Mala Sinha daughter Pratibha Sinha:অভিনেত্রী মালা সিনহার মেয়েও ছিলেন বলি নায়িকা, বিখ্যাত সঙ্গীত পরিচালকের সঙ্গে প্রেমের ফলে নষ্ট হল কেরিয়ার
- Published by:Pooja Basu
Last Updated:
মা মালা সিনহা ছিলেন খুবই বিখ্যাত৷ মেয়ের সিনেমার কাজও শুরু হয়েছিল খুব ভাল৷ তবে সর্বনাশা প্রেম শেষ করে দিল সব কিছু৷
advertisement
advertisement
আমির খান এবং কারিশমা কাপুর অভিনীত 'রাজা হিন্দুস্তানি'-এর 'পরদেশি পরদেশি' গানেও দেখা গিয়েছিল প্রতিভাকে। এটি ছিল সেই যুগের সবচেয়ে সুপারহিট গান, যা এখনও অনেকের পছন্দের প্লে-লিস্টে থাকে। গানটিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রতিভাকে দেখা গিয়েছিল। তবে আর সেভাবে প্রতিভাকে দেখা যায়নি তারপর থেকে৷ ঠিক যেন তিনি উবে গেলেন!
advertisement
advertisement
যখন তিনি খুব বেশি কাজ পাননি, তখন নিজে থেকেই অভিনয় ছেড়ে দেন৷ তবে অভিনয় ছেড়ে দিলেও তিনি খবরে থাকেন। কারণ তাঁর প্রেমের কাহিনি তাঁকে জনপ্রিয় করে রাখে৷ সূত্রের খবর, কেরিয়ারের একেবারে শুরুতেই প্রতিভা সঙ্গীত পরিচালক নাদিম সাইফের প্রতি আকর্ষিত হন। নাদিম-শাবন জুটির নাদিম সেই সময় ছিলেন বিবাহিত৷ জানান যায় যে প্রতিভার মা মালা সিনহা এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন৷ তবুও তার মেয়ে কারও কথা না শুনে তার মনের কথা শোনেন।
advertisement
advertisement
নাদিমের সঙ্গে সম্পর্ক প্রতিভার ক্যারিয়ারে খারাপ প্রভাব ফেলেছিল। দুজনের প্রেম যখন মধ্যগগনে তখন গুলশান কুমার হত্যা মামলায় সঙ্গীত পরিচালকের (নাদিম সাইফি) নাম যুক্ত হয় এবং তখনই তিনি ভারত ছেড়ে লন্ডনে চলে যান। এরপর প্রতিভাও খুব কাজ পেতে থাকেন৷। একবার একটি সাক্ষাৎকারে সবাইকে অবাক করে তিনি জানান যে, তিনি খুব শীঘ্রই নাদিমকে বিয়ে করতে চলেছেন। যদিও পরে তিনি নিজেই এ খবর অস্বীকার করেন।
advertisement
advertisement