বোনের বিয়েতে দেখা যায়নি দুই দাদাকে; তাহলে কি সোনাক্ষীর বিয়ে নিয়ে খুশি নয় তাঁর পরিবার? নীরবতা ভেঙে এ কী বললেন লব সিনহা..
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
যদিও কুশ জানিয়েছেন যে, তিনি বোনের বিয়েতে অংশ নিয়েছিলেন। তবে লব উত্তর দেওয়ার জন্য আরও ২ দিন সময় চেয়ে নিয়েছিলেন।
বর্ষীয়ান বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার একমাত্র কন্যা তথা অভিনেত্রী সোনাক্ষী সিনহা সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন জাহির ইকবালের সঙ্গে। আসলে দীর্ঘ ৭ বছরের সম্পর্কের পরেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে গত ২৩ জুন প্রথমে রেজিস্ট্রি বিয়ে সারেন জাহির-সোনাক্ষী। এরপর মুম্বইয়ে একটা বড়সড় রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন এই তারকা জুটি।
advertisement
ওই অনুষ্ঠানের ভাইরাল ছবি-ভিডিওতে দেখা গিয়েছে শত্রুঘ্ন সিনহা এবং তাঁর স্ত্রী পুনম সিনহাকে। তবে তাঁদের যমজ পুত্র লব আর কুশকে নিজেদের বোনের বিয়েতে একবারের জন্য দেখা যায়নি। যদিও কুশ জানিয়েছেন যে, তিনি বোনের বিয়েতে অংশ নিয়েছিলেন। তবে লব উত্তর দেওয়ার জন্য আরও ২ দিন সময় চেয়ে নিয়েছিলেন। কিন্তু ওই বিয়ের ৭ দিন পরে ওই প্রসঙ্গে মুখ খুলেছেন লব। যা বর্তমানে খবরের শিরোনামে উঠে এসেছে।
advertisement
আসলে নিজের বোনের বিয়ের প্রায় দিন সাতেক পরে নিজের ইনস্টা এবং এক্স (ট্যুইটার) অ্যাকাউন্টে দু’টি ভিন্ন ধরনের কথা বলেছেন লব সিনহা। যা দেখে ভক্তরা বিভ্রান্ত। লবের ট্যুইট দেখে অনেকেরই জল্পনা, বাড়িতে এই সংক্রান্ত বিষয়ে গণ্ডগোল চলছে বলেই হয়তো শত্রুঘ্ন সিনহার স্বাস্থ্যের অবনতি হয়েছে।সোনাক্ষী আর জাহিরের বিয়ের যেসব ভিডিও আর ছবি ছড়িয়ে পড়েছে, তাতে অভিনেত্রীর যমজ দাদা লব-কুশকে দেখা যায়নি। বিয়েতে কনের ভাইয়ের যেসব নিয়ম-আচার, সবই পালন করেছেন সোনাক্ষীর ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেত্রী হুমা কুরেশির ভাই সাকিব সালিম।
advertisement
এর জেরে ভক্তদের জল্পনা, সোনাক্ষীর বিয়ে নিয়ে একটুও খুশি নয় তাঁর পরিবার। এবার সেই বিষয়ে নীরবতা ভাঙলেন সোনাক্ষীর দাদা লব। লব সিনহার ইনস্টা স্টোরি দেখে মানুষ ভাবছেন যে, সিনহা পরিবারের ঝামেলার অবসান ঘটেছে। তিনি কেন নিজের বোনের বিয়েতে যোগ দেননি, তার জবাবে লব বলেন, “কেন আমি না অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। মিথ্যা বিষয়ে আমার বিরুদ্ধে একটা অনলাইন ক্যাম্পেন চালালে তো আর এই সত্য বদলে যাবে না যে, আমার কাছে আমার পরিবার সবার আগে।” বলাই বাহুল্য যে, এমন পোস্ট করে ট্রোলের কড়া জবাব দিলেন লব।
advertisement
কিন্তু অন্যদিকে এক্স-এ দুটি ট্যুইটও করেন লব সিনহা। প্রথম ট্যুইটটি করেছিলেন ৩০ জুন। লিখেছেন, “তাঁদের পারিবারিক ব্যবসা সম্পর্কে সতর্ক হয়ে খবর তৈরি করা হচ্ছে। অথচ কোনও একজন রাজনীতিবিদের সঙ্গে বরের বাবার সান্নিধ্যের মতো অস্পষ্ট জায়গাগুলিতে তো নজর দেওয়া হচ্ছে না। যে নেতার বিরুদ্ধে ইডি তদন্ত যেন 'ওয়াশিং মেশিনে' অদৃশ্য হয়ে গেছে। কিংবা বরের বাবা দুবাইতে থাকেন, এ বিষয়েও কোনও সূত্র ছিল না…” এই ট্যুইট দেখে সকলে ভেবেছিলেন সিনহা পরিবারে সব কিছু ঠিক নেই।
advertisement
ঠিক এর পরের দিন আবারও ট্যুইট করেন লব। লেখেন, “কারণগুলি একেবারেই স্পষ্ট যে, কেন আমি তাতে যোগ দিইনি এবং যা-ই হোক না কেন, আমি কিছু মানুষের সঙ্গে যোগ দেব না। আমি আনন্দিত যে, মিডিয়ার একজন সদস্য পিআর টিমের দ্বারা উপস্থাপিত সৃজনশীল গল্পগুলির উপর নির্ভর না করে নিজেই গবেষণা করেছেন।”তবে সোনাক্ষীর আর এক দাদা কুশ জোর দিয়ে জানিয়েছিলেন যে, তাঁর পরিবারের জন্য সংবেদনশীল সময়। ব্যাখ্যা করে বলেন যে, “আমি প্রাইভেট মানুষ। সব সময় প্রচারের আলোয় থাকি না। এর অর্থ এমন নয় যে, আমি সেখানে ছিলাম না।”