Kanchan-Shreemoyee: তৃতীয়বার বিয়ের পিঁড়িতে কাঞ্চন! বিয়ের কার্ডটা দেখলেন নাকি? রয়েছে বিরাট চমক...

Last Updated:
Kanchan-Shreemoyee: অপেক্ষার আর মাত্র কয়েকদিন। তারপরেই ধুমধাম করে বিয়ে করবেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। টলিউডে বাজবে বিয়ের সানাই। পরিবার এবং কাছের মানুষদের উপস্থিতিতে এক হবে চার হাত।
1/7
আগামী মাসের ৬ তারিখ সামাজিকভাবে বিয়ে হবে কাঞ্চন-শ্রীময়ীর। টলিউডে বাজবে বিয়ের সানাই। পরিবার এবং কাছের মানুষদের উপস্থিতিতে এক হবে চার হাত।
আগামী মাসের ৬ তারিখ সামাজিকভাবে বিয়ে হবে কাঞ্চন-শ্রীময়ীর। টলিউডে বাজবে বিয়ের সানাই। পরিবার এবং কাছের মানুষদের উপস্থিতিতে এক হবে চার হাত।
advertisement
2/7
১৪ ফেব্রুয়ারি কাঞ্চনের বাড়িতে গিয়েই হতবাক অভিনেত্রী৷ গোটা ফ্ল্যাট ফুল ও বেলুনে সাজান অভিনেতা৷ বাড়িভর্তি লোকের সামনেই শ্রীময়ীকে বিয়ের প্রস্তাব দেন কাঞ্চন৷ তৃতীয় স্ত্রীকে উপহার হিসেবে প্ল্যাটিনামের আংটি উপহার দেন৷
১৪ ফেব্রুয়ারি কাঞ্চনের বাড়িতে গিয়েই হতবাক অভিনেত্রী৷ গোটা ফ্ল্যাট ফুল ও বেলুনে সাজান অভিনেতা৷ বাড়িভর্তি লোকের সামনেই শ্রীময়ীকে বিয়ের প্রস্তাব দেন কাঞ্চন৷ তৃতীয় স্ত্রীকে উপহার হিসেবে প্ল্যাটিনামের আংটি উপহার দেন৷
advertisement
3/7
ভ্যালেন্টাইন্স ডে-তে কাঞ্চন মল্লিকের সঙ্গে আইনি বিয়ের পর বেশ চর্চার কেন্দ্রে শ্রীময়ী চট্টরাজ। সোশ্যাল মিডিয়ায় ফের সরগরম টালিগ‍‍ঞ্জের এই অভিনেত্রীকে ঘিরে। তবে সে সবের পরোয়া তিনি করেন না।
ভ্যালেন্টাইন্স ডে-তে কাঞ্চন মল্লিকের সঙ্গে আইনি বিয়ের পর বেশ চর্চার কেন্দ্রে শ্রীময়ী চট্টরাজ। সোশ্যাল মিডিয়ায় ফের সরগরম টালিগ‍‍ঞ্জের এই অভিনেত্রীকে ঘিরে। তবে সে সবের পরোয়া তিনি করেন না।
advertisement
4/7
গোটা কার্ড জুড়ে  রাজকীয় ছোঁয়া, আভিজাত্য। রয়েছে রাজা-রানির ছবি।  অতিথিদের আসতে বলা হয়েছে সন্ধে সাতটার পর থেকে। দক্ষিণ কলকাতার এক পাঁচতারা হোটেলে বসতে চলেছে বিয়ের অনুষ্ঠান।
গোটা কার্ড জুড়ে রাজকীয় ছোঁয়া, আভিজাত্য। রয়েছে রাজা-রানির ছবি। অতিথিদের আসতে বলা হয়েছে সন্ধে সাতটার পর থেকে। দক্ষিণ কলকাতার এক পাঁচতারা হোটেলে বসতে চলেছে বিয়ের অনুষ্ঠান।
advertisement
5/7
কাঞ্চনের প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী অনিন্দিতা দাস। তিনিও টালিগঞ্জের পরিচিত মুখ। তথ্যচিত্র এবং একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অনিন্দিতা।
কাঞ্চনের প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী অনিন্দিতা দাস। তিনিও টালিগঞ্জের পরিচিত মুখ। তথ্যচিত্র এবং একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অনিন্দিতা।
advertisement
6/7
অভিনেত্রী অনিন্দিতার সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর কাঞ্চন বিয়ে করেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের দাম্পত্য শেষ হয় তিক্ততার মধ্যে দিয়ে।
অভিনেত্রী অনিন্দিতার সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর কাঞ্চন বিয়ে করেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের দাম্পত্য শেষ হয় তিক্ততার মধ্যে দিয়ে।
advertisement
7/7
মার্চের শুরুতেই ফের বিয়ের বাঁধনে বাঁধা পড়বেন অভিনেতা কাঞ্চন মল্লিক। জোরকদমে তাঁদের বিয়ের প্রস্তুতি পাশাপাশি চলছে আইবুড়োভাত পর্ব। তার মাঝেই প্রকাশ্যে এল বিয়ের কার্ডের ছবি।
মার্চের শুরুতেই ফের বিয়ের বাঁধনে বাঁধা পড়বেন অভিনেতা কাঞ্চন মল্লিক। জোরকদমে তাঁদের বিয়ের প্রস্তুতি পাশাপাশি চলছে আইবুড়োভাত পর্ব। তার মাঝেই প্রকাশ্যে এল বিয়ের কার্ডের ছবি।
advertisement
advertisement
advertisement