বেবি বাম্প নিয়েই শো-স্টপার করিনা, দেখুন ছবি

Last Updated:
নিজের প্রেগনেন্সি নিয়ে কখনই কোনওরকম লুকনো-চুরনোতে নেই করিনা কাপুর ৷ বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে ঘুরেও বেড়াচ্ছেন করিনা কাপুর খান ৷
1/4
নিজের প্রেগনেন্সি নিয়ে কখনই কোনওরকম লুকনো-চুরনোতে নেই করিনা কাপুর ৷ বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে ঘুরেও বেড়াচ্ছেন করিনা কাপুর খান ৷ এমনকী, বিজ্ঞাপনের শ্যুটিং থেকে সিনেমার শ্যুটিং সবেতেই রয়েছেন করিনা ৷ আর এবার ল্যাকমে ফ্যাশন উইকের গ্র্যান্ড ফিনালেতে ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের শোতে শো স্টপার হলেন করিনা !
নিজের প্রেগনেন্সি নিয়ে কখনই কোনওরকম লুকনো-চুরনোতে নেই করিনা কাপুর ৷ বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে ঘুরেও বেড়াচ্ছেন করিনা কাপুর খান ৷ এমনকী, বিজ্ঞাপনের শ্যুটিং থেকে সিনেমার শ্যুটিং সবেতেই রয়েছেন করিনা ৷ আর এবার ল্যাকমে ফ্যাশন উইকের গ্র্যান্ড ফিনালেতে ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের শোতে শো স্টপার হলেন করিনা !
advertisement
2/4
সোনালি রঙের লহেঙ্গায় দেখআ গেল করিনা কাপুর খানকে ৷ গোটা লহেঙ্গায় সোনালি জড়ির কাজ ৷ পোশাকের সঙ্গে তাল মিলিয়ে ভারী জরোয়া গয়না ৷
সোনালি রঙের লহেঙ্গায় দেখআ গেল করিনা কাপুর খানকে ৷ গোটা লহেঙ্গায় সোনালি জড়ির কাজ ৷ পোশাকের সঙ্গে তাল মিলিয়ে ভারী জরোয়া গয়না ৷
advertisement
3/4
ল্যাকমে ফ্যাশন উইকের শেষ দিনে সব্যসাচীর শো একেবারেই ছিল নবাবী ঢঙের ৷ ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছিল স্টেজ ৷ আর তারই মধ্যে দিয়ে হেঁটে আসছিলেন করিনা কাপুর ৷
ল্যাকমে ফ্যাশন উইকের শেষ দিনে সব্যসাচীর শো একেবারেই ছিল নবাবী ঢঙের ৷ ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছিল স্টেজ ৷ আর তারই মধ্যে দিয়ে হেঁটে আসছিলেন করিনা কাপুর ৷
advertisement
4/4
শোয়ের পর সাংবাদিক বৈঠকে করিনা স্পষ্টই জানালেন, আমি খুব ভালো আছি ৷ কেরিয়ার, মাতৃত্ব নিয়ে ৷ খুব শীঘ্রই শুরু হবে বীর দি ওয়েডিংয়ের শ্যুটিং ৷
শোয়ের পর সাংবাদিক বৈঠকে করিনা স্পষ্টই জানালেন, আমি খুব ভালো আছি ৷ কেরিয়ার, মাতৃত্ব নিয়ে ৷ খুব শীঘ্রই শুরু হবে বীর দি ওয়েডিংয়ের শ্যুটিং ৷
advertisement
advertisement
advertisement