Kiara Advani-Sidharth Malhotra Wedding: বিয়ের পর সিদ্ধার্থ-কিয়ারার হ্যাপি এন্ডিং? নাকি বিচ্ছেদ! রাশি মিলিয়ে দেখা যাক

Last Updated:
Kiara Advani-Sidharth Malhotra Wedding: সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর বিয়ে বলে কথা! সাজো সাজো রব উঠেছে রাজস্থানে। বলিউড পাবে নতুন তারকা দম্পতি। কিন্তু বিয়ের পর তাঁদের সংসারে সুখ শান্তি বজায় থাকবে তো?
1/5
আর কয়েক ঘণ্টার মধ্যে সানাইয়ের সুর শোনা যাবে সূর্যগড় প্যালেস থেকে। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর বিয়ে বলে কথা! সাজো সাজো রব উঠেছে রাজস্থানে। বলিউড পাবে নতুন তারকা দম্পতি। কিন্তু বিয়ের পর তাঁদের সংসারে সুখ শান্তি বজায় থাকবে তো?
আর কয়েক ঘণ্টার মধ্যে সানাইয়ের সুর শোনা যাবে সূর্যগড় প্যালেস থেকে। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর বিয়ে বলে কথা! সাজো সাজো রব উঠেছে রাজস্থানে। বলিউড পাবে নতুন তারকা দম্পতি। কিন্তু বিয়ের পর তাঁদের সংসারে সুখ শান্তি বজায় থাকবে তো?
advertisement
2/5
রাশি মিলিয়ে দেখা যাক, তাঁদের বৈবাহিক জীবনও সিনেমার মতো রোমান্টিক হবে নাকি বিবাদে ভরে উঠবে? কিয়াষ্যতরার জন্মদিন ৩১ জুলাই, অর্থাৎ তিনি লিও। সিদ্ধার্থ জন্মেছেন ১৬ জানুয়ারি, অর্থাৎ তাঁর রাশি ক্যাপ্রিকর্ন।
রাশি মিলিয়ে দেখা যাক, তাঁদের বৈবাহিক জীবনও সিনেমার মতো রোমান্টিক হবে নাকি বিবাদে ভরে উঠবে? কিয়াষ্যতরার জন্মদিন ৩১ জুলাই, অর্থাৎ তিনি লিও। সিদ্ধার্থ জন্মেছেন ১৬ জানুয়ারি, অর্থাৎ তাঁর রাশি ক্যাপ্রিকর্ন।
advertisement
3/5
কিয়ারা চিহ্নিত হন সিংহ দিয়ে। এই রাশির নারীরা অত্যন্ত সাহসী এবং বিশ্বাসী। রোমাঞ্চ পছন্দ করেন তিনি। ঝুঁকি নেওয়ার ক্ষমতা রয়েছে লিও নারীদের। এমন নারীদের জন্য সিদ্ধার্থের মতো পুরুষই দরকার, যাঁর সঙ্গে থাকলে কিয়ারা আরও ঝলমলিয়ে উঠবেন ভবিষ্যতে।
কিয়ারা চিহ্নিত হন সিংহ দিয়ে। এই রাশির নারীরা অত্যন্ত সাহসী এবং বিশ্বাসী। রোমাঞ্চ পছন্দ করেন তিনি। ঝুঁকি নেওয়ার ক্ষমতা রয়েছে লিও নারীদের। এমন নারীদের জন্য সিদ্ধার্থের মতো পুরুষই দরকার, যাঁর সঙ্গে থাকলে কিয়ারা আরও ঝলমলিয়ে উঠবেন ভবিষ্যতে।
advertisement
4/5
অন্যদিকে ক্যাপ্রিকর্ন পুরুষেরা খুবই পরিশ্রমী এবং ভবিষ্যৎ নিয়ে দূরদর্শী। সম্পর্কের প্রতি খুবই নিষ্ঠাবান। এই রাশির পুরুষেরা তাঁদের সঙ্গীর সমস্ত কাজে এবং সিদ্ধান্তে সঙ্গ দেন। সঙ্গীর সবথেকে বড় চিয়ারলিডার।
অন্যদিকে ক্যাপ্রিকর্ন পুরুষেরা খুবই পরিশ্রমী এবং ভবিষ্যৎ নিয়ে দূরদর্শী। সম্পর্কের প্রতি খুবই নিষ্ঠাবান। এই রাশির পুরুষেরা তাঁদের সঙ্গীর সমস্ত কাজে এবং সিদ্ধান্তে সঙ্গ দেন। সঙ্গীর সবথেকে বড় চিয়ারলিডার।
advertisement
5/5
লিও হল আগুন, ক্যাপ্রিকর্ন হল ভূমি। এই দুই রাশি একজোট হলে সম্পর্ক ভাঙার ঝুঁকিও থাকে। কিন্তু সততা এবং নিষ্ঠার উপর ভর করে তাঁরা সারা জীবন একসঙ্গে সুখে সংসার করতে পারবেন। সম্ভবত সিদ্ধার্থ আর কিয়ারাও এমনই ভাবে দাম্পত্যে রং নিয়ে আসবেন। ঠিক যেমন ভাবে এত বছর নিজেদের প্রেমের প্রতি নিষ্ঠাবান ছিলেন তাঁরা।
লিও হল আগুন, ক্যাপ্রিকর্ন হল ভূমি। এই দুই রাশি একজোট হলে সম্পর্ক ভাঙার ঝুঁকিও থাকে। কিন্তু সততা এবং নিষ্ঠার উপর ভর করে তাঁরা সারা জীবন একসঙ্গে সুখে সংসার করতে পারবেন। সম্ভবত সিদ্ধার্থ আর কিয়ারাও এমনই ভাবে দাম্পত্যে রং নিয়ে আসবেন। ঠিক যেমন ভাবে এত বছর নিজেদের প্রেমের প্রতি নিষ্ঠাবান ছিলেন তাঁরা।
advertisement
advertisement
advertisement