Kareena Kapoor Khan: 'ওঁর সঙ্গে কখনও কাজ করব না...', আঘাত সহ্য না করতে পেরে কার উপর চটে যান করিনা

Last Updated:
Kareena Kapoor Khan: সঞ্জয় লীলা ভন্সালীর সঙ্গে কাজ করবেন না কখনও। অতীতে এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছিলেন করিনা।
1/4
করিনা কাপুর খান। অভিনেত্রী হিসেবে তিনি কতটা সফল, সেই খতিয়ান নতুন করে দিতে হয় না। দু'দশকের কেরিয়ারে তাঁর ঝুলিতে অসংখ্য সফল ছবি। বলিউডের প্রায় সব নামী পরিচালকের সঙ্গেই কাজ সারা। তবে সেই তালিকা থেকে বাদ শুধু একজন।
করিনা কাপুর খান। অভিনেত্রী হিসেবে তিনি কতটা সফল, সেই খতিয়ান নতুন করে দিতে হয় না। দু'দশকের কেরিয়ারে তাঁর ঝুলিতে অসংখ্য সফল ছবি। বলিউডের প্রায় সব নামী পরিচালকের সঙ্গেই কাজ সারা। তবে সেই তালিকা থেকে বাদ শুধু একজন।
advertisement
2/4
সঞ্জয় লীলা ভন্সালীর সঙ্গে কাজ করবেন না কখনও। অতীতে এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছিলেন করিনা। পরিচালকের আচরণেই নাকি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন তিনি। করিনা দাবি করেছিলেন, 'দেবদাস' ছবিতে অভিনয়ের জন্য তাঁকে বেছে নিয়েছিলেন সঞ্জয়। এমনকি তাঁর স্ক্রিন টেস্টও হয়েছিল অভিনেত্রী। চুক্তি সাক্ষরের জন্য নাকি পারিশ্রমিকও পেয়েছিলেন তিনি। করিনার অভিযোগ, কথাবার্তা চূড়ান্ত হওয়ার পরেও তাঁকে ছবি থেকে বাদ দেন পরিচালক। ক্ষুব্ধ অভিনেত্রী বলেন, "সঞ্জয় আমাকে আঘাত করেছে। কাজ না থাকলেও কখনও ওর সঙ্গে কাজ করব না।"
সঞ্জয় লীলা ভন্সালীর সঙ্গে কাজ করবেন না কখনও। অতীতে এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছিলেন করিনা। পরিচালকের আচরণেই নাকি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন তিনি। করিনা দাবি করেছিলেন, 'দেবদাস' ছবিতে অভিনয়ের জন্য তাঁকে বেছে নিয়েছিলেন সঞ্জয়। এমনকি তাঁর স্ক্রিন টেস্টও হয়েছিল অভিনেত্রী। চুক্তি সাক্ষরের জন্য নাকি পারিশ্রমিকও পেয়েছিলেন তিনি। করিনার অভিযোগ, কথাবার্তা চূড়ান্ত হওয়ার পরেও তাঁকে ছবি থেকে বাদ দেন পরিচালক। ক্ষুব্ধ অভিনেত্রী বলেন, "সঞ্জয় আমাকে আঘাত করেছে। কাজ না থাকলেও কখনও ওর সঙ্গে কাজ করব না।"
advertisement
3/4
সঞ্জয় যদিও করিনার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ডিজাইনার নীতা লুল্লার সঙ্গে সঞ্জয়ের কাছে এসেছিলেন করিনা। জানিয়েছিলেন, পরিচালকের সঙ্গে কাজ করতে চান তিনি। করিনা তখন সদ্য ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। করিনার অভিনয়-দক্ষতা সম্পর্কে বিশেষ অবগত ছিলেন না সঞ্জয়। তাই অভিনেত্রীকে ছবির চরিত্রের মতো করে সাজিয়ে একটি ফোটোশ্যুট করেন তিনি।
সঞ্জয় যদিও করিনার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ডিজাইনার নীতা লুল্লার সঙ্গে সঞ্জয়ের কাছে এসেছিলেন করিনা। জানিয়েছিলেন, পরিচালকের সঙ্গে কাজ করতে চান তিনি। করিনা তখন সদ্য ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। করিনার অভিনয়-দক্ষতা সম্পর্কে বিশেষ অবগত ছিলেন না সঞ্জয়। তাই অভিনেত্রীকে ছবির চরিত্রের মতো করে সাজিয়ে একটি ফোটোশ্যুট করেন তিনি।
advertisement
4/4
সঞ্জয় জানান, করিনার শ্যুটের সময়ে উপস্থিত ছিলেন মা ববিতা কাপুর এবং দিদি করিশ্মা কাপুর। পরিচালক দাবি করেন, করিনাকে ছবিতে নেওয়া হবে, এমন কোনও কথা তিনি দেননি। ছবি দেখার পর পারোর চরিত্রের জন্য করিনাকে মানানসই বলে মনে হয়নি সঞ্জয়ের। সেই চরিত্রে ঐশ্বর্যাকে নিতে চেয়েছিলেন তিনি।
সঞ্জয় জানান, করিনার শ্যুটের সময়ে উপস্থিত ছিলেন মা ববিতা কাপুর এবং দিদি করিশ্মা কাপুর। পরিচালক দাবি করেন, করিনাকে ছবিতে নেওয়া হবে, এমন কোনও কথা তিনি দেননি। ছবি দেখার পর পারোর চরিত্রের জন্য করিনাকে মানানসই বলে মনে হয়নি সঞ্জয়ের। সেই চরিত্রে ঐশ্বর্যাকে নিতে চেয়েছিলেন তিনি।
advertisement
advertisement
advertisement