সায়ন্তিকা ও যিশু সেনগুপ্ত কন্যা সারা।
ছবিতে সারা ওরফে 'উমা'র মায়ের চরিত্রে দেখা মিলবে সায়ন্তিকার। বাবা যিশু। প্রাণঘাতি রোগে ভুগছে উমা। তার শেষ ইচ্ছে, দুর্গা পুজো দেখে। কিন্তু জীবন তাকে অতটা সময় দেয়নি। ক্রমে মৃত্যুর কোলে ঢলে পড়ছে উমা। এদিকে মেয়ের স্বপ্ন পূরণ করতে প্রাণপন চেষ্টা করে চলেছে তার অসহায় বাবা হিমাদ্রী (যিশু সেনগুপ্ত)। কিন্তু শেষ পর্যন্ত কী সফল হবে হিমাদ্রী?
Photo Courtesy:SVF