Sidharth Malhotra-Kiara Advani: বিয়ের বছর না ঘুরতেই সুখবর! অন্তঃসত্ত্বা কিয়ারা? নয়া অধ্যায় নিয়ে তোলপাড় চারদিক

Last Updated:
Sidharth Malhotra-Kiara Advani: কিয়ারার পোশাক দেখেই মাথচাড়া দিয়ে ওঠে গুঞ্জন। ছবিতে অভিনেত্রীর পেটের তলদেশ খানিক স্ফীত দেখতে লাগে। আর তা দেখেই নেটিজেনদের একাংশ ধরে নেন, মা হতে চলেছেন অভিনেত্রী।
1/5
বিয়ের বছর ঘোরেনি এখনও। নতুন সংসার সাজিয়েছেন সবে। কাজ আর পরিবারকে দিন কাটছে তাঁদের। সিদ্ধার্থ মালহোত্র এবং কিয়ারা আডবাণীর।
বিয়ের বছর ঘোরেনি এখনও। নতুন সংসার সাজিয়েছেন সবে। কাজ আর পরিবারকে দিন কাটছে তাঁদের। সিদ্ধার্থ মালহোত্র এবং কিয়ারা আডবাণীর।
advertisement
2/5
ইতিমধ্যেই কিয়ারার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে তোলপাড় চারদিক। সম্প্রতি ছবির প্রচারের জন্য কার্তিক আরিয়ানের সঙ্গে জয়পুরে উড়ে গিয়েছেন কিয়ারা। সেখানেই তাঁকে দেখে এই জল্পনার সূত্রপাত।
ইতিমধ্যেই কিয়ারার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে তোলপাড় চারদিক। সম্প্রতি ছবির প্রচারের জন্য কার্তিক আরিয়ানের সঙ্গে জয়পুরে উড়ে গিয়েছেন কিয়ারা। সেখানেই তাঁকে দেখে এই জল্পনার সূত্রপাত।
advertisement
3/5
প্রচারে একটি কমলা ব্রালেটের সঙ্গে রং মিলিয়ে ব্লেজার এবং ট্রাউজার্স পরেছিলেন অভিনেত্রী। আর তাঁর সেই পোশাক দেখেই মাথচাড়া দিয়ে ওঠে গুঞ্জন। ছবিতে অভিনেত্রীর পেটের তলদেশ খানিক স্ফীত দেখতে লাগে। আর তা দেখেই নেটিজেনদের একাংশ ধরে নেন, মা হতে চলেছেন কিয়ারা।
প্রচারে একটি কমলা ব্রালেটের সঙ্গে রং মিলিয়ে ব্লেজার এবং ট্রাউজার্স পরেছিলেন অভিনেত্রী। আর তাঁর সেই পোশাক দেখেই মাথচাড়া দিয়ে ওঠে গুঞ্জন। ছবিতে অভিনেত্রীর পেটের তলদেশ খানিক স্ফীত দেখতে লাগে। আর তা দেখেই নেটিজেনদের একাংশ ধরে নেন, মা হতে চলেছেন কিয়ারা।
advertisement
4/5
নেটমাধ্যমে জনৈক প্রশ্ন করেন, 'কিয়ারা কি মা হতে চলেছেন?' আবার অন্য জন মন্তব্য, 'আমি নিশ্চিত উনি মা হতে চলেছেন।' এক ব্যক্তির অনুমান, 'ছবি দেখে বেবি বাম্পই মনে হচ্ছে।' নেটিজেনদের একাংশ যদিও এ ধরনের গুঞ্জন না ছড়ানোর বার্তা দিয়েছে। তাঁদের মতে, কিয়ারা যদি অন্তঃসত্ত্বা হয়েও থাকেন, তা তিনি নিজেই জানাবেন। তা নিয়ে বৃথা জলঘোলার প্রয়োজন নেই।
নেটমাধ্যমে জনৈক প্রশ্ন করেন, 'কিয়ারা কি মা হতে চলেছেন?' আবার অন্য জন মন্তব্য, 'আমি নিশ্চিত উনি মা হতে চলেছেন।' এক ব্যক্তির অনুমান, 'ছবি দেখে বেবি বাম্পই মনে হচ্ছে।' নেটিজেনদের একাংশ যদিও এ ধরনের গুঞ্জন না ছড়ানোর বার্তা দিয়েছে। তাঁদের মতে, কিয়ারা যদি অন্তঃসত্ত্বা হয়েও থাকেন, তা তিনি নিজেই জানাবেন। তা নিয়ে বৃথা জলঘোলার প্রয়োজন নেই।
advertisement
5/5
একসঙ্গে কাজ করতে গিয়ে সিদ্ধার্থ-কিয়ারার আলাপ। আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। চলতি বছরের ফেব্রুয়ারিতে সাতপাক ঘোরেন তাঁরা।
একসঙ্গে কাজ করতে গিয়ে সিদ্ধার্থ-কিয়ারার আলাপ। আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। চলতি বছরের ফেব্রুয়ারিতে সাতপাক ঘোরেন তাঁরা।
advertisement
advertisement
advertisement