Jeet-Koel Movies: জুটি হিসেবে দেখা নেই কেন? মেলেনি উত্তর! জিৎ-কোয়েলের যে ছবিগুলি প্রেমের ঝড় তোলে

Last Updated:
Jeet-Koel Movies: দীর্ঘ দিন একসঙ্গে কাজ করেন না জিৎ-কোয়েল। তবে প্রেমের সপ্তাহে তাই দেখে নেওয়া যেতেই পারে তাঁদের সফল ছবিগুলি। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক সেই তালিকায়।
1/8
জিৎ এবং কোয়েল মল্লিক। টলিউডের সফল জুটিগুলির মধ্যে অন্যতম। পর্দায় তাঁদের যুগলবন্দি মানেই বক্স অফিসে ছবির ভাঁড়ার পূর্ণ।
জিৎ এবং কোয়েল মল্লিক। টলিউডের সফল জুটিগুলির মধ্যে অন্যতম। পর্দায় তাঁদের যুগলবন্দি মানেই বক্স অফিসে ছবির ভাঁড়ার পূর্ণ।
advertisement
2/8
দীর্ঘ  দিন একসঙ্গে কাজ করেন না জিৎ-কোয়েল। তবে নায়ক-নায়িকাকে নিয়ে অনুরাগীদের উৎসাহে এতটুকুও ভাটা পড়েনি। প্রেমের সপ্তাহে তাই দেখে নেওয়া যেতেই পারে তাঁদের সফল ছবিগুলি। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক সেই তালিকায়।
দীর্ঘ দিন একসঙ্গে কাজ করেন না জিৎ-কোয়েল। তবে নায়ক-নায়িকাকে নিয়ে অনুরাগীদের উৎসাহে এতটুকুও ভাটা পড়েনি। প্রেমের সপ্তাহে তাই দেখে নেওয়া যেতেই পারে তাঁদের সফল ছবিগুলি। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক সেই তালিকায়।
advertisement
3/8
নাটের গুরু  ২০০৩ সালে হরনাথ চক্রবর্তী পরিচালিত এই ছবি দিয়েই জি‍ৎ-কোয়েল জুটির পথ চলা শুরু। পাশাপাশি এটি রঞ্জিৎ-কন্যার প্রথম ছবি। নায়ক-নায়িকার মিথ্যে প্রেমের আখ্যান কী ভাবে সত্যি হয়ে উঠবে, পর্দায় তা-ই ফুটিয়ে তুলেছিল 'নাটের গুরু'। জুটি হিসেবে হাতেখড়িতেই বাজিমাৎ জিৎ-কোয়েলের।
নাটের গুরু ২০০৩ সালে হরনাথ চক্রবর্তী পরিচালিত এই ছবি দিয়েই জি‍ৎ-কোয়েল জুটির পথ চলা শুরু। পাশাপাশি এটি রঞ্জিৎ-কন্যার প্রথম ছবি। নায়ক-নায়িকার মিথ্যে প্রেমের আখ্যান কী ভাবে সত্যি হয়ে উঠবে, পর্দায় তা-ই ফুটিয়ে তুলেছিল 'নাটের গুরু'। জুটি হিসেবে হাতেখড়িতেই বাজিমাৎ জিৎ-কোয়েলের।
advertisement
4/8
শুভদৃষ্টি  ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রভাত রায় পরিচালিত এই ছবির সঙ্গে সুরজ বরজাতিয়ার 'হাম আপকে হ্যায় কউন'-এর মিল পেয়েছিলেন অনেকেই। গান থেকে নায়ক-নায়িকার রসায়ন, দর্শকমনে ছাপ ফেলেছিল এই ছবি।
শুভদৃষ্টি ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রভাত রায় পরিচালিত এই ছবির সঙ্গে সুরজ বরজাতিয়ার 'হাম আপকে হ্যায় কউন'-এর মিল পেয়েছিলেন অনেকেই। গান থেকে নায়ক-নায়িকার রসায়ন, দর্শকমনে ছাপ ফেলেছিল এই ছবি।
advertisement
5/8
বন্ধন  এত বছর পরেও এই ছবির 'সে ছিল বড়ই আনমনা'র সুর অনুরাগীদের মনে অমলিন। হারিয়ে ভালবাসাকে নতুন রূপে ফিরে পাওয়ার গল্প বলেছিল রবি কিনাগী পরিচালিত 'বন্ধন'। জিৎ-কোয়েলে অনবদ্য অভিনয়ে অভিভূত হয়েছিলেন দর্শক।
বন্ধন এত বছর পরেও এই ছবির 'সে ছিল বড়ই আনমনা'র সুর অনুরাগীদের মনে অমলিন। হারিয়ে ভালবাসাকে নতুন রূপে ফিরে পাওয়ার গল্প বলেছিল রবি কিনাগী পরিচালিত 'বন্ধন'। জিৎ-কোয়েলে অনবদ্য অভিনয়ে অভিভূত হয়েছিলেন দর্শক।
advertisement
6/8
হিরো  কলেজ জীবনের প্রেম, সব বাধাবিপত্তিকে তুচ্ছ করে সেই প্রেমকে পরিণতি দেওয়া- স্বপন সাহা পরিচালিত ছবিটির মূল সুরই ছিল এমন। জি‍ৎ-কোয়েলের সমীকরণই বক্স অফিসে সাফস্য এনে দিয়েছিল সেই ছবিকে।
হিরো কলেজ জীবনের প্রেম, সব বাধাবিপত্তিকে তুচ্ছ করে সেই প্রেমকে পরিণতি দেওয়া- স্বপন সাহা পরিচালিত ছবিটির মূল সুরই ছিল এমন। জি‍ৎ-কোয়েলের সমীকরণই বক্স অফিসে সাফস্য এনে দিয়েছিল সেই ছবিকে।
advertisement
7/8
সাত পাকে বাঁধা  তেলুগু ছবি 'পবিত্র বন্ধম'-এর বাংলা পুনর্নির্মাণ সুজিত মণ্ডল পরিচালিত এই ছবি। নায়ক-নায়িকার টানাপড়েন, তাঁদের প্রেম-অপ্রেমের আখ্যান দর্শকদের মন জয় করেছিল।
সাত পাকে বাঁধা তেলুগু ছবি 'পবিত্র বন্ধম'-এর বাংলা পুনর্নির্মাণ সুজিত মণ্ডল পরিচালিত এই ছবি। নায়ক-নায়িকার টানাপড়েন, তাঁদের প্রেম-অপ্রেমের আখ্যান দর্শকদের মন জয় করেছিল।
advertisement
8/8
১০০% লাভ  রবি কিনাগী পরিচালিত এই ছবিতে জি‍ৎ-কোয়েলের অম্লমধুর রসায়ন ধরা পড়ে। আজও '‘০০% লাভ'-এর গান গুনগুন করেন অনেকেই।
১০০% লাভ রবি কিনাগী পরিচালিত এই ছবিতে জি‍ৎ-কোয়েলের অম্লমধুর রসায়ন ধরা পড়ে। আজও '‘০০% লাভ'-এর গান গুনগুন করেন অনেকেই।
advertisement
advertisement
advertisement