ছেলে কেশবকে বড় করার জন্য এই মুহূর্তে অভিনয় থেকে বহুদূরে ঘোরতর সংসারী মধুবনী গোস্বামী ৷ মাঝে মাঝেই শেয়ার করেন পুরনো ছবি ৷ এছাড়া ছেলে কেশবের ছবি তো থাকেই ৷ সম্প্রতি তিনি পোস্ট করেছেন তাঁর বিয়ের বেশ কিছু ছবি ৷ অভিনেতা রাজাকে ২০১৭ সালে বিয়ে করেন মধুবনী ৷ তার আগে বন্ধুত্ব ও প্রেমপর্ব দীর্ঘ ৭ বছরের ৷ প্রথম আলাপ ২০১০ সালে ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকে অভিনয়ের সূত্রে ৷ আনুষ্ঠানিক বিয়ের ছবির পাশাপাশি রেজিস্ট্রির ছবিও শেয়ার করেছেন মধুবনী ৷ বিয়ের পরও অভিনয় করেছেন তিনি ৷ কিন্তু এই মুহূর্তে কাজে ফেরার ইচ্ছে তাঁর নেই ৷ রেজিস্ট্রির পর একসঙ্গে হাত ধরে শপথবাক্যও পাঠ করেন রাজা-মধুবনী ৷ ব্যক্তিগত জীবনেও তাঁদের দাম্পত্যের মূলমন্ত্র বন্ধুত্ব ৷ রাজা এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন ছেলে কেশবের মুখের ছবি এই মুহূর্তে পোস্ট করবেন না ৷ ছেলের জন্য কোনও আয়াও রাখেননি মধুবনী ৷ সব কাজ নিজেই করেন ৷ জানিয়েছেন, এটাও তাঁদের যৌথ সিদ্ধান্ত ৷ এমনকি, অতিমারি পরিস্থিতি ঠিক না হলে তাঁরা কেশবের অন্নপ্রাশনও বড় করে না করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ শাশুড়ির সঙ্গেও মধুবনীর সম্পর্ক খুব ভাল ৷ অভিনেত্রীর কথায়, শাশুড়ি তাঁর জীবনের মূল ভরকেন্দ্র ৷ শাশুড়ির জন্যই তিনি দাঁড়িয়ে আছেন ৷ সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন শাশুড়ি তাঁকে বধূবরণ করছেন, সে ছবিও ৷ ঈশ্বরেও অগাধ আস্থা মধুবনীর ৷ ফেসবুকে পোস্ট করেছেন তাঁর শ্বশুরবাড়ির ঠাকুরঘরের ছবিও ৷ যেখানে তিনি নববধূ হিসেবে শ্বশুরবাড়িতে পা রেখে প্রার্থনা করছেন ৷ তুমুল জনপ্রিয় ধারাবাহিকের জুটি রাজা-মধুবনীকে এখনও অনেক দর্শক চেনেন ওম-তোড়া জুটি হিসেবে ৷ এরকম ভালবাসার জুটি হয়েই থেকে যেতে চান তাঁরা দু’জনে ৷