Kanchan-Sreemoyee Wedding: কাঞ্চনের গায়ে ছোঁয়ানো হলুদে মাখামাখি শ্রীময়ী! আজ রাতেই তৃতীয়বার মালাবদল বিধায়ক-অভিনেতার

Last Updated:
টলিউড জুড়ে বিয়ের সানাই। শনিবার চার হাত এক হতে চলেছে কাঞ্চন-শ্রীময়ীর। পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতেই নিয়ম মেনে হবে বিয়ে। (ছবি- তথাগত ঘোষ)
1/9
টলিউড জুড়ে বিয়ের সানাই। আজ অর্থাৎ শনিবার চার হাত এক হতে চলেছে কাঞ্চন-শ্রীময়ীর। পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতেই নিয়ম মেনে হবে বিয়ে। (ছবি- তথাগত ঘোষ)
টলিউড জুড়ে বিয়ের সানাই। আজ অর্থাৎ শনিবার চার হাত এক হতে চলেছে কাঞ্চন-শ্রীময়ীর। পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতেই নিয়ম মেনে হবে বিয়ে। (ছবি- তথাগত ঘোষ)
advertisement
2/9
তার আগে সারলেন প্রাক-বিয়ের নানা নিয়ম। সকালে হয়েছে দধিমঙ্গল, নাহ্নিমুখ। (ছবি- তথাগত ঘোষ)
তার আগে সারলেন প্রাক-বিয়ের নানা নিয়ম। সকালে হয়েছে দধিমঙ্গল, নাহ্নিমুখ। (ছবি- তথাগত ঘোষ)
advertisement
3/9
তারপর জুটি সেরেছেন গায়ে হলুদ । লালা পাড় হলুদ শড়ি সঙ্গে ফুলের সাজে সেজে উঠেছিলেন শ্রীময়ী। (ছবি- তথাগত ঘোষ)
তারপর জুটি সেরেছেন গায়ে হলুদ । লালা পাড় হলুদ শড়ি সঙ্গে ফুলের সাজে সেজে উঠেছিলেন শ্রীময়ী। (ছবি- তথাগত ঘোষ)
advertisement
4/9
বরের গায়ে ছোঁয়ানো হলুদে মাখামাখি হলেন শ্রীময়ী। পাশাপাশি বসেই গায়ে হলুদ সারেন তাঁরা। (ছবি- তথাগত ঘোষ)
বরের গায়ে ছোঁয়ানো হলুদে মাখামাখি হলেন শ্রীময়ী। পাশাপাশি বসেই গায়ে হলুদ সারেন তাঁরা। (ছবি- তথাগত ঘোষ)
advertisement
5/9
উত্তর কলকাতায় শ্রীময়ী বাড়িতেই প্রাক-বিবাহের অনুষ্ঠান হয়েছে। তবে বিয়ের জন্য তাঁরা বেছে নিয়েছেন শহরের অন্য প্রান্তের একটি বাড়ি। (ছবি- তথাগত ঘোষ)
উত্তর কলকাতায় শ্রীময়ী বাড়িতেই প্রাক-বিবাহের অনুষ্ঠান হয়েছে। তবে বিয়ের জন্য তাঁরা বেছে নিয়েছেন শহরের অন্য প্রান্তের একটি বাড়ি। (ছবি- তথাগত ঘোষ)
advertisement
6/9
শুক্রবার ছিল কাঞ্চন-শ্রীময়ী আইবুড়ো ভাত। সেই ছবি অভিনেত্রী ভাগ করে নিয়ে ছিলেন স্যোশাল মিডিয়ায়। (ছবি- তথাগত ঘোষ)
শুক্রবার ছিল কাঞ্চন-শ্রীময়ী আইবুড়ো ভাত। সেই ছবি অভিনেত্রী ভাগ করে নিয়ে ছিলেন স্যোশাল মিডিয়ায়। (ছবি- তথাগত ঘোষ)
advertisement
7/9
আগের দিন মেহন্দি আর সঙ্গীতের অনুষ্ঠানও করেছিলেন তাঁরা। শ্রীময়ী কনুই পর্যন্ত মেহেন্দি পরেছিলেন। (ছবি- তথাগত ঘোষ)
আগের দিন মেহন্দি আর সঙ্গীতের অনুষ্ঠানও করেছিলেন তাঁরা। শ্রীময়ী কনুই পর্যন্ত মেহেন্দি পরেছিলেন। (ছবি- তথাগত ঘোষ)
advertisement
8/9
তবে জুটিকে সম্পর্ক থেকে বিয়ে সব ক্ষেত্রেই হতে হয়েছে কটাক্ষের শিকার। বয়সের পার্থক্য নিয়েও ভেসে এসেছে তির্যক মন্তব্য। তবে সব কিছুকে উড়িয়ে দিয়ে তাঁরা চুটিয়ে উপভোগ করছেন তাঁদের জীবনের এই বিশেষ দিনটি।
তবে জুটিকে সম্পর্ক থেকে বিয়ে সব ক্ষেত্রেই হতে হয়েছে কটাক্ষের শিকার। বয়সের পার্থক্য নিয়েও ভেসে এসেছে তির্যক মন্তব্য। তবে সব কিছুকে উড়িয়ে দিয়ে তাঁরা চুটিয়ে উপভোগ করছেন তাঁদের জীবনের এই বিশেষ দিনটি।
advertisement
9/9
ভালবাসা দিবস ১৪ ফেব্রুয়ারীতে তাঁরা সেরেছেন আইনি বিয়ে। চলতি মাসের ৬ তারিখ পার্কস্ট্রিটের এক ব্যাঙ্কোয়েটে হবে রিসেপশন।
ভালবাসা দিবস ১৪ ফেব্রুয়ারীতে তাঁরা সেরেছেন আইনি বিয়ে। চলতি মাসের ৬ তারিখ পার্কস্ট্রিটের এক ব্যাঙ্কোয়েটে হবে রিসেপশন।
advertisement
advertisement
advertisement