advertisement

রাজকীয়ভাবেই হল মধুমিতার রিসেপশন... পোশাক থেকে খাওয়া-দাওয়া, আয়োজনে ছিল চমকের পর চমক

Last Updated:
খাওয়ার আয়োজন ছিল এলাহী। ছিল ফুচকা। কনে নিজেও ফুচকা খেয়েছেন। ছিল গন্ধরাজ ঘোল, আমপোড়া শরবত, ডাবের জল। ছিল গোল্ডেন প্রন, ফিশ ফ্রাই, কাবাব, গন্ধরাজ চিকেন, কড়াইশুঁটির কচুরি, সাদা ভাত, ফুলকপির রোস্ট, বাসন্তী পোলাও, পাতুড়ি, চিংড়ির মালাইকারি কাতলা, গোলবাড়ির কষা মাংস, মিষ্টিও ছিল রকমারি।
1/8
সরস্বতীপুজোর সন্ধ্যায় গাঁটছড়া বেঁধেছিলেন মধুমিতা-দেবমাল্য। ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে জমজমাট রিসেপশন হল অভিনেত্রীর। লাল-সাদায় সেজে উঠেছিল গোটা ভেন্যু।
সরস্বতীপুজোর সন্ধ্যায় গাঁটছড়া বেঁধেছিলেন মধুমিতা-দেবমাল্য। ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে জমজমাট রিসেপশন হল অভিনেত্রীর। লাল-সাদায় সেজে উঠেছিল গোটা ভেন্যু।
advertisement
2/8
বিয়ে এবং রিসেপশন উভয় দিনেই লাল পরেছিলেন মধুমিতা। মধুমিতা সুন্দরী, আর কনে রূপে তাঁর থেকে চোখ ফেরানো যাচ্ছিল না৷ লাল বেনারসি পরেছিলেন তিনি৷ সঙ্গে ছিল ভারী গয়না৷ বর পরেছিলেন শ্বশুরবাড়ির দেওয়া সাদা পাঞ্জাবি৷
বিয়ে এবং রিসেপশন উভয় দিনেই লাল পরেছিলেন মধুমিতা। মধুমিতা সুন্দরী, আর কনে রূপে তাঁর থেকে চোখ ফেরানো যাচ্ছিল না৷ লাল বেনারসি পরেছিলেন তিনি৷ সঙ্গে ছিল ভারী গয়না৷ বর পরেছিলেন শ্বশুরবাড়ির দেওয়া সাদা পাঞ্জাবি৷
advertisement
3/8
দেবমাল্য পেশায় আইটি প্রফেশনাল, মধুমিতার সঙ্গে বন্ধুত্ব বহুদিনের৷ সেই বন্ধুত্ব এবার বিয়েতে পরিণতি পেল৷
দেবমাল্য পেশায় আইটি প্রফেশনাল, মধুমিতার সঙ্গে বন্ধুত্ব বহুদিনের৷ সেই বন্ধুত্ব এবার বিয়েতে পরিণতি পেল৷
advertisement
4/8
বিয়ের দু’দিন পর, অর্থাৎ ২৫ জানুয়ারি, শোভাবাজার রাজবাড়িতে হয় রিসেপশন। সেখানেও ছিল রাজবাড়ির আভিজাত্য আর বাঙালিয়ানার ছোঁয়া। সাজসজ্জা থেকে শুরু করে আচার—সবেতেই ছিল নস্টালজিয়ার আবহ।
বিয়ের দু’দিন পর, অর্থাৎ ২৫ জানুয়ারি, শোভাবাজার রাজবাড়িতে হয় রিসেপশন। সেখানেও ছিল রাজবাড়ির আভিজাত্য আর বাঙালিয়ানার ছোঁয়া। সাজসজ্জা থেকে শুরু করে আচার—সবেতেই ছিল নস্টালজিয়ার আবহ।
advertisement
5/8
রিসেপশনে মধুমিতা পরেছিলেন লাল শাড়ি, সঙ্গে ভারী সোনার গয়না। চুল ছিল খোলা। দেবমাল্য বেছে নিয়েছিলেন সাদা রং।
রিসেপশনে মধুমিতা পরেছিলেন লাল শাড়ি, সঙ্গে ভারী সোনার গয়না। চুল ছিল খোলা। দেবমাল্য বেছে নিয়েছিলেন সাদা রং।
advertisement
6/8
খাওয়ার আয়োজন ছিল এলাহী। ছিল ফুচকা। কনে নিজেও ফুচকা খেয়েছেন। ছিল গন্ধরাজ ঘোল, আমপোড়া শরবত, ডাবের জল। ছিল গোল্ডেন প্রন, ফিশ ফ্রাই, কাবাব, গন্ধরাজ চিকেন। ছিল কড়াইশুঁটির কচুরি, সাদা ভাত, ফুলকপির রোস্ট, বাসন্তী পোলাও, পাতুড়ি, চিংড়ির মালাইকারি কাতলা, গোলবাড়ির কষা মাংস, মিষ্টিও ছিল রকমারি।
খাওয়ার আয়োজন ছিল এলাহী। ছিল ফুচকা। কনে নিজেও ফুচকা খেয়েছেন। ছিল গন্ধরাজ ঘোল, আমপোড়া শরবত, ডাবের জল। ছিল গোল্ডেন প্রন, ফিশ ফ্রাই, কাবাব, গন্ধরাজ চিকেন। ছিল কড়াইশুঁটির কচুরি, সাদা ভাত, ফুলকপির রোস্ট, বাসন্তী পোলাও, পাতুড়ি, চিংড়ির মালাইকারি কাতলা, গোলবাড়ির কষা মাংস, মিষ্টিও ছিল রকমারি।
advertisement
7/8
২০১১ সালে ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন মধুমিতা সরকার। এরপর একাধিক জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ও ছবিতে কাজ করে টলিউডের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তারপরেই একের পর এক ধারাবাহিক এবং ওয়েব-সিরিজ, পথচলা থামেনি তাঁর।
২০১১ সালে ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন মধুমিতা সরকার। এরপর একাধিক জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ও ছবিতে কাজ করে টলিউডের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তারপরেই একের পর এক ধারাবাহিক এবং ওয়েব-সিরিজ, পথচলা থামেনি তাঁর।
advertisement
8/8
স্টার জলসার ভোলেবাবা পার করেগা সিরিয়ালে দেখা যাচ্ছে মধুমিতাকে। মধুমিতার স্বামী দেবমাল্য পেশায় আইটি জগতের সঙ্গে যুক্ত।
স্টার জলসার ভোলেবাবা পার করেগা সিরিয়ালে দেখা যাচ্ছে মধুমিতাকে। মধুমিতার স্বামী দেবমাল্য পেশায় আইটি জগতের সঙ্গে যুক্ত।
advertisement
advertisement
advertisement