রাজা-মধুবনীর প্রথম আলাপ ২০১০-এ ৷ সে সময় ‘ভালবাসা ডট কম’-এর সেটে তাঁরা ওম এবং তোড়া ৷ আজও অনেকে সেই নামেই তাঁদের চেনে ৷ দীর্ঘ প্রণয়পর্ব পেরিয়ে সাতপাকে বাঁধা পড়েন ২০১০-এ ৷
2/ 9
তবে কাজের জায়গা ‘ভালবাসা ডট কম’ হলেও খুব সহজে প্রেমের সূত্রপাত হয়নি ৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রথমে কিছুটা রেষারেষির সম্পর্কই ছিল ৷ ধারাবাহিকের সেটেও একে অন্যকে এড়িয়ে চলতেন ৷
3/ 9
পরে গ্রামাঞ্চলে যাত্রা করতে গিয়ে বন্ধুত্ব গাঢ় হয় ৷ সেখান থেকেই প্রেম ৷ চলতি বছরে সংসারে এসেছে নতুন অতিথি ৷ একরত্তি ছেলেকে ঘিরে আবর্তিত হচ্ছে জনপ্রিয় জুটির পৃথিবী ৷
4/ 9
শিশুসন্তানের জন্য শ্যুটিংফ্লোর থেকে দূরে থাকলেও সামাজিক মাধ্যমে অভিনেত্রী মধুবনী খুব সক্রিয় ও জনপ্রিয় ৷ ছেলে কেশবের সঙ্গে নিজের ছবি ও ভিডিয়ো প্রায়ই শেয়ার করেন ৷ নেটিজেনদের শুভেচ্ছায় ভরে যায় তাঁর প্রোফাইল ৷
5/ 9
মধুবনী জানিয়েছেন, তিনি ছেলের জন্য কোনও আয়া রাখেননি ৷ সব কাজ নিজেই করছেন ৷ এখন ছেলে কেশব-ই তাঁর জীবনের কেন্দ্র ৷ অভিনয়ে ফেরার ইচ্ছেও এই মুহূর্তে মধুবনীর নেই ৷
6/ 9
সন্তান ও স্বামীর ছবি শেয়ার প্রায়ই করেন মধুবনী ৷ এ বার অভিনেত্রীর প্রোফাইলে দেখা গেল তাঁর শাশুড়ি, অভিনেতা রাজার মায়ের ছবি ৷ তাঁকে ‘মামণি’ বলে ডাকেন মধুবনী ৷ ছবিতে দেখা যাচ্ছে বিয়ের পরদিন সকালে পুত্রবধূকে বরণ করে ঘরে তুলছেন রাজার মা ৷
7/ 9
শাশুড়ি মাকে নিজের সবথেকে বড় অবলম্বন বলেছেন মধুবনী ৷ তাঁর কথায়, ‘মামণি’-র জন্যই তিনি নিজের পায়ে দাঁড়িয়ে আছেন ৷ মধুবনীর কথায়, তাঁকে আদরে ভরিয়ে দিয়ে, জলমিষ্টি খাইয়ে ভালবাসার প্রদীপ জ্বেলে তাঁকে বরণ করে তুলেছেন ৷
8/ 9
আবেগতাড়িত মধুবনীর অনুভূতি, গত জন্মে বা এই জন্মেই তিনি হয়তো সুকর্ম করেছেন ৷ তাই ‘মামণি’-কে পেয়েছেন শাশুড়ি রূপে ৷
9/ 9
মধুবনী মনে করেন তিনি সৌভাগ্যবতী৷ তাই মামণিকে পেয়েছেন ৷ কারণ এরকম শাশুড়ি কেউ পায় না৷ বিশ্বাস, অভিনেত্রী মধুবনীর ৷