বিয়ের মণ্ডপে হঠাৎ ঝগড়া ভিকি-ক্যাটের দুই পরিবারে! চিৎকার শুনে হতবাক কনে, কী হয়েছিল

Last Updated:
বর-কনে বসে রয়েছেন সেজেগুজে। মহা আয়োজন! পুরোহিত মন্ত্রোচ্চারণ করছেন। এমনই সময়ে হঠাই চিৎকার শোনা গেল দূরে।
1/7
রাজস্থানের বারওয়ারা ফোর্টের সিক্স সেন্সের রিসর্টে বিলাসবহুল বিয়ে চলছে। বর-কনে বসে রয়েছেন সেজেগুজে। মহা আয়োজন! পুরোহিত মন্ত্রোচ্চারণ করছেন। এমনই সময়ে হঠাই চিৎকার শোনা গেল দূরে।
রাজস্থানের বারওয়ারা ফোর্টের সিক্স সেন্সের রিসর্টে বিলাসবহুল বিয়ে চলছে। বর-কনে বসে রয়েছেন সেজেগুজে। মহা আয়োজন! পুরোহিত মন্ত্রোচ্চারণ করছেন। এমনই সময়ে হঠাই চিৎকার শোনা গেল দূরে।
advertisement
2/7
কনে ঘুরে বসলেন। কী ব্যাপার? কনে দেখলেন, দুই পরিবারের মধ্যে বিশাল বিবাদ! বিয়ের দিনেই মণ্ডপে পাশে বর-কনের পরিবার দ্বন্দ্বে জড়াল?
কনে ঘুরে বসলেন। কী ব্যাপার? কনে দেখলেন, দুই পরিবারের মধ্যে বিশাল বিবাদ! বিয়ের দিনেই মণ্ডপে পাশে বর-কনের পরিবার দ্বন্দ্বে জড়াল?
advertisement
3/7
ঘটনাটি গত ৯ ডিসেম্বর ২০২১-এর। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে বলে কথা! কত গোপনীয়তাই তো বজায় রাখতে চেয়েছিলেন নিজেদের বিয়েতে! কিন্তু তাতে সফল হননি তাঁরা। বিয়ের আগে থেকেই অল্পবিস্তর খবর প্রকাশ্যে এসেছিল। তবে সম্প্রতি ক্যাট নিজেই 'দ্য কপিল শর্মা শো'তে এসে বিয়ের অন্দরমহলের কথা বলেন।
ঘটনাটি গত ৯ ডিসেম্বর ২০২১-এর। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে বলে কথা! কত গোপনীয়তাই তো বজায় রাখতে চেয়েছিলেন নিজেদের বিয়েতে! কিন্তু তাতে সফল হননি তাঁরা। বিয়ের আগে থেকেই অল্পবিস্তর খবর প্রকাশ্যে এসেছিল। তবে সম্প্রতি ক্যাট নিজেই 'দ্য কপিল শর্মা শো'তে এসে বিয়ের অন্দরমহলের কথা বলেন।
advertisement
4/7
তাঁদের বিয়ের সময়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় আচমকা। একদিকে ক্যাটরিনার সাত বোন এবং অন্য দিকে ভিকির বন্ধুরা। কী কারণ? পঞ্জাবি রীতির উল্লেখযোগ্য অঙ্গ বরের জুতো চুরি। আর সেই নিয়েই বিবাদে জড়ান তাঁরা।
তাঁদের বিয়ের সময়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় আচমকা। একদিকে ক্যাটরিনার সাত বোন এবং অন্য দিকে ভিকির বন্ধুরা। কী কারণ? পঞ্জাবি রীতির উল্লেখযোগ্য অঙ্গ বরের জুতো চুরি। আর সেই নিয়েই বিবাদে জড়ান তাঁরা।
advertisement
5/7
ক্যাটের বোনেরা ভিকির জুতো চুরি করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু ভকির বন্ধুরা সে জুতো খুঁজে ফেলেন। তার পর চলে জুতোজোড়া নিয়ে টানাটানি, চিৎকার, ঝগড়া!
ক্যাটের বোনেরা ভিকির জুতো চুরি করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু ভকির বন্ধুরা সে জুতো খুঁজে ফেলেন। তার পর চলে জুতোজোড়া নিয়ে টানাটানি, চিৎকার, ঝগড়া!
advertisement
6/7
ক্যাটরিনার কথায়, ''মুখ ঘুরিয়ে দেখি সবাই মিলে ঝগড়া করছে।'' অর্চনা পূরণ সিং তাঁকে প্রশ্ন করেন, ''বিবাদে কে জেতে শেষমেশ?'' নায়িকার উত্তর, ''আমি জানি না। খুব মন দিয়ে বিয়ে করছিলাম। ওখানে কী হল ওরাই জানে।'' ভিকি ঘরনির জবাবে হাসির রোল ওঠে মঞ্চে।
ক্যাটরিনার কথায়, ''মুখ ঘুরিয়ে দেখি সবাই মিলে ঝগড়া করছে।'' অর্চনা পূরণ সিং তাঁকে প্রশ্ন করেন, ''বিবাদে কে জেতে শেষমেশ?'' নায়িকার উত্তর, ''আমি জানি না। খুব মন দিয়ে বিয়ে করছিলাম। ওখানে কী হল ওরাই জানে।'' ভিকি ঘরনির জবাবে হাসির রোল ওঠে মঞ্চে।
advertisement
7/7
ক্যাট ক্যাটরিনারা সাত বোন এবং ভাই। তবে তাঁকে সব থেকে বেশি দেখা যায় ছোট বোন ইসাবেল কাইফের সঙ্গে। ইসাবেল ইতিমধ্যে দিদির সাহায্যে বলিউডেও পা রেখেছেন। বলি নায়ক পুলকিত সম্রাটের সঙ্গে 'সুস্বাগতম খুশামাবিদ' ছবিতে অভিনয়ও করেছেন মডেল। ইসাবেল এবং ক্যাটরিনার বয়সের পার্থক্য ৯ বছরের হলেও তাঁদের মধ্যে বন্ধুত্ব সব থেকে বেশি। বাকি বোনেরা এবং ভাই নিজের নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
ক্যাট ক্যাটরিনারা সাত বোন এবং ভাই। তবে তাঁকে সব থেকে বেশি দেখা যায় ছোট বোন ইসাবেল কাইফের সঙ্গে। ইসাবেল ইতিমধ্যে দিদির সাহায্যে বলিউডেও পা রেখেছেন। বলি নায়ক পুলকিত সম্রাটের সঙ্গে 'সুস্বাগতম খুশামাবিদ' ছবিতে অভিনয়ও করেছেন মডেল। ইসাবেল এবং ক্যাটরিনার বয়সের পার্থক্য ৯ বছরের হলেও তাঁদের মধ্যে বন্ধুত্ব সব থেকে বেশি। বাকি বোনেরা এবং ভাই নিজের নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
advertisement
advertisement
advertisement