লিও হল আগুন, ক্যাপ্রিকর্ন হল ভূমি। এই দুই রাশি একজোট হলে সম্পর্ক ভাঙার ঝুঁকিও থাকে। কিন্তু সততা এবং নিষ্ঠার উপর ভর করে তাঁরা সারা জীবন একসঙ্গে সুখে সংসার করতে পারবেন। সম্ভবত সিদ্ধার্থ আর কিয়ারাও এমনই ভাবে দাম্পত্যে রং নিয়ে আসবেন। ঠিক যেমন ভাবে এত বছর নিজেদের প্রেমের প্রতি নিষ্ঠাবান ছিলেন তাঁরা।