♦ তবে এই সব খাবার আদিদেবকে খাওয়ানোর আগে তাকে এক বিশেষ আশীর্বাদী প্রসাদ খাওয়ান সুদীপা চট্টোপাধ্যায়ের দুই দাদা সুদীপ্ত মুখোপাধ্যায় এবং সুমন্ত মুখোপাধ্যায় ৷ আর সেই প্রসাদ এসেছিল দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির থেকে ৷ রামকৃষ্ণ মঠের এক মহারাজ আশীর্বাদ সরূপ সেই প্রসাদ এনেছিলেন ৷ সেই সঙ্গে জগন্নাথ দেবের মহাপ্রসাদও দেওয়া হয় ৷