বিয়ে হল সোমাশ্রী ভট্টাচার্যের। জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’-র ‘প্রসন্নময়ী’ বধূবেশে দেখা দিলেন বাস্তবে। মঙ্গলবার মধ্য রাতে শুভলগ্নে সাতপাক ঘুরলেন ২৫ বছরের নায়িকা। দুর্গাপুরে তাঁদের বাড়িতে বিয়ের মণ্ডপ বসে। গায়ে হলুদও হয়েছে মঙ্গলবার। বুধবার সন্ধ্যায় সদলবদলে বালিগঞ্জের শ্বশুরবাড়িতে পা রাখলেন কনে সোমাশ্রী।
কলকাতায় হবে রিসেপশন। ১০ তারিখের সেই অনুষ্ঠানেই থাকবেন টেলিপাড়ার তারকারা। 'ইকির মিকির'-এর নায়িকা তাঁর স্বামী শুভময় মিত্রর সঙ্গে আপ্যায়ণ করবেন অতিথিদের। বিজ্ঞাপনে চাকরি করেন তিনি। একইসঙ্গে সঙ্গীতশিল্পীও শুভময়। প্রসন্নের সঙ্গে শুভময়ের আলাপ হয় ২০২০ সালে, নায়িকা রোশনি ভট্টাচার্যের জন্মদিনে। রোশনির স্বামী, তূর্জ সেনের ছোটবেলার বন্ধু শুভময়।