Kaushik-Churni: আজ ওঁরা বিখ্যাত, তবে লড়াই করতে দেখেছি অনেকটা, বাবা-মায়ের বিয়ে দেখল লক্ষ্মীছেলে
- Published by:Teesta Barman
Last Updated:
Kaushik-Churni: চূর্ণী লিখলেন, '৩০ বছর আগে এক অজানা জীবনের প্রতি নিজেকে উৎসর্গ করা। সে তখন স্কুল শিক্ষক, আমি স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেছি। সঙ্গে এল একটা বাড়ি, চলচ্চিত্রের আঙিনায় অনিশ্চিত জীবন এবং একটা ছোট্ট প্রাণ, উজান।'
advertisement
advertisement
advertisement
উজানের কথায়, "বাবা-মায়ের বিয়ে কেবল আমার জীবনের অর্থ নয়। ওঁদের বিয়ে মানে দু'জনকে বন্ধুকে পাওয়া। যে দুই বন্ধুর সঙ্গে একত্রবাস এবং একে অপরকে বোঝাপড়া। তাঁরা যেমন একে অপরকে খুঁজে পেয়েছেন, আমিও তাঁদের খুঁজে পেয়েছি বন্ধু হিসেবে। বাবা-মা, সন্তানের থেকেও বেশি বন্ধুত্বের বাঁধন রয়েছে এখানে। আর এটাই আমার পাওনা।"
advertisement
advertisement
advertisement
৩০ বছরের বিবাহবার্ষিকী উদযাপনে কৌশিক তাঁর এবং চূর্ণীর দুই বয়সের ছবি দিয়ে লিখলেন, 'যজ্ঞ থেকে যোগ্য হয়ে ওঠার ৩০ বছর পূর্ণ হল আজ।' চূর্ণীও তাঁদের বিয়ের ছবি দিয়ে লিখলেন, '৩০ বছর আগে এক অজানা জীবনের প্রতি নিজেকে উৎসর্গ করা। সে তখন স্কুল শিক্ষক, আমি স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেছি। এরই সঙ্গে এল একটা বাড়ি, চলচ্চিত্রের আঙিনায় অনিশ্চিত জীবন এবং একটা ছোট্ট প্রাণ, উজান।'