Love story: একবার নয়, তিন-তিনবার বিয়ের প্রস্তাব দেওয়ার পর সতীশকে বিয়ে করতে রাজি হয়েছিলেন মধু, অ্যালজাইমার্স আক্রান্ত বউয়ের সেবা করতেন শেষদিন পর্যন্ত
- Published by:Debalina Datta
Last Updated:
Love story: মধু শাহকে তিনবার প্রস্তাব দিতে হয়েছিল বিয়ের, তবে গিয়ে রাজি হয়েছিলেন, আর শেষ দিনে যখন অ্যালজাইমার্স আক্রান্ত স্ত্রী তখনও স্ত্রী-র পাশে থাকার জন্য দীর্ঘদিন সুস্থ থাকতে চাইতেন মধু শাহ৷
সারাভাই ভার্সেস সারাভাই এবং ম্যায় হুঁ না ছবিতে কিংবদন্তি অভিনয়ের জন্য পরিচিত প্রবীণ অভিনেতা সতীশ শাহ কিডনির অসুখে ভুগে ৭৪ বছর বয়সে ২০২৫ সালের ২৫ অক্টোবর মারা যান। হৃদয়বিদারক এই খবর দিয়ে চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত বিনোদন জগতকে শোকাচ্ছন্ন করে ফেলেন। প্রিয় অভিনেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি বর্ষিত হলেও অনেকেই তাঁর স্ত্রী মধু শাহর কথাও বার বার বলছেন, যিনি জীবনের প্রতিটি অধ্যায়ে স্বামীর পাশে ছিলেন।
advertisement
advertisement
advertisement
advertisement
ফারুক শেখ এবং দীপ্তি নাভাল অভিনীত 'সাথ সাথ' ছবির সেটে সতীশ আবারও মধুকে প্রেমের প্রস্তাব দেন, কিন্তু মধু আবার তাঁকে প্রত্যাখ্যান করেন। হাল ছেড়ে না দিয়ে সতীশ তৃতীয়বারের মতো প্রেমের প্রস্তাব দেন। এবার মধু তাঁকে নিজের বাবা-মায়ের সঙ্গে দেখা করতে বলেন। গুরুজনের অনুমতি অর্জন করার পর সতীশ এবং মধুর বাগদান সম্পন্ন হয় এবং আট মাস পর ১৯৮২ সালে তাঁরা বিয়ে করেন।
advertisement
advertisement
সতীশ শাহ ছিলেন ভারতীয় সিনেমা এবং টেলিভিশনের একজন অনন্য ব্যক্তিত্ব, যিনি তাঁর অনবদ্য কমিক টাইমিং এবং বহুমুখী প্রতিভার জন্য স্মরণীয়। তাঁর সাফল্য আসে ডিডি ন্যাশনাল সিটকম ইয়ে জো হ্যায় জিন্দেগি (১৯৮৪) দিয়ে, যেখানে তিনি ৫৫টি পর্বে ৫৫টি ভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন। পরে তিনি সারাভাই ভার্সেস সারাভাই-এ ইন্দ্রবদন সারাভাই চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন।
advertisement
