Kiara Advani and Sidharth Malhotra || Holi 2023: বিয়ের পর প্রথম দোল! সকলকে তাক লাগিয়ে অভিনব উপায়ে শুভেচ্ছা জানালেন সিড-কিয়ারা

Last Updated:
৭ মার্চ তাঁদের বিয়ের ঠিক একমাস পর দোলের দিন গায়ে হলুদের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে সিদ্ধার্থকে ট্যাগ করেছেন কিয়ারা। সেখানে লিখেছেন 'হ্যাপি হোলি ফ্রম মি অ্যান্ড মাই লাভ টু ইওর্স"। রং মেখে নয়। বরং গায়ে হলুদের ছবি শেয়ার করে অনুরাগীদের হোলির শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
1/7
বহু দিনের গুঞ্জনকে সত্যি করে প্রেমের মাসে সাতপাকে বাঁধা পড়েছিলেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছিল তাঁদের বিয়ের আয়োজন। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৭ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি।  তাঁদের সেই বিশেষ মুহূর্তের ছবি সেদিন সন্ধ্যায় শেয়ার করে নেন নেটমাধ্য়মে।
বহু দিনের গুঞ্জনকে সত্যি করে প্রেমের মাসে সাতপাকে বাঁধা পড়েছিলেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছিল তাঁদের বিয়ের আয়োজন। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৭ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তাঁদের সেই বিশেষ মুহূর্তের ছবি সেদিন সন্ধ্যায় শেয়ার করে নেন নেটমাধ্য়মে।
advertisement
2/7
তারপর একে একে প্রকাশ পেতে থাকে তাঁদের বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি এবং ভিডিও। ৭ মার্চ তাঁদের বিয়ের ঠিক একমাস পর দোলের দিন গায়ে হলুদের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে সিদ্ধার্থকে ট্যাগ করেছেন কিয়ারা।  সেখানে লিখেছেন 'হ্যাপি হোলি ফ্রম মি অ্যান্ড মাই লাভ টু ইওর্স"। রং মেখে নয়। বরং গায়ে হলুদের ছবি শেয়ার করে অনুরাগীদের হোলির শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
তারপর একে একে প্রকাশ পেতে থাকে তাঁদের বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি এবং ভিডিও। ৭ মার্চ তাঁদের বিয়ের ঠিক একমাস পর দোলের দিন গায়ে হলুদের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে সিদ্ধার্থকে ট্যাগ করেছেন কিয়ারা। সেখানে লিখেছেন 'হ্যাপি হোলি ফ্রম মি অ্যান্ড মাই লাভ টু ইওর্স"। রং মেখে নয়। বরং গায়ে হলুদের ছবি শেয়ার করে অনুরাগীদের হোলির শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
advertisement
3/7
কিয়ারার অভিনব এই হোলির শুভেচ্ছাবার্তা দেখে মুগ্ধ নেটিজেনরা।
কিয়ারার অভিনব এই হোলির শুভেচ্ছাবার্তা দেখে মুগ্ধ নেটিজেনরা।
advertisement
4/7
৭ই ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় প্যালেসে গাঁটছড়া বেঁধেছিলেন 'শেরশাহ' খ্যাত এই বলি-দম্পতি। বহু মানুষের ভালবাসা ও শুভেচ্ছা বার্তা পেয়েছিলেন। আজ আবার নতুন করে তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অনুরাগীরা।
৭ই ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় প্যালেসে গাঁটছড়া বেঁধেছিলেন 'শেরশাহ' খ্যাত এই বলি-দম্পতি। বহু মানুষের ভালবাসা ও শুভেচ্ছা বার্তা পেয়েছিলেন। আজ আবার নতুন করে তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অনুরাগীরা।
advertisement
5/7
কমলা রঙের কুর্তি, হাতে ফুলের চুড়ি, কানে ফুলের দুল, ছোট্ট লাল টিপ- সব মিলিয়ে হালকা সাজে স্নিগ্ধ কিয়ারা। পাশে রং মিলিয়ে কমলা কুর্তায় সিদ্ধার্থ।  যেন একেবারে 'মেড ফর ইচ আদার'। দু'জনের মুখেই উজ্জ্বল হাসি।
কমলা রঙের কুর্তি, হাতে ফুলের চুড়ি, কানে ফুলের দুল, ছোট্ট লাল টিপ- সব মিলিয়ে হালকা সাজে স্নিগ্ধ কিয়ারা। পাশে রং মিলিয়ে কমলা কুর্তায় সিদ্ধার্থ। যেন একেবারে 'মেড ফর ইচ আদার'। দু'জনের মুখেই উজ্জ্বল হাসি।
advertisement
6/7
এক রাশ মুগ্ধতা নিয়ে একে অপরের দিকে তাকিয়ে আছেন  কিয়ারা-সিদ্ধার্থ।
এক রাশ মুগ্ধতা নিয়ে একে অপরের দিকে তাকিয়ে আছেন কিয়ারা-সিদ্ধার্থ।
advertisement
7/7
ভালবেসে, যত্ন নিয়ে সিদ্ধার্থের মুখে হলুদ লাগিয়ে দিচ্ছেন কিয়ার।
ভালবেসে, যত্ন নিয়ে সিদ্ধার্থের মুখে হলুদ লাগিয়ে দিচ্ছেন কিয়ার।
advertisement
advertisement
advertisement