In Pics: মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের 'উমা'-র টাইটেল ট্র্যাক

Last Updated:
1/5
মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত, এসভিএফ প্রযোজিত 'উমা'র টাইটেল ট্র্যাক 'জাগো উমা'। বালিগঞ্জের দুর্গাবাড়িতে মিউজিক লঞ্চে হাজির ছিলেন 'টিম উমা'। Photo Courtesy:SVF
মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত, এসভিএফ প্রযোজিত 'উমা'র টাইটেল ট্র্যাক 'জাগো উমা'। বালিগঞ্জের দুর্গাবাড়িতে মিউজিক লঞ্চে হাজির ছিলেন 'টিম উমা'। Photo Courtesy:SVF
advertisement
2/5
 গানে-গল্প মগ্ন 'টিম উমা'র সদস্যরা সৃজিতের ভাষায়, '' 'জাগো উমা'-র মধ্যে দিয়ে দর্শক ছবির স্বাদ-বর্ণ-গন্ধ আস্বাদন করতে পারবে।'' গানটি গেয়েছেন রূপঙ্কর বাগচি, কম্পোজ করেছেন অনুপম রায়। Photo Courtesy:SVF
গানে-গল্প মগ্ন 'টিম উমা'র সদস্যরা সৃজিতের ভাষায়, '' 'জাগো উমা'-র মধ্যে দিয়ে দর্শক ছবির স্বাদ-বর্ণ-গন্ধ আস্বাদন করতে পারবে।'' গানটি গেয়েছেন রূপঙ্কর বাগচি, কম্পোজ করেছেন অনুপম রায়। Photo Courtesy:SVF
advertisement
3/5
সায়ন্তিকা ও যিশু সেনগুপ্ত কন্যা সারা।  ছবিতে সারা ওরফে 'উমা'র মায়ের চরিত্রে দেখা মিলবে সায়ন্তিকার। বাবা যিশু। প্রাণঘাতি রোগে ভুগছে উমা। তার শেষ ইচ্ছে, দুর্গা পুজো দেখে। কিন্তু জীবন তাকে অতটা সময় দেয়নি। ক্রমে মৃত্যুর কোলে ঢলে পড়ছে উমা। এদিকে মেয়ের স্বপ্ন পূরণ করতে প্রাণপন চেষ্টা করে চলেছে তার অসহায় বাবা হিমাদ্রী (যিশু সেনগুপ্ত)। কিন্তু শেষ পর্যন্ত কী সফল হবে হিমাদ্রী? Photo Courtesy:SVF
সায়ন্তিকা ও যিশু সেনগুপ্ত কন্যা সারা। ছবিতে সারা ওরফে 'উমা'র মায়ের চরিত্রে দেখা মিলবে সায়ন্তিকার। বাবা যিশু। প্রাণঘাতি রোগে ভুগছে উমা। তার শেষ ইচ্ছে, দুর্গা পুজো দেখে। কিন্তু জীবন তাকে অতটা সময় দেয়নি। ক্রমে মৃত্যুর কোলে ঢলে পড়ছে উমা। এদিকে মেয়ের স্বপ্ন পূরণ করতে প্রাণপন চেষ্টা করে চলেছে তার অসহায় বাবা হিমাদ্রী (যিশু সেনগুপ্ত)। কিন্তু শেষ পর্যন্ত কী সফল হবে হিমাদ্রী? Photo Courtesy:SVF
advertisement
4/5
গানে মগ্ন পটা। সঙ্গী সিধু।  ছবির অন্য তিনটি গান 'যাওয়ার গান', 'আলস্য' ও 'এসো বন্ধু' ইতিমধ্যেই প্রশংসিত!  Photo Courtesy:SVF
গানে মগ্ন পটা। সঙ্গী সিধু। ছবির অন্য তিনটি গান 'যাওয়ার গান', 'আলস্য' ও 'এসো বন্ধু' ইতিমধ্যেই প্রশংসিত! Photo Courtesy:SVF
advertisement
5/5
শ্রাবন্তী সৃজিতের ভাষায়, '' উমা আমার মনের খুব কাছের একটি চরিত্র। সারাও! এটা ওর প্রথম ছবি। ট্রেলার দেখেই দর্শকের কাছে স্পষ্ট--একজন বাবা তার মেয়ের ইচ্ছে পূরণ করতে কতদূর পর্যন্ত যেতে পারেন।'' Photo Courtesy:SVF
শ্রাবন্তী সৃজিতের ভাষায়, '' উমা আমার মনের খুব কাছের একটি চরিত্র। সারাও! এটা ওর প্রথম ছবি। ট্রেলার দেখেই দর্শকের কাছে স্পষ্ট--একজন বাবা তার মেয়ের ইচ্ছে পূরণ করতে কতদূর পর্যন্ত যেতে পারেন।'' Photo Courtesy:SVF
advertisement
advertisement
advertisement