1/ 5


♦ ধুমধাম করে অন্নপ্রাশন হয়ে গেল অগ্নিদেব চট্টোপাধ্যায় ও সুদীপা চট্টোপাধ্যায়ের ছেলে আদিদেব চট্টোপাধ্যায়ের ৷
3/ 5


♦ সুদীপা জানিয়েছেন, তাঁর ছেলের জন্য যত্ন করে পায়েস রেঁধেছিলেন আদিদেবের ঠাকুমা ৷ এখানেই শেষ নয়, ছিল প্রচুর পদ ৷
4/ 5


♦ ভাত, আলু ভাজা, বরি ভাজা, পনির ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, নবরত্ন মুগ ডাল, শুক্তো, কাতলা মাছ, চিতল মাছের মুইঠ্যা, মাছের মাথা, আমের চাটনি, পরমান্ন, রসগোল্লা, রসমালাই এবং মিষ্টি দই ৷
5/ 5


♦ তবে এই সব খাবার আদিদেবকে খাওয়ানোর আগে তাকে এক বিশেষ আশীর্বাদী প্রসাদ খাওয়ান সুদীপা চট্টোপাধ্যায়ের দুই দাদা সুদীপ্ত মুখোপাধ্যায় এবং সুমন্ত মুখোপাধ্যায় ৷ আর সেই প্রসাদ এসেছিল দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির থেকে ৷ রামকৃষ্ণ মঠের এক মহারাজ আশীর্বাদ সরূপ সেই প্রসাদ এনেছিলেন ৷ সেই সঙ্গে জগন্নাথ দেবের মহাপ্রসাদও দেওয়া হয় ৷