Kishore Kumar Birth Anniversary: জল থইথই করবে সব ঘরে, থাকবে একটা নৌকা! এমন বাড়ি আর বানানো হয়নি কিশোর কুমারের

Last Updated:
Kishore Kumar Birth Anniversary: 'কিশোর কুমার হইতে সাবধান'। বাড়ির বাইরে টাঙানো থাকত এমন বোর্ড।
1/6
নিজের শর্তে বাঁচতেন তিনি। যেদিন মেজাজে থাকতেন, একবারেই রেকর্ড করে দিতেন কঠিন সুরের গান। আর মেজাজ বিগড়ে থাকলে কিশোর কুমারকে দিয়ে গান গাইয়ে নেওয়ার সাধ্য কারও ছিল না।
নিজের শর্তে বাঁচতেন তিনি। যেদিন মেজাজে থাকতেন, একবারেই রেকর্ড করে দিতেন কঠিন সুরের গান। আর মেজাজ বিগড়ে থাকলে কিশোর কুমারকে দিয়ে গান গাইয়ে নেওয়ার সাধ্য কারও ছিল না।
advertisement
2/6
অনেকে তাঁকে বলত খামখেয়ালি। কেউ বলত, নিজের মেজাজে চলেন। কিশোর কুমারের মনে কখন কী চলত, বোঝা মুশকিল ছিল। আজ তাঁর জন্মবার্ষিকী। কোটি কোটি মানুষের মনে তিনি আজও অমর। তাঁর গান, তাঁর গায়েকি, চালচলন, জীবন-যাপন, মেজাজ, এসব নিয়ে বলতে বসলে রাত পেরিয়ে যাবে। তিনি কিংবদন্তি। গানের জগতে তিনি অমর, অক্ষয় ধ্রুবতারা।
অনেকে তাঁকে বলত খামখেয়ালি। কেউ বলত, নিজের মেজাজে চলেন। কিশোর কুমারের মনে কখন কী চলত, বোঝা মুশকিল ছিল। আজ তাঁর জন্মবার্ষিকী। কোটি কোটি মানুষের মনে তিনি আজও অমর। তাঁর গান, তাঁর গায়েকি, চালচলন, জীবন-যাপন, মেজাজ, এসব নিয়ে বলতে বসলে রাত পেরিয়ে যাবে। তিনি কিংবদন্তি। গানের জগতে তিনি অমর, অক্ষয় ধ্রুবতারা।
advertisement
3/6
স্বপ্নে যেমন দেখতেন, ঠিক তেমনই একখানা বাড়ি বানাতে চেয়েছিলেন কিশোর কুমার। সেই বাড়ির প্রতিটা ঘর ভরা থাকবে জলে। আর তাঁর শোওয়ার ঘরের খাটের সামনে থাকবে একটা নৌকা। সেই নৌকায় চেপে তিনি যাবেন ডাউনিং রুমে। এমন বাড়ি বানানোর জন্য নাকি কিশোর কুমার একজন আর্কিটেক্ট-এর খোঁজও করেছিলেন। কিন্তু শেষমেশ তা আর হয়ে ওঠেনি।
স্বপ্নে যেমন দেখতেন, ঠিক তেমনই একখানা বাড়ি বানাতে চেয়েছিলেন কিশোর কুমার। সেই বাড়ির প্রতিটা ঘর ভরা থাকবে জলে। আর তাঁর শোওয়ার ঘরের খাটের সামনে থাকবে একটা নৌকা। সেই নৌকায় চেপে তিনি যাবেন ডাউনিং রুমে। এমন বাড়ি বানানোর জন্য নাকি কিশোর কুমার একজন আর্কিটেক্ট-এর খোঁজও করেছিলেন। কিন্তু শেষমেশ তা আর হয়ে ওঠেনি।
advertisement
4/6
কিশোর কুমার হইতে সাবধান। এমনই লেখা একটি বোর্ড টাঙানো ছিল তাঁর বাড়ির সামনে। একবার চলচিত্র পরিচালক এইচএস রাওয়াল এসেছিলেন কিশোর কুমারের বাড়িতে। কথাবার্তার পর রাওয়াল যখন বেরিয়ে যাচ্ছেন, তখন তাঁর হাত কামড়ে দেন কিশোর কুমার। রাওয়াল কারণ জানতে চাইলে তিনি বলেন, বাড়ির বাইরে টাঙানো বোর্ড দেখে আসা উচিত ছিল তাঁর।
কিশোর কুমার হইতে সাবধান। এমনই লেখা একটি বোর্ড টাঙানো ছিল তাঁর বাড়ির সামনে। একবার চলচিত্র পরিচালক এইচএস রাওয়াল এসেছিলেন কিশোর কুমারের বাড়িতে। কথাবার্তার পর রাওয়াল যখন বেরিয়ে যাচ্ছেন, তখন তাঁর হাত কামড়ে দেন কিশোর কুমার। রাওয়াল কারণ জানতে চাইলে তিনি বলেন, বাড়ির বাইরে টাঙানো বোর্ড দেখে আসা উচিত ছিল তাঁর।
advertisement
5/6
অসাধারণ প্রতিভা ছিল তাঁর। পুরুষ ও নারী, দুরকম কন্ঠেই গাইতে পারতেন কিশোর কুমার। ১৯৬২ সালে হাফ টিকিট সিনেমার গান আকে সিধি লগি দিল পে জ্যায়সি গানটি তিনি দুই কন্ঠে গেয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে।
অসাধারণ প্রতিভা ছিল তাঁর। পুরুষ ও নারী, দুরকম কন্ঠেই গাইতে পারতেন কিশোর কুমার। ১৯৬২ সালে হাফ টিকিট সিনেমার গান আকে সিধি লগি দিল পে জ্যায়সি গানটি তিনি দুই কন্ঠে গেয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে।
advertisement
6/6
হাফ টিকিট সিনেমার সেই গানটি গাওয়ার কথা ছিল লতা মঙ্গেশকরের। কিন্তু কোনও কারণে তিনি সেটি গাইতে পারেননি। কিশোর কুমার প্রথম টেক-এ গানটি পুরুষ ও নারী কন্ঠে রেকর্ড করেন। গানটি সুপারহিট হয়েছিল সেই সময়।
হাফ টিকিট সিনেমার সেই গানটি গাওয়ার কথা ছিল লতা মঙ্গেশকরের। কিন্তু কোনও কারণে তিনি সেটি গাইতে পারেননি। কিশোর কুমার প্রথম টেক-এ গানটি পুরুষ ও নারী কন্ঠে রেকর্ড করেন। গানটি সুপারহিট হয়েছিল সেই সময়।
advertisement
advertisement
advertisement