে বা ৪৫-তে পা দিয়ে আগুন লাগাচ্ছেন মালাইকা ? রহস্যটা কি? Photo Instagram
একটুও ভাঁজ পড়ে না সুঠাম কোমড়ে ৷ ‘ছাইয়া ছাইয়া’ হোক বা ‘মুন্নি বদনাম’ দর্শকের গোটা নজর মালাইকার কোমড়ে ৷ কীভাবে মেদহীন, ছিপছিপে কোমড় ? কীভাবে সুঠাম, বেতের মতো শরীর ? কীভাবে বা ৪৫-তে পা দিয়ে আগুন লাগাচ্ছেন মালাইকা ? রহস্যটা কি? Photo Instagram
advertisement
2/6
আরব সাগরে উত্তাল ঢেউ যেমন, তেমনি মালাইকার শরীরের ঢেউ দোলা দেয় পুরুষের মনে ৷ মালাইকা মানেই বলিউডের সেই আইটেন বোম, যা ফাটলে সব বদনাম ! সেই মালাইকাই ফাঁস করলেন তাঁর রূপের রহস্য ৷ কীভাবে ৪৫-এ পা দিয়েও, ঝড় তুলতে পারেন বলিউডের পর্দায় ৷ Photo Instagram
আরব সাগরে উত্তাল ঢেউ যেমন, তেমনি মালাইকার শরীরের ঢেউ দোলা দেয় পুরুষের মনে ৷ মালাইকা মানেই বলিউডের সেই আইটেন বোম, যা ফাটলে সব বদনাম ! সেই মালাইকাই ফাঁস করলেন তাঁর রূপের রহস্য ৷ কীভাবে ৪৫-এ পা দিয়েও, ঝড় তুলতে পারেন বলিউডের পর্দায় ৷ Photo Instagram
advertisement
3/6
একটি ইংরেজি দৈনিকে মালাইকা জানান, সকালে উঠে খআলি পেটে লেবু জল, আর মধু মাস্ট ৷ দিন শুরু এই পানীয় দিয়েই ৷  Photo Instagram
একটি ইংরেজি দৈনিকে মালাইকা জানান, সকালে উঠে খআলি পেটে লেবু জল, আর মধু মাস্ট ৷ দিন শুরু এই পানীয় দিয়েই ৷ Photo Instagram
advertisement
4/6
মালাইকার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ৷ ওজন প্রায় ৫৪ কেজি ৷ তা কীভাবে নিজেকে মালাইকা রাখেন স্লিম অ্যান্ড ট্রিম ?  Photo Instagram
মালাইকার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ৷ ওজন প্রায় ৫৪ কেজি ৷ তা কীভাবে নিজেকে মালাইকা রাখেন স্লিম অ্যান্ড ট্রিম ? Photo Instagram
advertisement
5/6
মালাইকা জানালেন, লাঞ্চে তিনি খান ২ টো রুটি, সবজি সেদ্ধ, চিকেন ও ছোলা ৷ বিকেলে খান পিনাট বাটার স্যান্ডউইচ ৷ আর রাচের খাবারে থাকে এক বাটি স্যুপ, স্যালাড ৷ তবে ওয়ার্কআউটের পর কলা তিনিই খান-ই খান !  Photo Instagram
মালাইকা জানালেন, লাঞ্চে তিনি খান ২ টো রুটি, সবজি সেদ্ধ, চিকেন ও ছোলা ৷ বিকেলে খান পিনাট বাটার স্যান্ডউইচ ৷ আর রাচের খাবারে থাকে এক বাটি স্যুপ, স্যালাড ৷ তবে ওয়ার্কআউটের পর কলা তিনিই খান-ই খান ! Photo Instagram
advertisement
6/6
বাইরের খাবারকে একেবারেই এড়িয়ে চলেন মালাইকা ৷ পছন্দ করেন ঘরের খাওয়ারই ৷ আর এই ভাবেই নিজেকে ৪৫-এ সুন্দর ও ফিট রেখেছেন মালাইকা অরোরা ! Photo Collected
বাইরের খাবারকে একেবারেই এড়িয়ে চলেন মালাইকা ৷ পছন্দ করেন ঘরের খাওয়ারই ৷ আর এই ভাবেই নিজেকে ৪৫-এ সুন্দর ও ফিট রেখেছেন মালাইকা অরোরা ! Photo Collected
advertisement
advertisement
advertisement