Koushani Mukherjee: বলিউড নয়! টলিকন্যা কৌশানীর মলদ্বীপ ভ্রমণ, বিকিনিতে উষ্ণ জলকেলী অভিনেত্রীর

Last Updated:
Koushani Mukherjee : বয়ফ্রেন্ড তথা অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গেই মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন কৌশানী। আর সেখানেই গিয়ে তাপমাত্রা বাড়িয়ে দিলেন অভিনেত্রী।
1/8
হাজার ব্যস্ততায় একটু সময় পেলেই বেড়াতে যাওয়ার মতো আর কী আছে। অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ও ছুটি কাটাতে গেলেন মলদ্বীপে।
হাজার ব্যস্ততায় একটু সময় পেলেই বেড়াতে যাওয়ার মতো আর কী আছে। অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ও ছুটি কাটাতে গেলেন মলদ্বীপে।
advertisement
2/8
বয়ফ্রেন্ড তথা অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গেই মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন কৌশানী। আর সেখানেই গিয়ে তাপমাত্রা বাড়িয়ে দিলেন অভিনেত্রী।
বয়ফ্রেন্ড তথা অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গেই মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন কৌশানী। আর সেখানেই গিয়ে তাপমাত্রা বাড়িয়ে দিলেন অভিনেত্রী।
advertisement
3/8
সি-বিচের আদর্শ পোশাকই হল বিকিনি। আর সেটা যদি মলদ্বীপ হয় তা হলে তো কোনও কথাই নেই!
সি-বিচের আদর্শ পোশাকই হল বিকিনি। আর সেটা যদি মলদ্বীপ হয় তা হলে তো কোনও কথাই নেই!
advertisement
4/8
কৌশানীও মলদ্বীপে গিয়ে বিকিনি পরলেন। নীল জলের ধারে পারদ চড়ালেন অভিনেত্রী।
কৌশানীও মলদ্বীপে গিয়ে বিকিনি পরলেন। নীল জলের ধারে পারদ চড়ালেন অভিনেত্রী।
advertisement
5/8
কখনও পার্পল, কখনও ছাই রঙা বিকিনিতে ধরা দিলেন কৌশানী। একের পর এক ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে।
কখনও পার্পল, কখনও ছাই রঙা বিকিনিতে ধরা দিলেন কৌশানী। একের পর এক ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে।
advertisement
6/8
সমুদ্রের সামনেও স্যুইমিং পুল। সেই পুলে শান্তির ডুব। আর সঙ্গে ফ্লোটিং ব্রেকফাস্ট খেলেন কৌশানী।
সমুদ্রের সামনেও স্যুইমিং পুল। সেই পুলে শান্তির ডুব। আর সঙ্গে ফ্লোটিং ব্রেকফাস্ট খেলেন কৌশানী।
advertisement
7/8
শ্যুটিংয়ের ব্যস্ততা থেকে বহু দূরে। সান বাথ নিতে মন দিয়েছেন কৌশানী।
শ্যুটিংয়ের ব্যস্ততা থেকে বহু দূরে। সান বাথ নিতে মন দিয়েছেন কৌশানী।
advertisement
8/8
তবে নায়িকার এত সুন্দর সব ছবি তুলে দিয়েছেন বনিই। আর তাই দেখে নেটিজেনরা মুগ্ধ।
তবে নায়িকার এত সুন্দর সব ছবি তুলে দিয়েছেন বনিই। আর তাই দেখে নেটিজেনরা মুগ্ধ।
advertisement
advertisement
advertisement