বাংলা টেলিভিশনে বিগত বেশ কয়েক সপ্তাহের মত এই সপ্তাহেও তোলপাড় করেছে জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলি একদিকে স্বামীর ভালবাসা তো অন্যদিকে সংসারের টানাপোড়েন শ্যামাকে এনে দিয়েছে এক নতুন অভিজ্ঞতার সামনে ৷ এই সপ্তাহে সিএস ১৫ প্লাস শহরের দর্শকদের কাছে অন্যবারের মত প্রিয় তালিকাতেই আছে কৃষ্ণকলি, তবে এবারের টিভিআর ১১.১ ৷ সংগৃহীত ছবি ৷
করুণাময়ী রাসমণির জীবনের সংসারের এক্কাদোক্কা সামলে সামাজিক পরিচিতির মাঝেই উত্তীর্ণ হয়েছে নতুন এক পরিচয়ে ৷ দর্শকদের পছন্দের তালিকায় এই সপ্তাহের দ্বিতীয় নম্বরে রয়েছে করুণাময়ী রাণী রাসমণি ৷ এই সপ্তাহে সিএস ১৫ প্লাস শহরের দর্শকদের কাছে অন্যবারের মত প্রিয় তালিকাতেই আছেন সকলের প্রিয় রানিমা ৷ এবারের টিভিআর ৯.৬ ৷ সংগৃহীত ছবি ৷