

১৯৫৬ এর পরে আবারও সেই অপুকে দেখা যাবে পর্দায়।এই ছবিতে তাঁর সঙ্গে থাকবে তাঁর ৬ বছরের ছোট ছেলে কাজল। বাবা পুত্রের সম্পর্কের স্নিগ্ধতা এবং মায়া গোটা ছবিতে সুন্দর করে ফ্রেমের মাধ্যমে বুনেছেন পরিচালক।


সত্যজিৎ রায়ের পরিচালিত অপু ট্রিলোজির আগের তিনটি ছবির কথা মাথায় রেখেেই এই ছবিও হয়েছে সাদা কালোতে। অর্জুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, দিতিপ্রিয়া রায় সোহাগ সেন, বরুন চাঁদা, তনুশ্রী শঙ্করের মতন অভিনেতাদের দেখা যাবে 'অভিযাত্রিক' এ।


"এই ছবিতে কাজ করতে পেরে আমি সত্যি আনন্দিত।এই ছবির রিসার্চ এবং স্ক্রিপ্টিং অপুকে যেন আরও জীবন্ত করে তুলেছে এই ছবিতে। এই চরিত্র যে কোনও অভিনেতার কাছে লোভনীয়। আমি লাকি যে এই চরিত্রের জন্য আমাকে বেছে নেওয়া হয়েছে" জানান অর্জুন চক্রবর্তী।


পরিচালক শুভ্রজিৎ মিত্র জানান "বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের উপন্যাস 'অপরাজিত'র শেষ ১৫০ পাতার যেভাবে গল্প পরিপূর্ণতা পায় সেই গল্পই আমি তুলে ধরেছি আমার এই ছবিতে। পিরিয়ড ফিল্ম হওয়ার কারণ বিস্তর রিসার্চ করতে হয়েছে ঠিকি এবং তার ছাপ যে আমরা ছবিতে রাখতে পেরেছি সেটাই আমার কাছে বড় প্রাপ্তি।"


ছবির সঙ্গীত করেছেন বিক্রম ঘোষ এবং পোশাকের দায়িত্বে ছিলেন অগ্নিমিত্রা পল।পিরিয়ড ফিল্ম হওয়ার কারণে সঙ্গীত এবং পোশাজ করাটা ছিল বেশ চ্যালেঞ্জিং। এই বছর অনুষ্ঠিত iffi তেও এই ছবি প্যানোরমা সেকশনে নর্বাচিত ।তার আগে ২৬ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আগামী ১১ ও ১৩ তারিখ দেখানো হবে 'অভিযাত্রিক'।আগামী বেশ কিছু ফেস্টিভাল ঘুরে, করোনা পরিস্থিতি দেখে তবেই এই ছবি মুক্তির সিদ্ধান্ত নেবেন প্রযোজক।