লক্ষ্মীর আরাধনায় করোনা আক্রান্ত অপরাজিতা আঢ‍্য, বাড়িতে ছোট করেই করলেন পুজো

Last Updated:
আড়ম্বর না থাকলেও নিষ্ঠার কোনও খামতি নেই। মন দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করছেন অপরাজিতা।
1/6
কোজাগরী লক্ষ্মী পুজোর আনন্দে মেতেছেন সাধারণ মানুষ থেকে তারকারা। ধনদেবীর আরাধনায় ব্যস্ত অভিনেতা অপরাজিতা আঢ‍্য। কিন্তু এবছর তাঁর মন খারাপ। Story: Arunima Dey
কোজাগরী লক্ষ্মী পুজোর আনন্দে মেতেছেন সাধারণ মানুষ থেকে তারকারা। ধনদেবীর আরাধনায় ব্যস্ত অভিনেতা অপরাজিতা আঢ‍্য। কিন্তু এবছর তাঁর মন খারাপ। Story: Arunima Dey
advertisement
2/6
করোনায় আক্রান্ত অপরাজিতা। তাই ছোট করেই হচ্ছে পুজো। প্রতি বছর জাঁকজমক করে পুজো করেন অপরাজিতা। পাত পেড়ে লোক খাওয়ান, হয় এলাহি আয়োজন। কিন্তু এবছর বাড়িতে চার জন কোভিড পজিটিভ। তিনি নিজেও আক্রান্ত।
করোনায় আক্রান্ত অপরাজিতা। তাই ছোট করেই হচ্ছে পুজো। প্রতি বছর জাঁকজমক করে পুজো করেন অপরাজিতা। পাত পেড়ে লোক খাওয়ান, হয় এলাহি আয়োজন। কিন্তু এবছর বাড়িতে চার জন কোভিড পজিটিভ। তিনি নিজেও আক্রান্ত।
advertisement
3/6
নেই তেমন আয়োজন। ছোট্ট করেই এই বছর বাড়িতে পুজো সারছেন অপরাজিতা। নিজেই মা লক্ষ্মীকে সাজিয়েছেন, আল্পনা দিয়েছেন। ফল, মিষ্টি দিয়েই এবার পুজো সারছেন অপরাজিতা।
নেই তেমন আয়োজন। ছোট্ট করেই এই বছর বাড়িতে পুজো সারছেন অপরাজিতা। নিজেই মা লক্ষ্মীকে সাজিয়েছেন, আল্পনা দিয়েছেন। ফল, মিষ্টি দিয়েই এবার পুজো সারছেন অপরাজিতা।
advertisement
4/6
আড়ম্বর না থাকলেও নিষ্ঠার কোনও খামতি নেই। মন দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করছেন অপরাজিতা।
আড়ম্বর না থাকলেও নিষ্ঠার কোনও খামতি নেই। মন দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করছেন অপরাজিতা।
advertisement
5/6
প্রতিবছর বাড়িতে বড় করে লক্ষ্মীপুজো করেন অপরাজিতা আঢ্য। তবে এ বার লক্ষ্মী পুজোর ঠিক আগেই তিনি কোভিড ভাইরাসে আক্রান্ত হওয়ায় উত্‍‌সব থেকে তাঁকে দূরেই থাকতে হচ্ছে ।
প্রতিবছর বাড়িতে বড় করে লক্ষ্মীপুজো করেন অপরাজিতা আঢ্য। তবে এ বার লক্ষ্মী পুজোর ঠিক আগেই তিনি কোভিড ভাইরাসে আক্রান্ত হওয়ায় উত্‍‌সব থেকে তাঁকে দূরেই থাকতে হচ্ছে ।
advertisement
6/6
বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
advertisement
advertisement
advertisement