

গোটা বছর একেবারে শেকল বেঁধে রাখা হয়েছিল যেন সারা পৃৃথিবীর মানুষকে। করোনা ভাইরাস এসে যেন বদলে দিল, শিখিয়ে দিয়েে গেল মানবসভ্যতার শেষ কথা। মানুষই শ্রেষ্ঠ জীব নয়। (Story & Image: Sharmila Maiti)


লকডাউন উঠে যেতেই জোর কদমে শুটিং শুরু করেছিলেন মধুর ভাণ্ডারকর। ছবির নাম 'ইন্ডিয়া লকডাউন' । মুখ্য ভূমিকায় প্রতীক বব্বর ও শ্বেতা বসু প্রসাদ। কোভিড বিধি মেনে অতি সন্তর্পণে শুটিং শুরু করেছিলেন। শেষ হল গতকাল। (Story & Image: Sharmila Maiti)


দলবল নিয়ে সেলফি তুললেন। চেঁচিয়ে বললেন ইটস আ wrap! আর সবশেষে সবাইকে নিয়ে একটা ডিনার পার্টি। তবে পুরো পার্টিটাই ছিল একান্ত নিভৃতে। কোভিডের নিয়ম মেনে বেশি লোকসমাগম হয়নি। নিজেদের মধ্যে অল্পসংখ্যক লোকজন নিমন্ত্রিত ছিল সেখানে। (Story & Image: Sharmila Maiti)


" লকজাউন আমাদের ডাউন টু আর্থ হতে শিখিয়েছে। মানুষ বন্দি হয়ে অদ্ভুত সব আচরণ করে। কেউ রাঁধছে, কেউ নাচছে আবার কেউ বাড়ি ফেরার চেষ্টা করছে প্রাণপণ। জীবনটা যেন অস্থির হয়ে উঠেছে। আমার মাথায় নানা চিত্র ধরা দিল। প্রতীকের কথা প্রথমে মাথায় এসেছিল। (Story & Image: Sharmila Maiti)