Kangana Ranaut With Nawazuddin Siddiqui : বিশেষ বন্ধু ! নওয়াজের বাড়িতে কঙ্গনা ! সামনে এল ছবি

Last Updated:
Kangana Ranaut With Nawazuddin Siddiqui : সাদা শাড়িতে নওয়াজের বাড়িতে ধরা পড়লেন কঙ্গনা রানাওয়াত !
1/5
মুম্বইতে আলিসান বাড়ি বানিয়েছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি। এই বাড়ি বানাতে সময় লেগেছে তিন বছর। নওয়াজের বাড়ি 'নবাব'-কে দেখে অনেকেই অবাক। এবার এই বাড়িতেই জমজমাট পার্টি রাখলেন সিদ্দিকি।
মুম্বইতে আলিসান বাড়ি বানিয়েছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি। এই বাড়ি বানাতে সময় লেগেছে তিন বছর। নওয়াজের বাড়ি 'নবাব'-কে দেখে অনেকেই অবাক। এবার এই বাড়িতেই জমজমাট পার্টি রাখলেন সিদ্দিকি।
advertisement
2/5
সেখনেই দেখা গেল অনেক বলিউড সেলেবকে অংশ নিতে। পার্টিতে উপস্থিত ছিলেন কঙ্গনা রানাওয়াতও।
সেখনেই দেখা গেল অনেক বলিউড সেলেবকে অংশ নিতে। পার্টিতে উপস্থিত ছিলেন কঙ্গনা রানাওয়াতও।
advertisement
3/5
সাদা শাড়ি ও হাই হিলে পার্টির মধ্যমণি ছিলে কঙ্গনা রানাওয়াত।  এই দিন পার্টিতে তাঁকে দেখে শুরু হয়েছে নানা জল্পনা। তবে কী নওয়াজের সঙ্গে ছবি করতে চলেছেন তিনি? নাকি বিশেষ বন্ধুত্ব!
সাদা শাড়ি ও হাই হিলে পার্টির মধ্যমণি ছিলে কঙ্গনা রানাওয়াত। এই দিন পার্টিতে তাঁকে দেখে শুরু হয়েছে নানা জল্পনা। তবে কী নওয়াজের সঙ্গে ছবি করতে চলেছেন তিনি? নাকি বিশেষ বন্ধুত্ব!
advertisement
4/5
এই দিন নওয়াজকেও দেখা গেল একেবারে স্যুটেড-বুটেড হয়ে পার্টিতে থাকতে। যদিও মুম্বইতে এত বড় বাড়ি বানানো নিয়ে অনেকেই চমকেছেন। কারণ এখনও বহু বলি অভিনেতাই মুম্বইতে রেন্টে থাকেন। সেখানে বাংলো বানিয়ে অবাক করেছেন নওয়াজ।
এই দিন নওয়াজকেও দেখা গেল একেবারে স্যুটেড-বুটেড হয়ে পার্টিতে থাকতে। যদিও মুম্বইতে এত বড় বাড়ি বানানো নিয়ে অনেকেই চমকেছেন। কারণ এখনও বহু বলি অভিনেতাই মুম্বইতে রেন্টে থাকেন। সেখানে বাংলো বানিয়ে অবাক করেছেন নওয়াজ।
advertisement
5/5
এই দিন কঙ্গনা ছাড়াও ছিলেন অভনীত কৌর। এই দুই অভিনেত্রীর সঙ্গে নওয়াজকে ছবি তুলতে দেখা গিয়েছে।
এই দিন কঙ্গনা ছাড়াও ছিলেন অভনীত কৌর। এই দুই অভিনেত্রীর সঙ্গে নওয়াজকে ছবি তুলতে দেখা গিয়েছে।
advertisement
advertisement
advertisement