আমির খান এবং কারিশমা কাপুর অভিনীত 'রাজা হিন্দুস্তানি'-এর 'পরদেশি পরদেশি' গানেও দেখা গিয়েছিল প্রতিভাকে। এটি ছিল সেই যুগের সবচেয়ে সুপারহিট গান, যা এখনও অনেকের পছন্দের প্লে-লিস্টে থাকে। গানটিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রতিভাকে দেখা গিয়েছিল। তবে আর সেভাবে প্রতিভাকে দেখা যায়নি তারপর থেকে৷ ঠিক যেন তিনি উবে গেলেন!
নাদিমের সঙ্গে সম্পর্ক প্রতিভার ক্যারিয়ারে খারাপ প্রভাব ফেলেছিল। দুজনের প্রেম যখন মধ্যগগনে তখন গুলশান কুমার হত্যা মামলায় সঙ্গীত পরিচালকের (নাদিম সাইফি) নাম যুক্ত হয় এবং তখনই তিনি ভারত ছেড়ে লন্ডনে চলে যান। এরপর প্রতিভাও খুব কাজ পেতে থাকেন৷। একবার একটি সাক্ষাৎকারে সবাইকে অবাক করে তিনি জানান যে, তিনি খুব শীঘ্রই নাদিমকে বিয়ে করতে চলেছেন। যদিও পরে তিনি নিজেই এ খবর অস্বীকার করেন।