ওয়েবসাইট গ্ল্যামার সেশন সূত্রে পাওয়া খবরে সনু জানিয়েছেন তিনি খন ইন্ডাসট্রিতে এন্ট্রি নিয়েছিলেন তখন অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, ফিরোজ খান নায়ক হিসাবে অবসরের পথে ৷ তাঁদের ছেড়ে জায়গা নিতে সবে শুরু করেছে খান ব্রিগেড ৷ তাঁর শারীরিক উচ্চতার থেকে কম হাইটের ছিলেন শাহরুখ, সলমন ও আমির খান ৷ সোনুর উচ্চতা ৫'৮" ৷ তবে এটি নিছকই একটি হাস্যরস ছাড়া আর কিছুই নয় ৷ ছবি সংগৃহীত ৷