দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন গায়িকা কণিকা কাপুর। লন্ডনের ব্যবসায়ী গৌতম হাথিরামানির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। বেশ কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন কণিকা ও গৌতম। দেখে নেওয়া যাক তাঁদের বিয়ে ও প্রিওয়েডিংএর কিছু ছবি। সিঁদুরে রাঙা হল সিঁথি। বিয়ের সেই বিশেষ মুহূর্ত। সাত জন্মের অঙ্গীকার আবদ্ধ হলেন এই নতুন জুটি। বিয়েতে দুজনেরই পোশাক ছিল চোখে পড়ার মতো। কণিকা পরেছেন গোলাপি রঙের একটি জমকালো লেহেঙ্গা। অন্যদিকে অফ হোয়াইট রঙের শেরওয়ানি স্যুটের সঙ্গে স্টেটমেন্ট নেকপিস গৌতমের গলায়। অতিথিদের নিয়ে মেতেছেন বর কনে। ঠোঁটে ঠোঁট রাখার ঠিক আগের মুহূর্ত। স্বপ্নের মুহূর্ত। কণিকার সামনে হাঁটু গেড়ে প্রস্তাব গৌতমের। এক গোছা গোলাপের চেয়ে সুন্দর আর কী হতে পারে। মুগ্ধ কণিকা। বিয়ের রীতি অনুযায়ী খেলায় মেতেছেন নবদম্পতি।