Kanaka Actress: বিয়ের মাত্র ১৫ দিনের মধ্যেই স্বামী ছেড়ে চলে গেলেন! একাকীত্ব গ্রাস করে অভিনেত্রীকে...তারপর কী হল তাঁর?
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Kanaka Actress: মাত্র ১৬ বছর বয়সে সিনেমা জগতে পা রাখা কানকা ২৬ বছর বয়সে হঠাৎ অভিনয় থেকে সরে যান। বিয়ের ১৫ দিনের মধ্যে স্বামী চলে যাওয়ার পর তিনি একাকীত্ব বেছে নেন। পরবর্তীতে তার জীবনের অজানা দিকটি জানুন...
advertisement
অপ্রত্যাশিতভাবে ‘করগাটাকারান’ ছবি বিশাল হিট হয় এবং কানকা তামিলনাড়ুতে ব্যাপক পরিচিতি পান। এরপর বিভিন্ন ছবির সুযোগ পান। প্রথম ছবির সাফল্যের পর তিনি রজনীমূলক প্রধান অভিনেতাদের সঙ্গে কাজ করেন। তেলুগু সিনেমাতেও তিনি কাজ করেছেন। রামরাজন, রজনী, প্রভু, কার্তিক, বিজয়কান্ত, মম্মূটি সহ অন্যান্য তারকাদের সঙ্গে অভিনয় করেছেন।
advertisement
advertisement
কানকার বাবা-মা প্রেম বিয়ে করেছিলেন কিন্তু তিন বছরের মধ্যে তারা বিচ্ছেদ হয়। তাই কানকা দেবিকার (তার মা) লালন-পালনে বড় হন। মা কানকার সবকিছু ছিলেন। কিন্তু ২০০২ সালে দেবিকা ৫৯ বছর বয়সে হঠাৎ মারা গেলে কানকা একাকী হয়ে যান। ২০০৭ সালে কানকা ক্যালিফোর্নিয়ার এক ইঞ্জিনিয়রের সঙ্গে বিয়ে করেন বলে জানা যায়।
advertisement
কিন্তু ২০১০ সালের এক সাক্ষাৎকারে কানকা জানান, ‘বিয়ের ১৫ দিনের মধ্যে আমার স্বামী অদৃশ্য হয়ে গেলেন, তাঁর কোনও খবর নেই।’ এরপর কানকার মৃত্যুর গুজব ছড়ায়, কিন্তু তিনি জীবিত এবং ভালো আছেন বলে জানিয়েছেন। তবে তিনি বহু বছর ধরে বাইরে কারও সঙ্গে যোগাযোগ রেখেছেন না, একাকীত্বেই ছিলেন। কয়েক বছর আগে অভিনেত্রী কুট্টি পদ্মিনী কানকার সঙ্গে ছবি শেয়ার করেন, সেখানে কানকা অনেক ওজন বেড়ে চেনাই কঠিন। এরপর তার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
advertisement
কিছুদিন আগে কানকার বাবা বলেছিলেন, “আমি আমার স্ত্রীকে ভালোবেসেই বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের পর ভিন্ন মতের কারণে বিচ্ছেদ হয়েছে। কানকা জন্ম থেকে তিন বছর পর্যন্ত আমরা একসঙ্গে ছিলাম, তারপর বিচ্ছেদ হলো। আমাদের মধ্যে কোনও আইনগত বিবাহবিচ্ছেদ হয়নি। কানকা যখন অভিনয় শুরু করেছিল তখন তার বয়স ১৬ বছর ছিল।”
advertisement