Vijay Deverakonda lifestyle|| প্রেমে পাগল সারা আলি খান, বিলাসবহুল জীবনযাত্রা, বিজয় দেবেরকোন্ডার সম্পত্তির অঙ্ক শুনে আঁতকে উঠবেন!

Last Updated:
Vijay Deverakonda luxurious lifestyle: দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরকোন্ডা বহু প্রতীক্ষিত সিনেমা 'লাইগার'-এর জন্য এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে। সম্প্রতি পোস্টারে তাঁর 'ন্যুড' লুক প্রকাশ্যে এসেছে।
1/10
*দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরকোন্ডা বহু প্রতীক্ষিত সিনেমা 'লাইগার'-এর জন্য এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে। সম্প্রতি পোস্টারে তাঁর 'ন্যুড' লুক প্রকাশ্যে এসেছে। তাঁকে প্রেমিক হিসেবে পেতে চাইছেন বলি অভিনেত্রী সারা আলি খান, উত্তর দিয়ে তাঁকে ভালবাসার প্রত্যুত্তর দিয়েছেন অভিনেতা।
*দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরকোন্ডা বহু প্রতীক্ষিত সিনেমা 'লাইগার'-এর জন্য এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে। সম্প্রতি পোস্টারে তাঁর 'ন্যুড' লুক প্রকাশ্যে এসেছে। তাঁকে প্রেমিক হিসেবে পেতে চাইছেন বলি অভিনেত্রী সারা আলি খান, উত্তর দিয়ে তাঁকে ভালবাসার প্রত্যুত্তর দিয়েছেন অভিনেতা।
advertisement
2/10
*লিগার অভিনেতাকে নিয়ে চর্চা থাকলেও, সারার মুখে বিজয় দেবেরকোন্ডার নাম শোনার পর থেকে গুগল সার্চ বেড়েই চলেছে উত্তরোত্তর। আপনিও জেনে নিন অভিনেতার বাস্তব জীবন (বিজয় দেবেরকোন্ডা বিলাসবহুল জীবন) সম্পর্কে। অভিনেতা খুবই বিলাসবহুল জীবনযাপন করেন। তাঁর কোটি কোটি টাকার বাংলো এবং বিলাসবহুল গাড়ি রয়েছে বেশ কয়েকটি।
*লিগার অভিনেতাকে নিয়ে চর্চা থাকলেও, সারার মুখে বিজয় দেবেরকোন্ডার নাম শোনার পর থেকে গুগল সার্চ বেড়েই চলেছে উত্তরোত্তর। আপনিও জেনে নিন অভিনেতার বাস্তব জীবন (বিজয় দেবেরকোন্ডা বিলাসবহুল জীবন) সম্পর্কে। অভিনেতা খুবই বিলাসবহুল জীবনযাপন করেন। তাঁর কোটি কোটি টাকার বাংলো এবং বিলাসবহুল গাড়ি রয়েছে বেশ কয়েকটি।
advertisement
3/10
'অর্জুন রেড্ডি' খ্যাত অভিনেতা বিজয় দেবেরকোন্ডা তেলুগুর একজন সুপারস্টার। সম্প্রতি পরিবার এবং পোষ্যকে নিয়ে হায়দরাবাদে নতুন বাড়িতে স্থানান্তরিত হয়েছেন। বিলাসবহুল বহুতল বাংলোর দাম প্রায় ১৫ কোটি টাকা।
'অর্জুন রেড্ডি' খ্যাত অভিনেতা বিজয় দেবেরকোন্ডা তেলুগুর একজন সুপারস্টার। সম্প্রতি পরিবার এবং পোষ্যকে নিয়ে হায়দরাবাদে নতুন বাড়িতে স্থানান্তরিত হয়েছেন। বিলাসবহুল বহুতল বাংলোর দাম প্রায় ১৫ কোটি টাকা।
advertisement
4/10
*বিজয় দেবেরকোন্ডা দক্ষিণের প্রথম সারির অভিনেতা মহেশ বাবু, আক্কিনেনি নাগার্জুন, আল্লু অর্জুন এবং চিরঞ্জীবীর প্রতিবেশী। ফলে সেখানেও বিলাসবহুল দামি বাংলো রয়েছে তাঁর। একই সঙ্গে গাড়ির শখ রয়েছে অভিনেতার।
*বিজয় দেবেরকোন্ডা দক্ষিণের প্রথম সারির অভিনেতা মহেশ বাবু, আক্কিনেনি নাগার্জুন, আল্লু অর্জুন এবং চিরঞ্জীবীর প্রতিবেশী। ফলে সেখানেও বিলাসবহুল দামি বাংলো রয়েছে তাঁর। একই সঙ্গে গাড়ির শখ রয়েছে অভিনেতার।
advertisement
5/10
*বিজয় দেবেরকোন্ডার সংগ্রহে রয়েছে ৬১.৪৮ লক্ষের একটি ৫ সিটের সেডান। অত্যাধুনিক গাড়িতে রয়েছে আধুনিক সব প্রযুক্তি। বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ্য লাইভ ককপিট নেভিগেশন, BMW অপারেটিং সিস্টেম 7, iDrive টাচ কন্ট্রোলার, হারমান কার্ডন সাউন্ড সিস্টেম, টুইন-পাওয়ার টার্বো 6-সিলিন্ডার ডিজেল ইঞ্জিন এবং আরও অনেক কিছু।
*বিজয় দেবেরকোন্ডার সংগ্রহে রয়েছে ৬১.৪৮ লক্ষের একটি ৫ সিটের সেডান। অত্যাধুনিক গাড়িতে রয়েছে আধুনিক সব প্রযুক্তি। বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ্য লাইভ ককপিট নেভিগেশন, BMW অপারেটিং সিস্টেম 7, iDrive টাচ কন্ট্রোলার, হারমান কার্ডন সাউন্ড সিস্টেম, টুইন-পাওয়ার টার্বো 6-সিলিন্ডার ডিজেল ইঞ্জিন এবং আরও অনেক কিছু।
advertisement
6/10
*বিজয় দেবেরকোন্ডা একটি ফোর্ড মুস্তাং (Ford Mustang)-এর মালিক। সম্প্রতি গাড়িটি কিনেছেন তিনি ৭৫ লক্ষ টাকায়। এছাড়াও, অভিনেতা একটি ভলভো এক্সসি 90 গাড়ির মালিক। সেই গাড়ির দাম ৮৫ লক্ষ টাকা।
*বিজয় দেবেরকোন্ডা একটি ফোর্ড মুস্তাং (Ford Mustang)-এর মালিক। সম্প্রতি গাড়িটি কিনেছেন তিনি ৭৫ লক্ষ টাকায়। এছাড়াও, অভিনেতা একটি ভলভো এক্সসি 90 গাড়ির মালিক। সেই গাড়ির দাম ৮৫ লক্ষ টাকা।
advertisement
7/10
*বিজয় একটি রেঞ্জ রোভারেরও মালিক। সেই গাড়ির দাম ৬৪ লক্ষ টাকা। এই গাড়িটি সেলিব্রিটিদের মধ্যে বেশ জনপ্রিয়, যা বলিউড এবং দক্ষিণের অনেক তারকাই কিনেছেন।
*বিজয় একটি রেঞ্জ রোভারেরও মালিক। সেই গাড়ির দাম ৬৪ লক্ষ টাকা। এই গাড়িটি সেলিব্রিটিদের মধ্যে বেশ জনপ্রিয়, যা বলিউড এবং দক্ষিণের অনেক তারকাই কিনেছেন।
advertisement
8/10
*শুধু তাই নয়, বিলাসবহুল গাড়ি ছাড়াও অভিনেতার একটি প্রাইভেট জেট রয়েছে, তাতেই তিনি যাতায়াত করেন। গত বছর সেই জেটে চড়ে সপরিবারে তিরুপতি গিয়েছিলেন। 'অর্জুন রেড্ডি' ছবির সাফল্যের পরে, অভিনেতা তার পারিশ্রমিক অনেকটাই বাড়িয়েছেন। তিনি একটি ছবির জন্য ১০-১১ কোটি টাকা নেন। এ ছাড়াও সিনেমা থেকে লভ্যাংশ পান।
*শুধু তাই নয়, বিলাসবহুল গাড়ি ছাড়াও অভিনেতার একটি প্রাইভেট জেট রয়েছে, তাতেই তিনি যাতায়াত করেন। গত বছর সেই জেটে চড়ে সপরিবারে তিরুপতি গিয়েছিলেন। 'অর্জুন রেড্ডি' ছবির সাফল্যের পরে, অভিনেতা তার পারিশ্রমিক অনেকটাই বাড়িয়েছেন। তিনি একটি ছবির জন্য ১০-১১ কোটি টাকা নেন। এ ছাড়াও সিনেমা থেকে লভ্যাংশ পান।
advertisement
9/10
*চলচ্চিত্র ছাড়াও বিজয় দেবেরকোন্ডা একজন ব্যবসায়ী। তিনি দক্ষিণের একমাত্র অভিনেতা যিনি মিন্ট্রার সাথে কাজ করছেন এবং নিজের ব্র্যান্ড লঞ্চ করেছেন।
*চলচ্চিত্র ছাড়াও বিজয় দেবেরকোন্ডা একজন ব্যবসায়ী। তিনি দক্ষিণের একমাত্র অভিনেতা যিনি মিন্ট্রার সাথে কাজ করছেন এবং নিজের ব্র্যান্ড লঞ্চ করেছেন।
advertisement
10/10
*বিজয় দেবেরাকোন্ডার বর্তমানে 'লাইগার' ছবিটি নিয়ে আলোচনার কেন্দ্রে। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী অনন্যা পান্ডেকে।
*বিজয় দেবেরাকোন্ডার বর্তমানে 'লাইগার' ছবিটি নিয়ে আলোচনার কেন্দ্রে। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী অনন্যা পান্ডেকে।
advertisement
advertisement
advertisement