Lalit Modi Posts Intimate Pics With Sushmita Sen|| 'জীবনের নতুন অধ্যায় শুরু', ললিত মোদির বাহুডোরে 'বেটার হাফ' সুস্মিতা সেন! তোলপাড় নেটদুনিয়া...

Last Updated:
Lalit Modi Posts Intimate Pics With Sushmita Sen: বিয়ে করলেন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন (Sushmita Sen)? বৃহস্পতিবার প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতার সঙ্গে ললিত মোদির ঘনিষ্ঠ ছবি এবং তার সঙ্গে লেখা ক্যাপশন সামনে আসতেই চমকে উঠেছিল নেটদুনিয়া।
1/6
*বিয়ে করলেন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন (Sushmita Sen)? বৃহস্পতিবার প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতার সঙ্গে ললিত মোদির ঘনিষ্ঠ ছবি এবং তার সঙ্গে লেখা ক্যাপশন সামনে আসতেই চমকে উঠেছিল নেটদুনিয়া। ছবি: ট্যুইটার। 
*বিয়ে করলেন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন (Sushmita Sen)? বৃহস্পতিবার প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতার সঙ্গে ললিত মোদির ঘনিষ্ঠ ছবি এবং তার সঙ্গে লেখা ক্যাপশন সামনে আসতেই চমকে উঠেছিল নেটদুনিয়া। ছবি: ট্যুইটার। 
advertisement
2/6
*তবে কিছুক্ষণের মধ্যেই ললিত মোদি নিজেই সেই ভুল ভাঙিয়েছেন। জানিয়েছেন, বিয়ে করেননি তাঁরা। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দু'জনে। অর্থাৎ প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছেন। 
*তবে কিছুক্ষণের মধ্যেই ললিত মোদি নিজেই সেই ভুল ভাঙিয়েছেন। জানিয়েছেন, বিয়ে করেননি তাঁরা। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দু'জনে। অর্থাৎ প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছেন। 
advertisement
3/6
*সুস্মিতা সেনের সঙ্গে বেশকিছু ছবি দিয়ে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী লেখেন, 'অর্ধাঙ্গিনী'। শুরু হয়ে যায় ব্যাপক চর্চা।
*সুস্মিতা সেনের সঙ্গে বেশকিছু ছবি দিয়ে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী লেখেন, 'অর্ধাঙ্গিনী'। শুরু হয়ে যায় ব্যাপক চর্চা।
advertisement
4/6
*কিন্তু কিছুক্ষণের মধ্যেই ললিত মোদি ফের লেখেন তাঁরা বিয়ে করেননি। নতুন জীবনের শুরু করেছেন।
*কিন্তু কিছুক্ষণের মধ্যেই ললিত মোদি ফের লেখেন তাঁরা বিয়ে করেননি। নতুন জীবনের শুরু করেছেন।
advertisement
5/6
*বৃহস্পতিবার ললিত মোদি লিখেছেন, পরিবারের সঙ্গে গ্লোবাল ট্যুর এবং মলদ্বীপ ঘুরে সবেমাত্র লন্ডন ফিরেছি। সুস্মিতা, আমার অর্ধাঙ্গিনী। অবশেষে নতুন জীবনের শুরু।
*বৃহস্পতিবার ললিত মোদি লিখেছেন, পরিবারের সঙ্গে গ্লোবাল ট্যুর এবং মলদ্বীপ ঘুরে সবেমাত্র লন্ডন ফিরেছি। সুস্মিতা, আমার অর্ধাঙ্গিনী। অবশেষে নতুন জীবনের শুরু।
advertisement
6/6
*প্রসঙ্গত, গত মাসেই রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের খবর জানিয়েছিলেন বঙ্গ ললনা সুস্মিতা।
*প্রসঙ্গত, গত মাসেই রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের খবর জানিয়েছিলেন বঙ্গ ললনা সুস্মিতা।
advertisement
advertisement
advertisement