Actor Nitish Bharadwaj: IAS স্ত্রীর ভয়ঙ্কর নিগ্রহ, মেয়েরাও বাবাকে ঘৃণা করছে, নরক যন্ত্রাণায় ভেঙে খানখান জনপ্রিয় অভিনেতার সংসার

Last Updated:
আইএএস স্মিতা ভরদ্বাজের সঙ্গে বিয়ে হয় নীতীশ ভরদ্বাজের৷ স্ত্রীর বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেতা
1/6
শ্রী কৃষ্ণের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয় হন অভিনেতা নীতীশ ভরদ্বাজ৷ এখন তাঁর ঘরেই এখন চলছে চূড়ান্ত অশান্তি৷ ২০১৯-এ স্ত্রী থেকে বিচ্ছেদের জন্য আবেদন করেছেন অভিনেতা৷ দু’জনে এখন আলাদাই থাকেন৷ তবে সম্প্রতি আবারও খবরের শিরোনামে অভিনেতা৷ এবার বাবার সঙ্গে অভব্য আচরণ করেছে অভিনেতার দুই মেয়ে, এমনই অভিযোগ করেছেন নীতীশ ভরদ্বাজ৷
শ্রী কৃষ্ণের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয় হন অভিনেতা নীতীশ ভরদ্বাজ৷ এখন তাঁর ঘরেই এখন চলছে চূড়ান্ত অশান্তি৷ ২০১৯-এ স্ত্রী থেকে বিচ্ছেদের জন্য আবেদন করেছেন অভিনেতা৷ দু’জনে এখন আলাদাই থাকেন৷ তবে সম্প্রতি আবারও খবরের শিরোনামে অভিনেতা৷ এবার বাবার সঙ্গে অভব্য আচরণ করেছে অভিনেতার দুই মেয়ে, এমনই অভিযোগ করেছেন নীতীশ ভরদ্বাজ৷
advertisement
2/6
আইএএস স্মিতা ভরদ্বাজের সঙ্গে বিয়ে হয় নীতীশ ভরদ্বাজের৷ স্ত্রীর বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেতা। এ ঘটনায় ভোপাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও, ভোপাল কমিশনার এই মামলার তদন্তের দায়িত্ব অতিরিক্ত এসপি শালিনী দীক্ষিতকে দিয়েছেন।
আইএএস স্মিতা ভরদ্বাজের সঙ্গে বিয়ে হয় নীতীশ ভরদ্বাজের৷ স্ত্রীর বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেতা। এ ঘটনায় ভোপাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও, ভোপাল কমিশনার এই মামলার তদন্তের দায়িত্ব অতিরিক্ত এসপি শালিনী দীক্ষিতকে দিয়েছেন।
advertisement
3/6
২০০৯ সালে মধ্যপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার স্মিতাকে বিয়ে করেন নীতীশ ভরদ্বাজ। এরপর তাঁদের দুটি যমজ কন্যা সন্তান হয়। বিয়ের কয়েক বছর পর অভিনেতা ও তাঁর স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। দুজনের মধ্যে বিরোধের পর পারিবারিক আদালতে মামলাও হয়। এখনও বিষয়টি বিচারাধীন। এবার নীতীশ ভরদ্বাজ তাঁর স্ত্রী স্মিতার বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ করেছেন।
২০০৯ সালে মধ্যপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার স্মিতাকে বিয়ে করেন নীতীশ ভরদ্বাজ। এরপর তাঁদের দুটি যমজ কন্যা সন্তান হয়। বিয়ের কয়েক বছর পর অভিনেতা ও তাঁর স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। দুজনের মধ্যে বিরোধের পর পারিবারিক আদালতে মামলাও হয়। এখনও বিষয়টি বিচারাধীন। এবার নীতীশ ভরদ্বাজ তাঁর স্ত্রী স্মিতার বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ করেছেন।
advertisement
4/6
তিনি জানিয়েছেন যে লাগাতার মেয়েদের মন বিষিয়েছেন তাঁর স্ত্রী৷ ফলে মেয়েরাও এখন তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ৷ এমনকী তাঁর দুই মেয়ে দেবযানী এবং শিবরঞ্জনীর সঙ্গে দেখাও করতে দিচ্ছেন না তাঁর স্ত্রী স্মিতা৷ পাপা, আমরা বিরক্ত তোমাকে আমাদের বাবা বলে ডাকতে, এমনই নাকি নীতীশকে বলেছেন তাঁর সন্তানরা৷ তাতেই আরও আঘাত পেয়েছেন অভিনেতা৷
তিনি জানিয়েছেন যে লাগাতার মেয়েদের মন বিষিয়েছেন তাঁর স্ত্রী৷ ফলে মেয়েরাও এখন তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ৷ এমনকী তাঁর দুই মেয়ে দেবযানী এবং শিবরঞ্জনীর সঙ্গে দেখাও করতে দিচ্ছেন না তাঁর স্ত্রী স্মিতা৷ পাপা, আমরা বিরক্ত তোমাকে আমাদের বাবা বলে ডাকতে, এমনই নাকি নীতীশকে বলেছেন তাঁর সন্তানরা৷ তাতেই আরও আঘাত পেয়েছেন অভিনেতা৷
advertisement
5/6
নীতীশ বলছেন যে কোনও ভাবেই তিনি তাঁর স্ত্রীর থেকে টানা চাননি৷ তবে তিনি এই বিয়েতে নিগৃহীত হয়েছেন৷ খুবই যন্ত্রণা পেয়েছেন৷ তাঁকে ঠকানো হয়েছে বলে অভিযোগ৷ তিনি একা লড়াই করছেন এবং তাঁর মেয়েরাও তাঁর থেকে দূরে সরে গিয়েছে৷ যদিও বিয়ের থেকে তাঁর বিশ্বাস উড়ে যায়নি৷ কারণ তিনি চোখের সামনে বহু মানুষকে দেখেছেন বিয়ের করে সুখে থাকতে৷
নীতীশ বলছেন যে কোনও ভাবেই তিনি তাঁর স্ত্রীর থেকে টানা চাননি৷ তবে তিনি এই বিয়েতে নিগৃহীত হয়েছেন৷ খুবই যন্ত্রণা পেয়েছেন৷ তাঁকে ঠকানো হয়েছে বলে অভিযোগ৷ তিনি একা লড়াই করছেন এবং তাঁর মেয়েরাও তাঁর থেকে দূরে সরে গিয়েছে৷ যদিও বিয়ের থেকে তাঁর বিশ্বাস উড়ে যায়নি৷ কারণ তিনি চোখের সামনে বহু মানুষকে দেখেছেন বিয়ের করে সুখে থাকতে৷
advertisement
6/6
আইএএস অফিসার স্মিতার সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন নীতীশ ভরদ্বাজ। এর আগে ২৭ ডিসেম্বর ১৯৯১-এ মনীষা পাটিলকে বিয়ে করেছিলেন নীতীশ। বিয়ের মাত্র কয়েক বছর পরেই বিতর্কে জড়িয়ে পড়েন নীতীশ। দীর্ঘ বিবাদের পর, ২০০৫ সালে মনিষার সঙ্গে বিবাহবিচ্ছেদ নেন নীতীশ। এরপর ২০০৯ সালে আইএএস অফিসার স্মিতাকে বিয়ে করেন নীতীশ ভরদ্বাজ। কিন্তু তাদের বিয়ের ১০ বছর পর এই সম্পর্কেও সমস্যা তৈরি হয়৷ ২০১৯ সালে এদের অশান্তি আলাদত পর্যন্ত গড়ায়৷ যেখানে তার মামলা বিচারাধীন। এখন নীতীশের অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।
আইএএস অফিসার স্মিতার সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন নীতীশ ভরদ্বাজ। এর আগে ২৭ ডিসেম্বর ১৯৯১-এ মনীষা পাটিলকে বিয়ে করেছিলেন নীতীশ। বিয়ের মাত্র কয়েক বছর পরেই বিতর্কে জড়িয়ে পড়েন নীতীশ। দীর্ঘ বিবাদের পর, ২০০৫ সালে মনিষার সঙ্গে বিবাহবিচ্ছেদ নেন নীতীশ। এরপর ২০০৯ সালে আইএএস অফিসার স্মিতাকে বিয়ে করেন নীতীশ ভরদ্বাজ। কিন্তু তাদের বিয়ের ১০ বছর পর এই সম্পর্কেও সমস্যা তৈরি হয়৷ ২০১৯ সালে এদের অশান্তি আলাদত পর্যন্ত গড়ায়৷ যেখানে তার মামলা বিচারাধীন। এখন নীতীশের অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।
advertisement
advertisement
advertisement