Kartik-Ananya: অনন্যার ঠোঁটে কার্তিকের ঠোঁট... উষ্ণ আলিঙ্গন! সে ছবি শেয়ার করলেন করণ জোহর... ভাঙা প্রেম জোড়া লাগল ফের?

Last Updated:
অনন্যা পান্ডের সঙ্গে কার্তিক আরিয়ানএকটি রোমান্টিক কমেডি ছবির শুটিং করছেন। ছবিটির নাম ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি'। 
1/5
কার্তিক বলিউডে বেশ সুনাম অর্জন করেছে। সুভাষ ঘাই পরিচালিত ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাঞ্চি: দ্য আনব্রেকেবল’ ছবিতে পার্শ্বচরিত্র দিয়ে রুপোলি দুনিয়ার যাত্রা শুরু করেছিলেন তিনি।
কার্তিক বলিউডে বেশ সুনাম অর্জন করেছে। সুভাষ ঘাই পরিচালিত ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাঞ্চি: দ্য আনব্রেকেবল’ ছবিতে পার্শ্বচরিত্র দিয়ে রুপোলি দুনিয়ার যাত্রা শুরু করেছিলেন তিনি।
advertisement
2/5
এদিকে চাঙ্কি কন্যা অনন্যা পান্ডে বলিউডের নতুন প্রজন্মের একজন অভিনেত্রী। একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে তাঁর ‘কেসরি চ্যাপ্টার ২’ ছবিটি মুক্তি পেয়েছে।
এদিকে চাঙ্কি কন্যা অনন্যা পান্ডে বলিউডের নতুন প্রজন্মের একজন অভিনেত্রী। একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে তাঁর ‘কেসরি চ্যাপ্টার ২’ ছবিটি মুক্তি পেয়েছে।
advertisement
3/5
এই দুই নায়ক-নায়িকাকে নিয়ে বলিপাড়ায় জোর চর্চা। সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে। অনন্যার ঠোঁটে কার্তিকের ঠোঁট... উষ্ণ আলিঙ্গন! সে ছবি শেয়ার করলেন করণ জোহর... ব্যাপারটা কী?
এই দুই নায়ক-নায়িকাকে নিয়ে বলিপাড়ায় জোর চর্চা। সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে। অনন্যার ঠোঁটে কার্তিকের ঠোঁট... উষ্ণ আলিঙ্গন! সে ছবি শেয়ার করলেন করণ জোহর... ব্যাপারটা কী?
advertisement
4/5
অনন্যা পান্ডের সঙ্গে কার্তিক আরিয়ানএকটি রোমান্টিক কমেডি ছবির শুটিং করছেন।ছবিটির নাম ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি'।
অনন্যা পান্ডের সঙ্গে কার্তিক আরিয়ানএকটি রোমান্টিক কমেডি ছবির শুটিং করছেন।ছবিটির নাম ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি'। 
advertisement
5/5
ছবিটি আগামী বছর ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা। সূত্রের খবর, এই ছবির জন্য কার্তিক ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।
ছবিটি আগামী বছর ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা। সূত্রের খবর, এই ছবির জন্য কার্তিক ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।
advertisement
advertisement
advertisement