Mala Sinha daughter Pratibha Sinha:অভিনেত্রী মালা সিনহার মেয়েও ছিলেন বলি নায়িকা, বিখ্যাত সঙ্গীত পরিচালকের সঙ্গে প্রেমের ফলে নষ্ট হল কেরিয়ার

Last Updated:
মা মালা সিনহা ছিলেন খুবই বিখ্যাত৷ মেয়ের সিনেমার কাজও শুরু হয়েছিল খুব ভাল৷ তবে সর্বনাশা প্রেম শেষ করে দিল সব কিছু৷
1/9
১৯৯৪ সালে ভেঙ্কটেশ অভিনীত তেলেগু ছবি 'পোকিরি রাজা', ছিল সুপারহিট ছবি৷ ১০ ​কোটির বাজেটে তৈরি হয়েছিল এবং ২৫ কোটি ব্যবসা করে ছবিটি। ছবির প্রধান অভিনেত্রী ছিলেন প্রতিভা সিনহা। অভিনেত্রী মালা সিনহার মেয়ে প্রতিভা৷ ছবির মতোই তিনিও ছিলেন সুপারহিট৷
১৯৯৪ সালে ভেঙ্কটেশ অভিনীত তেলেগু ছবি 'পোকিরি রাজা', ছিল সুপারহিট ছবি৷ ১০ ​কোটির বাজেটে তৈরি হয়েছিল এবং ২৫ কোটি ব্যবসা করে ছবিটি। ছবির প্রধান অভিনেত্রী ছিলেন প্রতিভা সিনহা। অভিনেত্রী মালা সিনহার মেয়ে প্রতিভা৷ ছবির মতোই তিনিও ছিলেন সুপারহিট৷
advertisement
2/9
সাদা-কালো পর্দায় মালা সিনহা ছিলেন প্রথম সারির নায়িকা৷ তাঁর মেয়ের বলিউড যাত্রাও ছিল বেশ ভাল৷ শুরুর দিন থেকেই তিনি ছিলেন অনেকের পছন্দের৷
সাদা-কালো পর্দায় মালা সিনহা ছিলেন প্রথম সারির নায়িকা৷ তাঁর মেয়ের বলিউড যাত্রাও ছিল বেশ ভাল৷ শুরুর দিন থেকেই তিনি ছিলেন অনেকের পছন্দের৷
advertisement
3/9
আমির খান এবং কারিশমা কাপুর অভিনীত 'রাজা হিন্দুস্তানি'-এর 'পরদেশি পরদেশি' গানেও দেখা গিয়েছিল প্রতিভাকে। এটি ছিল সেই যুগের সবচেয়ে সুপারহিট গান, যা এখনও অনেকের পছন্দের প্লে-লিস্টে থাকে। গানটিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রতিভাকে দেখা গিয়েছিল। তবে আর সেভাবে প্রতিভাকে দেখা যায়নি তারপর থেকে৷ ঠিক যেন তিনি উবে গেলেন!
আমির খান এবং কারিশমা কাপুর অভিনীত 'রাজা হিন্দুস্তানি'-এর 'পরদেশি পরদেশি' গানেও দেখা গিয়েছিল প্রতিভাকে। এটি ছিল সেই যুগের সবচেয়ে সুপারহিট গান, যা এখনও অনেকের পছন্দের প্লে-লিস্টে থাকে। গানটিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রতিভাকে দেখা গিয়েছিল। তবে আর সেভাবে প্রতিভাকে দেখা যায়নি তারপর থেকে৷ ঠিক যেন তিনি উবে গেলেন!
advertisement
4/9
প্রতিভার মা মালা সিনহা৷ ৬০-৭০ দশকের একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন কিন্তু তাঁর মেয়ে তেমন সাফল্য পাননি বলিউডে৷ প্রতিভা বেশ কয়েকি ছবিতে অভিনয় করেছিলেন ঠিকই, তবে সেভাবে নজর কাড়তে পারেননি৷
প্রতিভার মা মালা সিনহা৷ ৬০-৭০ দশকের একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন কিন্তু তাঁর মেয়ে তেমন সাফল্য পাননি বলিউডে৷ প্রতিভা বেশ কয়েকি ছবিতে অভিনয় করেছিলেন ঠিকই, তবে সেভাবে নজর কাড়তে পারেননি৷
advertisement
5/9
যখন তিনি খুব বেশি কাজ পাননি, তখন নিজে থেকেই অভিনয় ছেড়ে দেন৷ তবে অভিনয় ছেড়ে দিলেও তিনি খবরে থাকেন। কারণ তাঁর প্রেমের কাহিনি তাঁকে জনপ্রিয় করে রাখে৷  সূত্রের খবর, কেরিয়ারের একেবারে শুরুতেই প্রতিভা সঙ্গীত পরিচালক নাদিম সাইফের প্রতি আকর্ষিত হন। নাদিম-শাবন জুটির নাদিম সেই সময় ছিলেন বিবাহিত৷ জানান যায় যে প্রতিভার মা মালা সিনহা এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন৷ তবুও তার মেয়ে কারও কথা না শুনে তার মনের কথা শোনেন।
যখন তিনি খুব বেশি কাজ পাননি, তখন নিজে থেকেই অভিনয় ছেড়ে দেন৷ তবে অভিনয় ছেড়ে দিলেও তিনি খবরে থাকেন। কারণ তাঁর প্রেমের কাহিনি তাঁকে জনপ্রিয় করে রাখে৷ সূত্রের খবর, কেরিয়ারের একেবারে শুরুতেই প্রতিভা সঙ্গীত পরিচালক নাদিম সাইফের প্রতি আকর্ষিত হন। নাদিম-শাবন জুটির নাদিম সেই সময় ছিলেন বিবাহিত৷ জানান যায় যে প্রতিভার মা মালা সিনহা এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন৷ তবুও তার মেয়ে কারও কথা না শুনে তার মনের কথা শোনেন।
advertisement
6/9
জানান যায় যে প্রতিভার মা মালা সিনহা এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন৷ তবুও তার মেয়ে কারও কথা না শুনে তার মনের কথা শোনেন।
জানান যায় যে প্রতিভার মা মালা সিনহা এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন৷ তবুও তার মেয়ে কারও কথা না শুনে তার মনের কথা শোনেন।
advertisement
7/9
নাদিমের সঙ্গে সম্পর্ক প্রতিভার ক্যারিয়ারে খারাপ প্রভাব ফেলেছিল। দুজনের প্রেম যখন মধ্যগগনে তখন গুলশান কুমার হত্যা মামলায় সঙ্গীত পরিচালকের (নাদিম সাইফি) নাম যুক্ত হয় এবং তখনই তিনি ভারত ছেড়ে লন্ডনে চলে যান। এরপর প্রতিভাও খুব কাজ পেতে থাকেন৷। একবার একটি সাক্ষাৎকারে সবাইকে অবাক করে তিনি জানান যে, তিনি খুব শীঘ্রই নাদিমকে বিয়ে করতে চলেছেন। যদিও পরে তিনি নিজেই এ খবর অস্বীকার করেন।
নাদিমের সঙ্গে সম্পর্ক প্রতিভার ক্যারিয়ারে খারাপ প্রভাব ফেলেছিল। দুজনের প্রেম যখন মধ্যগগনে তখন গুলশান কুমার হত্যা মামলায় সঙ্গীত পরিচালকের (নাদিম সাইফি) নাম যুক্ত হয় এবং তখনই তিনি ভারত ছেড়ে লন্ডনে চলে যান। এরপর প্রতিভাও খুব কাজ পেতে থাকেন৷। একবার একটি সাক্ষাৎকারে সবাইকে অবাক করে তিনি জানান যে, তিনি খুব শীঘ্রই নাদিমকে বিয়ে করতে চলেছেন। যদিও পরে তিনি নিজেই এ খবর অস্বীকার করেন।
advertisement
8/9
প্রতিভা তার ক্যারিয়ারে মিঠুন চক্রবর্তী অভিনীত 'মিলিটারি রাজ' (১৯৯৮), অনিল কাপুর-গোবিন্দ অভিনীত 'দিওয়ানা মাস্তানা', অক্ষয় কুমার-গোবিন্দ অভিনীত 'তু চোর ম্যায় সিপাহি', সুনীল শেঠি অভিনীত 'এক থা রাজা'-এর মতো অনেক ছবিতে অভিনয় করেছেন। ।
প্রতিভা তার ক্যারিয়ারে মিঠুন চক্রবর্তী অভিনীত 'মিলিটারি রাজ' (১৯৯৮), অনিল কাপুর-গোবিন্দ অভিনীত 'দিওয়ানা মাস্তানা', অক্ষয় কুমার-গোবিন্দ অভিনীত 'তু চোর ম্যায় সিপাহি', সুনীল শেঠি অভিনীত 'এক থা রাজা'-এর মতো অনেক ছবিতে অভিনয় করেছেন। ।
advertisement
9/9
৫৩ বছর বয়সী এই অভিনেত্রী নাদিমের চলে যাওয়ার পরে এখন তার মায়ের সাথে থাকেন। তবে আর বলিউডে কোনও ছবিতেই তাকে দেখা যায় না৷
৫৩ বছর বয়সী এই অভিনেত্রী নাদিমের চলে যাওয়ার পরে এখন তার মায়ের সাথে থাকেন। তবে আর বলিউডে কোনও ছবিতেই তাকে দেখা যায় না৷
advertisement
advertisement
advertisement