Bollywood Gossip: পর্দার প্রেম হিট! আমিরের সঙ্গে ৭ বছর কথা বলেননি জুহি, কী এমন করেছিলেন অভিনেতা

Last Updated:
Bollywood Gossip: জুহি চাওলা এবং আমির খান। বলিউডে পর্দার সফলতম জুটিগুলির মধ্যে অন্যতম তাঁরা। একসঙ্গে একাধিক হিট আছে তাঁদের ঝুলিতে। কিন্তু জানেন কি, আমিরের সঙ্গে দীর্ঘ সাত বছর কথা বলেননি জুহি?
1/5
জুহি চাওলা এবং আমির খান। বলিউডে পর্দার সফলতম জুটিগুলির মধ্যে অন্যতম তাঁরা। একসঙ্গে একাধিক হিট আছে তাঁদের ঝুলিতে। কিন্তু জানেন কি, আমিরের সঙ্গে দীর্ঘ সাত বছর কথা বলেননি জুহি?
জুহি চাওলা এবং আমির খান। বলিউডে পর্দার সফলতম জুটিগুলির মধ্যে অন্যতম তাঁরা। একসঙ্গে একাধিক হিট আছে তাঁদের ঝুলিতে। কিন্তু জানেন কি, আমিরের সঙ্গে দীর্ঘ সাত বছর কথা বলেননি জুহি?
advertisement
2/5
সে বহু বছর আগের কথা। 'তুম মেরে হো' ছবির শ্যুট করছিলেন আমির এবং জুহি। সেটে নায়িকার সঙ্গে খুনসুটি করে তাঁর হাতে একটি সাপ ধরিয়ে দেন আমির। তার পর ধীরে ধীরে এগিয়ে আসেন অভিনেত্রীর দিকে।
সে বহু বছর আগের কথা। 'তুম মেরে হো' ছবির শ্যুট করছিলেন আমির এবং জুহি। সেটে নায়িকার সঙ্গে খুনসুটি করে তাঁর হাতে একটি সাপ ধরিয়ে দেন আমির। তার পর ধীরে ধীরে এগিয়ে আসেন অভিনেত্রীর দিকে।
advertisement
3/5
জুহি ভাবেন, আমির বোধ হয় কোনও কাণ্ড ঘটাতে চলেছেন। ভয় পেয়ে পালাতে শুরু করেন তিনি। আমির নিছক মজা করতেই এই কাজ করেছিলেন। কিন্তু জুহি খুবই রেগে যান। এর পর নাকি সাত বছর আমিরের সঙ্গে কথা বলেননি তিনি।
জুহি ভাবেন, আমির বোধ হয় কোনও কাণ্ড ঘটাতে চলেছেন। ভয় পেয়ে পালাতে শুরু করেন তিনি। আমির নিছক মজা করতেই এই কাজ করেছিলেন। কিন্তু জুহি খুবই রেগে যান। এর পর নাকি সাত বছর আমিরের সঙ্গে কথা বলেননি তিনি।
advertisement
4/5
'হম হ্যায় রাহি প্যায়ার কে', 'কেয়ামত সে কেয়ামত তক', 'ইশক'-এর মতো হিট ছবি করেছেন আমির-জুহি। তাঁদের রসায়ন আজও চর্চিত।
'হম হ্যায় রাহি প্যায়ার কে', 'কেয়ামত সে কেয়ামত তক', 'ইশক'-এর মতো হিট ছবি করেছেন আমির-জুহি। তাঁদের রসায়ন আজও চর্চিত।
advertisement
5/5
ভুল বোঝাবুঝি মিটে যায় আমির-জুহির। এখনও তাঁদের বন্ধুত্ব অমলিন। নয়ের দশকের সেই জুটিকে পর্দায় চাক্ষুষ করার অপেক্ষায় দর্শক।
ভুল বোঝাবুঝি মিটে যায় আমির-জুহির। এখনও তাঁদের বন্ধুত্ব অমলিন। নয়ের দশকের সেই জুটিকে পর্দায় চাক্ষুষ করার অপেক্ষায় দর্শক।
advertisement
advertisement
advertisement