ওই দম্পতি নিজের ছেলের ছবি দেখিয়ে বলেন, স্কুলে পড়ার সময় বাড়ি থেকে পালিয়ে যায় সে, অভিনয় করবে বলে। দম্পতির কথায় ধনুষই তাঁদের ছেলে। এখন তাঁদের আর্থিক অবস্থা খারাপ। তাই ধনুষের থেকে মাসে মাসে ৬৫ হাজার টাকা করে চান ওই দম্পতি। ছয় বছর আগেই এই মামলায় ২০১৭ সালে ধনুষ জিতে যান। photo source Instagram