Vijay Deverakonda lifestyle|| প্রেমে পাগল সারা আলি খান, বিলাসবহুল জীবনযাত্রা, বিজয় দেবেরকোন্ডার সম্পত্তির অঙ্ক শুনে আঁতকে উঠবেন!
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Vijay Deverakonda luxurious lifestyle: দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরকোন্ডা বহু প্রতীক্ষিত সিনেমা 'লাইগার'-এর জন্য এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে। সম্প্রতি পোস্টারে তাঁর 'ন্যুড' লুক প্রকাশ্যে এসেছে।
advertisement
*লিগার অভিনেতাকে নিয়ে চর্চা থাকলেও, সারার মুখে বিজয় দেবেরকোন্ডার নাম শোনার পর থেকে গুগল সার্চ বেড়েই চলেছে উত্তরোত্তর। আপনিও জেনে নিন অভিনেতার বাস্তব জীবন (বিজয় দেবেরকোন্ডা বিলাসবহুল জীবন) সম্পর্কে। অভিনেতা খুবই বিলাসবহুল জীবনযাপন করেন। তাঁর কোটি কোটি টাকার বাংলো এবং বিলাসবহুল গাড়ি রয়েছে বেশ কয়েকটি।
advertisement
advertisement
advertisement
*বিজয় দেবেরকোন্ডার সংগ্রহে রয়েছে ৬১.৪৮ লক্ষের একটি ৫ সিটের সেডান। অত্যাধুনিক গাড়িতে রয়েছে আধুনিক সব প্রযুক্তি। বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ্য লাইভ ককপিট নেভিগেশন, BMW অপারেটিং সিস্টেম 7, iDrive টাচ কন্ট্রোলার, হারমান কার্ডন সাউন্ড সিস্টেম, টুইন-পাওয়ার টার্বো 6-সিলিন্ডার ডিজেল ইঞ্জিন এবং আরও অনেক কিছু।
advertisement
advertisement
advertisement
*শুধু তাই নয়, বিলাসবহুল গাড়ি ছাড়াও অভিনেতার একটি প্রাইভেট জেট রয়েছে, তাতেই তিনি যাতায়াত করেন। গত বছর সেই জেটে চড়ে সপরিবারে তিরুপতি গিয়েছিলেন। 'অর্জুন রেড্ডি' ছবির সাফল্যের পরে, অভিনেতা তার পারিশ্রমিক অনেকটাই বাড়িয়েছেন। তিনি একটি ছবির জন্য ১০-১১ কোটি টাকা নেন। এ ছাড়াও সিনেমা থেকে লভ্যাংশ পান।
advertisement
advertisement









