Kanchan Mullick Ex Wife Anindita Das: প্রাক্তন স্বামী কাঞ্চন মল্লিকের সঙ্গে কোনও যোগাযোগই নেই, 'সন্তানকে' নিয়ে ব্যস্ত অভিনেত্রী অনিন্দিতা

Last Updated:
Actress Anindita Das: কাঞ্চন মল্লিকের প্রাক্তন প্রথম স্ত্রী তাঁর পরিচয় নয়, অনিন্দিতা দাসের পরিচিতি একজন ভাল অভিনেতা হিসেবে৷
1/11
অভিনেত্রী অনিন্দিতা দাস৷ বাংলা সিরিয়ালে তিনি খুবই পরিচিত মুখ৷ এছাড়াও থিয়েটার এবং বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন তিনি৷
অভিনেত্রী অনিন্দিতা দাস৷ বাংলা সিরিয়ালে তিনি খুবই পরিচিত মুখ৷ এছাড়াও থিয়েটার এবং বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন তিনি৷
advertisement
2/11
গৌরী এল ধারাবাহিকে তিনি গৌরীর শাশুড়ির চরিত্রে অভিনয় করেছিলেন, যা সকলের খুব পছন্দ হয়েছিল৷
গৌরী এল ধারাবাহিকে তিনি গৌরীর শাশুড়ির চরিত্রে অভিনয় করেছিলেন, যা সকলের খুব পছন্দ হয়েছিল৷
advertisement
3/11
কন্যাদান সিরিয়ালেও তিনি অভিনয় করছেন৷ দত্ত অ্যান্ড বৌমা-তে তাঁকে দেখা গেছে৷ মহাপীঠ তারাপীঠ-ও রয়েছে অনিন্দিতা৷
কন্যাদান সিরিয়ালেও তিনি অভিনয় করছেন৷ দত্ত অ্যান্ড বৌমা-তে তাঁকে দেখা গেছে৷ মহাপীঠ তারাপীঠ-ও রয়েছে অনিন্দিতা৷
advertisement
4/11
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের বিয়ের খবরের পরপরই চর্চায় আসেন কাঞ্চনের প্রথম দুটো বিয়ের খবর৷ পিঙ্কিকে সকলেই চিনলেও কাঞ্চনের প্রথম প্রাক্তন স্ত্রীকে অনেকেই চিনতেন না৷ কারণ অনিন্দিতা ও কাঞ্চনের বিচ্ছেদ অনেক আগেই হয়েছে৷
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের বিয়ের খবরের পরপরই চর্চায় আসেন কাঞ্চনের প্রথম দুটো বিয়ের খবর৷ পিঙ্কিকে সকলেই চিনলেও কাঞ্চনের প্রথম প্রাক্তন স্ত্রীকে অনেকেই চিনতেন না৷ কারণ অনিন্দিতা ও কাঞ্চনের বিচ্ছেদ অনেক আগেই হয়েছে৷
advertisement
5/11
অনিন্দিতা কখনওই আর কাঞ্চনকে নিয়ে কোনও কথা বলেন না৷ তিনি নিজের অভিনয় জগত নিয়ে ব্যস্ত থাকেন৷
অনিন্দিতা কখনওই আর কাঞ্চনকে নিয়ে কোনও কথা বলেন না৷ তিনি নিজের অভিনয় জগত নিয়ে ব্যস্ত থাকেন৷
advertisement
6/11
তবে রয়েছে তাঁর এক সন্তান৷ যার জন্যই এখন বড্ড ব্যস্ত থাকেন অনিন্দিতা৷
তবে রয়েছে তাঁর এক সন্তান৷ যার জন্যই এখন বড্ড ব্যস্ত থাকেন অনিন্দিতা৷
advertisement
7/11
তিনি একজন ক্যাট মম বলে খুবই গর্বিত৷ অর্থাৎ তাঁর পোষ্য বিড়াল তাঁর সন্তানসম৷
তিনি একজন ক্যাট মম বলে খুবই গর্বিত৷ অর্থাৎ তাঁর পোষ্য বিড়াল তাঁর সন্তানসম৷
advertisement
8/11
পোষ্যের নাম মাম্বো৷ আদর করে তাকে কুচাই বলে ডাকেন অনিন্দিতা৷ মাম্বোর নামের সঙ্গে নিজের পদবী দাস যুক্ত করেছেন তিনি৷ ফলে পোষ্য বিড়ালের নাম হয়েছে ,মাম্বো দাস!
পোষ্যের নাম মাম্বো৷ আদর করে তাকে কুচাই বলে ডাকেন অনিন্দিতা৷ মাম্বোর নামের সঙ্গে নিজের পদবী দাস যুক্ত করেছেন তিনি৷ ফলে পোষ্য বিড়ালের নাম হয়েছে ,মাম্বো দাস!
advertisement
9/11
গত বছরই ৬ বছরে পা দিয়ে মাম্বো৷ ধুমধাম করে কেক কেটে জন্মদিন পালন করেন অভিনেত্রী৷
গত বছরই ৬ বছরে পা দিয়ে মাম্বো৷ ধুমধাম করে কেক কেটে জন্মদিন পালন করেন অভিনেত্রী৷
advertisement
10/11
বাবা-মা ও সন্তানকে নিয়ে এখন সুখের সংসার অভিনেত্রী অনিন্দিতা দাসের৷
বাবা-মা ও সন্তানকে নিয়ে এখন সুখের সংসার অভিনেত্রী অনিন্দিতা দাসের৷
advertisement
11/11
সোশ্যাল মিডিয়ায় তিনি বিভিন্ন সময় তাঁর পোষ্য বিড়ালের ছবি পোস্ট করেন এবং সেখানেই জানান যে মাম্বো তাঁর জীবনজুড়ে৷
সোশ্যাল মিডিয়ায় তিনি বিভিন্ন সময় তাঁর পোষ্য বিড়ালের ছবি পোস্ট করেন এবং সেখানেই জানান যে মাম্বো তাঁর জীবনজুড়ে৷
advertisement
advertisement
advertisement