কিয়ারা আডবানি। আগামী ৯ নভেম্বর অক্ষয় কুমারের সঙ্গে তাঁর ছবি 'লক্ষ্মী' মুক্তি পাচ্ছে ডিসনি হটস্টারে।
এর আগে অক্ষয়ের সঙ্গে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে 'গুড নিউজ' ছবিতে।
কিয়ারার একটি বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি টুইঙ্কল খান্নার অনলাইন শোতে দেখা যায় কিয়ারাকে।
সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল জীবনে কোন তিনটে জিনিসকে তিনি সেক্স বা যৌনতার আগে প্রাধান্য দেবেন।
কিয়ারা জানান, পিজা, শপিং এবং ভালো সিনেমা দেখা। এই তিনটের পর বাকি কিছু নিয়ে ভাববেন তিনি।
...