Dhanush: ধনুষ তাঁদেরই হারিয়ে যাওয়া সন্তান! প্রতি মাসে টাকা চাই দম্পতির! ফের আদালতের তলব নায়ককে

Last Updated:
Dhanush: ধনুষের আসল বাবা-মা কে? কেন বার বার ধনুষকেই হারিয়ে যাওয়া ছেলে বলে দাবি করছেন বয়স্ক দম্পতি? ছয় বছর পর ফের মামলায় জড়ালেন নায়ক! জানুন সত্যিটা...
1/5
ধনুষ-কে চেনেন না এমন মানুষ মেলা ভার। নিজের অভিনয় দক্ষতায় দক্ষিণী ছবি থেকে বলিউডে মাত করেছেন ধনুষ। তবে ছয় বছর আগে হঠাৎ করেই এক মামলায় জড়ান নায়ক। এক দম্পতি দাবি করে বসেন ধনুষ নাকি তাঁদের হারিয়ে যাওয়া ছেলে। কিন্তু তারপর কী হল? photo source Instagram
ধনুষ-কে চেনেন না এমন মানুষ মেলা ভার। নিজের অভিনয় দক্ষতায় দক্ষিণী ছবি থেকে বলিউডে মাত করেছেন ধনুষ। তবে ছয় বছর আগে হঠাৎ করেই এক মামলায় জড়ান নায়ক। এক দম্পতি দাবি করে বসেন ধনুষ নাকি তাঁদের হারিয়ে যাওয়া ছেলে। কিন্তু তারপর কী হল? photo source Instagram
advertisement
2/5
ওই দম্পতি নিজের ছেলের ছবি দেখিয়ে বলেন, স্কুলে পড়ার সময় বাড়ি থেকে পালিয়ে যায় সে, অভিনয় করবে বলে। দম্পতির কথায় ধনুষই তাঁদের ছেলে। এখন তাঁদের আর্থিক অবস্থা খারাপ। তাই ধনুষের থেকে মাসে মাসে ৬৫ হাজার টাকা করে চান ওই দম্পতি। ছয় বছর আগেই এই মামলায় ২০১৭ সালে ধনুষ জিতে যান। photo source Instagram
ওই দম্পতি নিজের ছেলের ছবি দেখিয়ে বলেন, স্কুলে পড়ার সময় বাড়ি থেকে পালিয়ে যায় সে, অভিনয় করবে বলে। দম্পতির কথায় ধনুষই তাঁদের ছেলে। এখন তাঁদের আর্থিক অবস্থা খারাপ। তাই ধনুষের থেকে মাসে মাসে ৬৫ হাজার টাকা করে চান ওই দম্পতি। ছয় বছর আগেই এই মামলায় ২০১৭ সালে ধনুষ জিতে যান। photo source Instagram
advertisement
3/5
প্রমাণ করেন যে তাঁরা আসলে ধনুষের বাবা মা নন। তামিল পরিচালক কস্তুরী রাজা এবং বিজয়লক্ষ্মীকেই নিজের বাবা-মা হিসেবে পরিচয় দিয়েছেন ধনুষ। ধনুষের বার্থ সার্টিফিকেট ও জমা দেওয়া হয়। কিন্তু ফের জল ঘোলা হল এই মামলায়। photo source Instagram
প্রমাণ করেন যে তাঁরা আসলে ধনুষের বাবা মা নন। তামিল পরিচালক কস্তুরী রাজা এবং বিজয়লক্ষ্মীকেই নিজের বাবা-মা হিসেবে পরিচয় দিয়েছেন ধনুষ। ধনুষের বার্থ সার্টিফিকেট ও জমা দেওয়া হয়। কিন্তু ফের জল ঘোলা হল এই মামলায়। photo source Instagram
advertisement
4/5
ওই দম্পতি ধনুষের সঙ্গে দেখা করতে চেন্নাই পৌঁছে যান। তবে দেখা করেন না নায়ক। এর পর ফের মাদ্রাস হাইকোর্টে ওই মামলা তোলেন দম্পতি। photo source Instagram
ওই দম্পতি ধনুষের সঙ্গে দেখা করতে চেন্নাই পৌঁছে যান। তবে দেখা করেন না নায়ক। এর পর ফের মাদ্রাস হাইকোর্টে ওই মামলা তোলেন দম্পতি। photo source Instagram
advertisement
5/5
ফের একবার মাদ্রাস হাইকোর্টের তলব পৌঁছায় ধনুষের কাছে। সত্যিই কী ধনুষ কিছু লুকিয়ে যাচ্ছেন? নাকি পুরোটাই চক্রান্ত করছেন ওই বৃদ্ধ-বৃদ্ধা! এই নিয়ে ফের একবার মামলা শুরু। photo source Instagram
ফের একবার মাদ্রাস হাইকোর্টের তলব পৌঁছায় ধনুষের কাছে। সত্যিই কী ধনুষ কিছু লুকিয়ে যাচ্ছেন? নাকি পুরোটাই চক্রান্ত করছেন ওই বৃদ্ধ-বৃদ্ধা! এই নিয়ে ফের একবার মামলা শুরু। photo source Instagram
advertisement
advertisement
advertisement