Sidharth Malhotra-Kiara Advani: বিয়ের বছর না ঘুরতেই সুখবর! অন্তঃসত্ত্বা কিয়ারা? নয়া অধ্যায় নিয়ে তোলপাড় চারদিক
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Sidharth Malhotra-Kiara Advani: কিয়ারার পোশাক দেখেই মাথচাড়া দিয়ে ওঠে গুঞ্জন। ছবিতে অভিনেত্রীর পেটের তলদেশ খানিক স্ফীত দেখতে লাগে। আর তা দেখেই নেটিজেনদের একাংশ ধরে নেন, মা হতে চলেছেন অভিনেত্রী।
advertisement
advertisement
advertisement
নেটমাধ্যমে জনৈক প্রশ্ন করেন, 'কিয়ারা কি মা হতে চলেছেন?' আবার অন্য জন মন্তব্য, 'আমি নিশ্চিত উনি মা হতে চলেছেন।' এক ব্যক্তির অনুমান, 'ছবি দেখে বেবি বাম্পই মনে হচ্ছে।' নেটিজেনদের একাংশ যদিও এ ধরনের গুঞ্জন না ছড়ানোর বার্তা দিয়েছে। তাঁদের মতে, কিয়ারা যদি অন্তঃসত্ত্বা হয়েও থাকেন, তা তিনি নিজেই জানাবেন। তা নিয়ে বৃথা জলঘোলার প্রয়োজন নেই।
advertisement