*নায়িকার কথায়, ‘‘মৈনাকের সঙ্গে কাজ করতে আমি খুবই উৎসাহী। 'ক্রিসক্রস' ছবির সময় ওঁর সঙ্গে কথাবার্তা হয়েছিল। ছবির চিত্রনাট্য মৈনাকের লেখা। সেই সুবাদেই কথা হয়। প্রথম লকডাউনে মৈনাক আমার সঙ্গে যোগাযোগ করেন। গোটা লকডাউনে এই একটাই ভাল জিনিস হয়েছে আমার সঙ্গে। আমাকে 'মিনি' ছবির কথা বলে মৈনাক। পুরো চিত্রনাট্য শোনায়নি। একটা আইডিয়া দেয়। আমার চরিত্রটা খুব পছন্দ হয়েছিল। শ্যুটিং-এর সময় আরও ভাল ভাবে বুঝতে পারলাম। একদম এই প্রজন্মের একটি মেয়ের গল্প। তবে সে শেকড় ভোলেনি। মেয়েটি আত্মনির্ভর কিন্তু পরিবার খুব গুরুত্বপূর্ণ ওর কাছে। সমস্ত সম্পর্ককে দাম দেয় এই মেয়েটি। গল্পটা দারুণ। মৈনাক খুবই কুল থাকে সেটে, খুব মজা করে শ্যুট করছি।’’